অনলাইন ডেস্ক
অনেকেই অ্যাসিস্ট্যান্টের পরিবর্তে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক মডেল জেমিনি ব্যবহার শুরু করছেন। জেমিনিকে আরও জনপ্রিয় করতে ইউটিউব মিউজিকের এক্সটেনশন যুক্ত করেছে কোম্পানিটি। ফলে কণ্ঠের মাধ্যমে নির্দেশনা দিলেই আপনার পছন্দের গানটি শোনাবে জেমিনি।
গত মাসেই ফিচারটি সম্পর্কে তথ্য ফাঁস হয়েছিল। ফিচারটি ব্যবহারের জন্য অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেট থেকে গুগলের জেমিনি অ্যাপের সেটিংসে প্রবেশ করতে হবে। এরপর ইউটিউব এক্সটেনশনটি চালু করে দিতে হবে। তবে ফিচারটি কাজ করার জন্য জেমিনি ও ইউটিউব মিউজিকে একই গুগল অ্যাকাউন্ট থাকতে হবে।
এক্সটেনশনটি চালু করলে নির্দিষ্ট গান, অ্যালবাম, শিল্পী ও গানের ধরন অনুসারে জেমিনি গান শোনাতে পারবে। এ ছাড়া আপনার পছন্দের গান শোনাতে বললে, আপনি যেসব গান সব সময় শুনে থাকেন সেগুলোর তালিকা থেকে গান শোনাবে।
ইউটিউব মিউজিকের এক্সটেনশন ছাড়াও গুগল ফ্লাইটস, গুগল হোটেল, গুগল ম্যাপস, গুগল ওয়ার্কস্পেস ও ইউটিউবের এক্সটেনশনও রয়েছে। পরবর্তীতে জেমিনিতে ক্যালেন্ডার, গুগল কিপ, টাস্কস ও ইউটিলিটি এক্সটেনশনও যুক্ত করবে গুগল।
বর্তমানে গুগল অ্যাসিস্ট্যান্টের মতো সবগুলো ফিচার জেমিনিতে নেই। তবে গুগল বলছে, ভবিষ্যতে অ্যাসিস্ট্যান্টকে প্রতিস্থাপন করবে জেমিনি।
ওপেনএআইয়ের এআই চ্যাটবট চ্যাটজিপিটির সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে গুগল জেমিনিতে নতুন নতুন ফিচার যুক্ত করছে।
গত মার্চে গুগল মেসেজে চ্যাটবট জেমিনিকে যুক্ত করে গুগল। ফলে মেসেজিংয়ের সময়ই এআই ব্যবহার করতে পারবে ব্যবহারকারীরা। মেসেজ লিখতে ও এডিটিংয়ে সাহায্য করার পাশাপাশি বিভিন্ন তথ্যও জানাতে পারবে এই চ্যাটবট। কোনো মেসেজের উত্তর দেওয়ার জন্য ব্যবহারকারীরা জেমিনিকে সে সম্পর্কে জিজ্ঞাসা করতে পারবে। এর পরিপ্রেক্ষিতে জেমিনি একটি মেসেজ তৈরি করে দেবে। মেসেজগুলো পরবর্তীতে এডিটও করতে পারবেন ব্যবহারকারীরা। জেমিনির উত্তরটি কেমন হয়েছে তার প্রতিক্রিয়া জানানো যাবে। কারণ এসব প্রতিক্রিয়ার মাধ্যমে জেমিনি শিখতে পারে। প্রতিক্রিয়া জানানোর জন্য জেমিনির তৈরি করা মেসেজটিকে কিছুক্ষণ চেপে ধরে রাখুন। এরপর লাইক ও আনলাইক বাটনে ট্যাপ করতে পারবেন।
তথ্যসূত্র: নাইন টু ফাইভ ম্যাক
অনেকেই অ্যাসিস্ট্যান্টের পরিবর্তে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক মডেল জেমিনি ব্যবহার শুরু করছেন। জেমিনিকে আরও জনপ্রিয় করতে ইউটিউব মিউজিকের এক্সটেনশন যুক্ত করেছে কোম্পানিটি। ফলে কণ্ঠের মাধ্যমে নির্দেশনা দিলেই আপনার পছন্দের গানটি শোনাবে জেমিনি।
গত মাসেই ফিচারটি সম্পর্কে তথ্য ফাঁস হয়েছিল। ফিচারটি ব্যবহারের জন্য অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেট থেকে গুগলের জেমিনি অ্যাপের সেটিংসে প্রবেশ করতে হবে। এরপর ইউটিউব এক্সটেনশনটি চালু করে দিতে হবে। তবে ফিচারটি কাজ করার জন্য জেমিনি ও ইউটিউব মিউজিকে একই গুগল অ্যাকাউন্ট থাকতে হবে।
