অনলাইন ডেস্ক
২০২৪ সালে অ্যাপলের নতুন সিরিজ আইফোন ১৬ বাজারে আসবে। তবে প্রতি বছরের মতো এবার নতুন সিরিজ চারটি মডেলে সীমাবদ্ধ থাকবে না। আইফোনের নতুন সিরিজে পাঁচটি মডেল থাকবে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে।
নতুন আইফোনের স্পেসিফিকেশন নিয়ে প্রতিবছর বিভিন্ন গুজব ও তথ্য ফাঁস হয়। তাই আইফোনে আরেক মডেলের সংযোজন হবে কি না, তা নিশ্চিতভাবে বলা যায় না।
সম্ভাব্য মডেল
আইফোন ১৬ এসই ও আইফোন ১৬ প্লাস এসই: মডেল দুটি সিরিজটির সাশ্রয়ী বাজেটের ফোন হবে। এসব ফোনের ক্যামেরা পিল (লম্বাকৃতি ওষুধের খোলস) আকৃতির নকশায় তৈরি করা হতে পারে। এতে ডাইনামিক আইল্যান্ড প্রযুক্তি ও ৬০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকবে।
আইফোন ১৬: সিরিজটির মিড-রেঞ্জের ফোন হবে এই মডেল। এই ফোনের স্ক্রিনের ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ, এতে ডুয়েল ক্যামেরা ও উন্নত ব্যাটারি থাকবে।
আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স: সিরিজটির প্রিমিয়াম মডেল হলো এই দুই ফোন। এই মডেলে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, মসৃণ পিল (লম্বাকৃতি ওষুধের খোলস) আকৃতির ক্যামেরা বাম্পসহ (যেখানে ক্যামেরা সুসজ্জিত থাকে) পেছনে উলম্বভাবে তিনটি ক্যামেরা ও অত্যাধুনিক ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে।
সম্ভাব্য দাম:
আইফোন ১৬ এসই: ১২৮ জিবি সংস্করণের দাম ৬৯৯ ডলার।
আইফোন ১৬ প্লাস এসই: ২৫৬ জিবি সংস্করণের দাম ৭৯৯ ডলার।
আইফোন ১৬: ২৫৬ জিবি সংস্করনের দাম ৬৯৯ ডলার।
আইফোন ১৬ প্রো: ২৫৬ জিবি সংস্করণের দাম ৯৯৯ ডলার।
আইফোন ১৬ প্রো ম্যাক্স: ২৫৬ জিবি সংস্করণের দাম ১ হাজার ৯৯ ডলার।
আইফোন ১৬ সিরিজের এসব তথ্য সঠিক কি না, তা এখনো স্পষ্ট নয়। নতুন মডেলগুলো নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন ভিন্ন তথ্য বলা হয়েছে। আর তা ছাড়া ফোনগুলো নিয়ে এখনো পরীক্ষা-নিরীক্ষা করছে অ্যাপল। তাই চূড়ান্ত মডেলগুলোয় কী কী বৈশিষ্ট্য থাকবে তা একেবারে নিশ্চিত হয়ে বলা যায় না। আর সেপ্টেম্বরে নতুন সিরিজটি আসার আগে মডেলগুলো ডিজাইনে পরিবর্তন নিয়ে আসা হতে পারে।
তথ্যসূত্র: গ্যাজেটস নাও
২০২৪ সালে অ্যাপলের নতুন সিরিজ আইফোন ১৬ বাজারে আসবে। তবে প্রতি বছরের মতো এবার নতুন সিরিজ চারটি মডেলে সীমাবদ্ধ থাকবে না। আইফোনের নতুন সিরিজে পাঁচটি মডেল থাকবে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে।
নতুন আইফোনের স্পেসিফিকেশন নিয়ে প্রতিবছর বিভিন্ন গুজব ও তথ্য ফাঁস হয়। তাই আইফোনে আরেক মডেলের সংযোজন হবে কি না, তা নিশ্চিতভাবে বলা যায় না।
সম্ভাব্য মডেল
আইফোন ১৬ এসই ও আইফোন ১৬ প্লাস এসই: মডেল দুটি সিরিজটির সাশ্রয়ী বাজেটের ফোন হবে। এসব ফোনের ক্যামেরা পিল (লম্বাকৃতি ওষুধের খোলস) আকৃতির নকশায় তৈরি করা হতে পারে। এতে ডাইনামিক আইল্যান্ড প্রযুক্তি ও ৬০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকবে।
আইফোন ১৬: সিরিজটির মিড-রেঞ্জের ফোন হবে এই মডেল। এই ফোনের স্ক্রিনের ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ, এতে ডুয়েল ক্যামেরা ও উন্নত ব্যাটারি থাকবে।
আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স: সিরিজটির প্রিমিয়াম মডেল হলো এই দুই ফোন। এই মডেলে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, মসৃণ পিল (লম্বাকৃতি ওষুধের খোলস) আকৃতির ক্যামেরা বাম্পসহ (যেখানে ক্যামেরা সুসজ্জিত থাকে) পেছনে উলম্বভাবে তিনটি ক্যামেরা ও অত্যাধুনিক ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে।
সম্ভাব্য দাম:
আইফোন ১৬ এসই: ১২৮ জিবি সংস্করণের দাম ৬৯৯ ডলার।
আইফোন ১৬ প্লাস এসই: ২৫৬ জিবি সংস্করণের দাম ৭৯৯ ডলার।
আইফোন ১৬: ২৫৬ জিবি সংস্করনের দাম ৬৯৯ ডলার।
আইফোন ১৬ প্রো: ২৫৬ জিবি সংস্করণের দাম ৯৯৯ ডলার।
আইফোন ১৬ প্রো ম্যাক্স: ২৫৬ জিবি সংস্করণের দাম ১ হাজার ৯৯ ডলার।
আইফোন ১৬ সিরিজের এসব তথ্য সঠিক কি না, তা এখনো স্পষ্ট নয়। নতুন মডেলগুলো নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন ভিন্ন তথ্য বলা হয়েছে। আর তা ছাড়া ফোনগুলো নিয়ে এখনো পরীক্ষা-নিরীক্ষা করছে অ্যাপল। তাই চূড়ান্ত মডেলগুলোয় কী কী বৈশিষ্ট্য থাকবে তা একেবারে নিশ্চিত হয়ে বলা যায় না। আর সেপ্টেম্বরে নতুন সিরিজটি আসার আগে মডেলগুলো ডিজাইনে পরিবর্তন নিয়ে আসা হতে পারে।
তথ্যসূত্র: গ্যাজেটস নাও
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
৪ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
৬ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
৭ ঘণ্টা আগে