Ajker Patrika

জিমেইল, গুগল ডকে যুক্ত হলো এআই

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১৯: ৫৬
জিমেইল, গুগল ডকে যুক্ত হলো এআই

জিমেইল, ডকস, ও শিটসহ বিভিন্ন ওয়ার্কস্পেস অ্যাপে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ফিচার এনেছে গুগল। এআই টুলকে কোনো টপিকের নাম লিখে দিলে আস্ত একটি লেখা তৈরি করে দেবে এটি। নির্দেশনা অনুযায়ী এটি পরবর্তীতে লেখাকে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনও করতে পারবে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, এআই’র প্রতিযোগিতায় অংশ নিতেই মূলত গুগলের এই সিদ্ধান্ত। তবে সবগুলো টুল কবে জনসাধারণের জন্য উন্মুক্ত হবে তা এখনো নির্দিষ্ট করে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ এগুলো আসবে। 

অন্যান্য ফিচারের তুলনায় রাইটিং ও ব্রেইনস্টর্মিং ফিচার দুটো সবচেয়ে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। গুগল এই সুবিধা কে ফাংশনকে নিজেদের প্রেস রিলিজ তৈরিতেও ব্যবহার করবে। বুলেট পয়েন্ট দিলেই ড্রাফট তৈরি করে দেবে টুলটি। কাস্টমারের জন্য ব্যক্তিগত মেইল তৈরিতে বিভিন্ন বুলেট পয়েন্ট এবং বড় মেইলকে সারসংক্ষেপ করার ডেমো দেখিয়েছে গুগল। 

এর আগে, চ্যাটজিপিটির সঙ্গে পাল্লা দিতে নিজস্ব চ্যাটবট আনার ঘোষণা দেয় গুগল। নতুন এই চ্যাটবটের নাম ‘বার্ড’। এই চ্যাটবট নিজস্ব ল্যাঙ্গুয়েজ মডেলের সঙ্গে বিভিন্ন বিষয়ের তথ্য যুক্ত করে ব্যবহারকারীকে উত্তর দেবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকইব্লগের প্রতিবেদন অনুযায়ী, ডায়ালগ অ্যাপ্লিকেশনের জন্য ‘ভাষা মডেল’ (ল্যামডা) প্রায় ২ বছর আগে উন্মোচন করা হয়েছিল। বার্ড এই মডেলগুলোর মাধ্যমেই বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে।

ধারণা করা হচ্ছে, চ্যাটজিপিটির শক্ত প্রতিদ্বন্দ্বী হবে ‘বার্ড’। শিশুদের নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের নতুন কোনো আবিষ্কার বোঝানো থেকে শুরু করে অপরিচিত খেলার সঙ্গে পরিচিত করানো— ‘বার্ড’ সব রকম তথ্য দিতে সক্ষম। তবে, চ্যাটবটটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছে। তাই এটি শুধু পরীক্ষকেরা ব্যবহার করতে পারছেন।

তবে নতুন এই চ্যাটবটের কারণেই বড় অঙ্কের ক্ষতির মুখোমুখি হয়েছে গুগল। ‘বার্ড’ একটি প্রশ্নের ভুল উত্তর দেওয়ায় গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ১০ হাজার কোটি ডলারের বাজার মূল্য হারিয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট বার্ডের প্রচারণা চালাতে একটি বিজ্ঞাপন বানায় গুগল। গত ৬ ফেব্রুয়ারি এটি টুইটারে প্রচার করা হয়। বিজ্ঞাপনে বার্ডকে বলা হয়েছে, ৯ বছরের এক বালককে উদ্দেশ্য করে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ সম্পর্কে কিছু তথ্য দিতে। এই প্রশ্নের জবাবে বার্ডের দেওয়া তথ্য গুলোর মধ্যে একটি ছিল— জেমস ওয়েব হলো প্রথম টেলিস্কোপ যেটি পৃথিবীর সৌরমণ্ডলের বাইরের কোনো গ্রহের ছবি তুলেছে। বার্ডের দেওয়া এই তথ্যটি ছিল ভুল। ২০০৪ সালে ইউরোপিয়ান ভেরি লার্জ টেলিস্কোপ (ইভিএলটি) সৌরমণ্ডলের বাইরের গ্রহের ছবি তুলেছিল। বার্ডের এ ভুলটি চোখ এড়ায়নি জ্যোতির্বিজ্ঞানীদের। তারা টুইটে বিষয়টি তুলে ধরেন। এ বিজ্ঞাপনের পরেই অ্যালফাবেট ১০ হাজার কোটি ডলারের বাজার মূল্য হারায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত