প্রযুক্তি ডেস্ক
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত ‘চতুর্থ বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড-২০২০’ এ চ্যাম্পিয়ন হয়েছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাবেক শিক্ষার্থীদের টিম ডেকোডার্স স্কোয়াড। ইন্ডাস্ট্রিয়াল সেকশনের সাব-ক্যাটাগরিতে তাঁরা এই পুরস্কার পেয়েছে। এই সাব–ক্যাটাগরির সাসটেইনেবল অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগে ‘আইওটি বেজড এয়ার পলুশান মনিটরিং সিস্টেম প্রজেক্ট’ উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ টিমটি এ অ্যাওয়ার্ড পায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাঈদ আহমেদ পলক। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বেসিস ২০১৭ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার দিয়ে আসছে।
গ্রিন ইউনিভার্সিটি শিক্ষার্থীদের এমন অর্জনে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির, উপ–উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফয়জুর রহমান ও সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সাইফুল আজাদসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট অনেকে।
বিজয়ীরা জানান, আইওটি ভিত্তিক এই প্রজেক্টটির সাহায্যে ওয়েব সার্ভার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে বাতাসের মান পর্যবেক্ষণ করা যাবে। শুধু তাই নয়, বাতাসের গুণমান প্রান্তিক স্তর ছাড়িয়ে যাওয়ার পর সেখানে কার্বন ডাই অক্সাইড বা অন্য কোন ক্ষতিকারক গ্যাসের উপস্থিতি থাকলেও তা জানিয়ে দেবে এই প্রজেক্ট সিস্টেম। মনিটরিংয়ের পুরো প্রক্রিয়াটি এলসিডি, অ্যান্ড্রয়েড অ্যাপ বা ওয়েব পেজের মাধ্যমে পাওয়া যাবে।
ছয় সদস্যবিশিষ্ট ডেকোডার্স স্কোয়াড টিমে রয়েছেন-শৈশব আজাদ, আরিফ হোসেন, রাজিবুর রহমান, আমিরুল ইসলাম, মো. রাহুল রেজা ও মো. তরিকুল ইসলাম। এর আগে নয়ন হোসেন, মাহমুদ হোসেন, গাজী ইমরান হোসেন, মোনতাসের আবদুল কাদের ও কৌশিক আহমেদ অপুসহ অনেকে এই টিমে কাজ করেন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত ‘চতুর্থ বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড-২০২০’ এ চ্যাম্পিয়ন হয়েছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাবেক শিক্ষার্থীদের টিম ডেকোডার্স স্কোয়াড। ইন্ডাস্ট্রিয়াল সেকশনের সাব-ক্যাটাগরিতে তাঁরা এই পুরস্কার পেয়েছে। এই সাব–ক্যাটাগরির সাসটেইনেবল অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগে ‘আইওটি বেজড এয়ার পলুশান মনিটরিং সিস্টেম প্রজেক্ট’ উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ টিমটি এ অ্যাওয়ার্ড পায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাঈদ আহমেদ পলক। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বেসিস ২০১৭ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার দিয়ে আসছে।
গ্রিন ইউনিভার্সিটি শিক্ষার্থীদের এমন অর্জনে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির, উপ–উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফয়জুর রহমান ও সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সাইফুল আজাদসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট অনেকে।
বিজয়ীরা জানান, আইওটি ভিত্তিক এই প্রজেক্টটির সাহায্যে ওয়েব সার্ভার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে বাতাসের মান পর্যবেক্ষণ করা যাবে। শুধু তাই নয়, বাতাসের গুণমান প্রান্তিক স্তর ছাড়িয়ে যাওয়ার পর সেখানে কার্বন ডাই অক্সাইড বা অন্য কোন ক্ষতিকারক গ্যাসের উপস্থিতি থাকলেও তা জানিয়ে দেবে এই প্রজেক্ট সিস্টেম। মনিটরিংয়ের পুরো প্রক্রিয়াটি এলসিডি, অ্যান্ড্রয়েড অ্যাপ বা ওয়েব পেজের মাধ্যমে পাওয়া যাবে।
ছয় সদস্যবিশিষ্ট ডেকোডার্স স্কোয়াড টিমে রয়েছেন-শৈশব আজাদ, আরিফ হোসেন, রাজিবুর রহমান, আমিরুল ইসলাম, মো. রাহুল রেজা ও মো. তরিকুল ইসলাম। এর আগে নয়ন হোসেন, মাহমুদ হোসেন, গাজী ইমরান হোসেন, মোনতাসের আবদুল কাদের ও কৌশিক আহমেদ অপুসহ অনেকে এই টিমে কাজ করেন।
বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ বার্তা আদান-প্রদানের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহৃত হয়। তবে ফোন হারিয়ে গেলে বা অন্য কারণে এসব মূল্যবান কথোপকথন বা গুরুত্বপূর্ণ ডেটা হারিয়ে যেতে পারে। তাই সঠিক সময়ে ব্যাকআপ করে রাখতে হয়। হোয়াটসঅ্যাপের ব্যাকআপ ফিচারের মাধ্যমে সহজেই আপনার সমস্ত চ্যাট, মিডিয়া ফাইল ও ভয়েস...
২ ঘণ্টা আগেজাপানি প্রতিষ্ঠান শিমাদজু করপোরেশন বাজারে এনেছে বিশ্বের সবচেয়ে নির্ভুল ঘড়ি ‘এথার ক্লক ওসি জিরো টু জিরো’। স্ট্রনটিয়াম অপটিক্যাল ল্যাটিস প্রযুক্তির এই ঘড়ি এক হাজার বছরে মাত্র এক সেকেন্ড বিচ্যুত হয়। গবেষণার জন্য তৈরি ঘড়িটির দাম ৩৩ লাখ ডলার।
১৭ ঘণ্টা আগেগুগল তাদের সার্চ ফিচারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। গত বুধবার কোম্পানিটি ঘোষণা করেছে, তারা নতুন একটি অভিনব এআই টুল নিয়ে এসেছে। যার নাম–‘এআই মোড’। এটি ব্যবহারকারীদের জটিল এবং বহুস্তরের প্রশ্নের জন্য উন্নত উত্তর দেবে, যেগুলোর জন্য সাধারণত একাধিক অনুসন্ধানের প্রয়োজন হয়।
১৮ ঘণ্টা আগেবিশ্বখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা টুল চ্যাটজিপিটি এর নির্মাতা ওপেনএআই–এর সঙ্গে পাঁচ বছরের অংশীদারত্ব ঘোষণা করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এই অংশীদারত্বের মাধ্যমে অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকেরা উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের সুবিধা পাবেন...
২০ ঘণ্টা আগে