এক্সটেনশনটি চালু করলে নির্দিষ্ট গান, অ্যালবাম, শিল্পী ও গানের ধরন অনুসারে জেমিনি গান শোনাতে পারবে। এ ছাড়া আপনার পছন্দের গান শোনাতে বললে, আপনি যেসব গান সব সময় শুনে থাকেন সেগুলোর তালিকা থেকে গান শোনাবে।
ইউটিউব মিউজিকের এক্সটেনশন ছাড়াও গুগল ফ্লাইটস, গুগল হোটেল, গুগল ম্যাপস, গুগল ওয়ার্কস্পেস ও ইউটিউবের এক্সটেনশনও রয়েছে। পরবর্তীতে জেমিনিতে ক্যালেন্ডার, গুগল কিপ, টাস্কস ও ইউটিলিটি এক্সটেনশনও যুক্ত করবে গুগল।
বর্তমানে গুগল অ্যাসিস্ট্যান্টের মতো সবগুলো ফিচার জেমিনিতে নেই। তবে গুগল বলছে, ভবিষ্যতে অ্যাসিস্ট্যান্টকে প্রতিস্থাপন করবে জেমিনি।
ওপেনএআইয়ের এআই চ্যাটবট চ্যাটজিপিটির সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে গুগল জেমিনিতে নতুন নতুন ফিচার যুক্ত করছে।
গত মার্চে গুগল মেসেজে চ্যাটবট জেমিনিকে যুক্ত করে গুগল। ফলে মেসেজিংয়ের সময়ই এআই ব্যবহার করতে পারবে ব্যবহারকারীরা। মেসেজ লিখতে ও এডিটিংয়ে সাহায্য করার পাশাপাশি বিভিন্ন তথ্যও জানাতে পারবে এই চ্যাটবট। কোনো মেসেজের উত্তর দেওয়ার জন্য ব্যবহারকারীরা জেমিনিকে সে সম্পর্কে জিজ্ঞাসা করতে পারবে। এর পরিপ্রেক্ষিতে জেমিনি একটি মেসেজ তৈরি করে দেবে। মেসেজগুলো পরবর্তীতে এডিটও করতে পারবেন ব্যবহারকারীরা। জেমিনির উত্তরটি কেমন হয়েছে তার প্রতিক্রিয়া জানানো যাবে। কারণ এসব প্রতিক্রিয়ার মাধ্যমে জেমিনি শিখতে পারে। প্রতিক্রিয়া জানানোর জন্য জেমিনির তৈরি করা মেসেজটিকে কিছুক্ষণ চেপে ধরে রাখুন। এরপর লাইক ও আনলাইক বাটনে ট্যাপ করতে পারবেন।
তথ্যসূত্র: নাইন টু ফাইভ ম্যাক
ওপেনএআই-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই রিজনিং মডেলগুলো তৈরি করতে শুরু করেছে টেক জায়ান্ট মাইক্রোসফট। এসব মডেলগুলো ডেভেলপারদের কাছে বিক্রির উদ্যোগও নিতে পারে কোম্পানিটি। সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে ‘দ্য ইনফরমেশন’ এসব তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগেডিজিটাল যুগে যোগাযোগের জন্য বহুল ব্যবহৃত প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। একসময় এটি শুধু ব্যক্তিগত ম্যাসেজিং অ্যাপ হিসেবে পরিচিত ছিল। তবে এখন এটি ব্যবসা, ব্র্যান্ডের প্রচার-প্রচারণা এবং বৃহত্তর শ্রোতাদের সঙ্গে যোগাযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যানেল নামক নতুন ফিচারটি এ
৪ ঘণ্টা আগেস্মার্টফোনের সবচেয়ে সংবেদশীল অংশ হলো ডিভাইসের স্ক্রিন। হাত থেকে পড়ে গেলে তা সহজেই ভেঙে যেতে পারে। তাই ফোন কেনার সঙ্গে সঙ্গে স্ক্রিন প্রটেক্টর লাগিয়ে থাকেন অনেকেই। এটি মূল স্ক্রিনকে একটি অতিরিক্ত সুরক্ষা দেয়। টেম্পারড গ্লাস থেকে শুরু করে লিকুইড কোটিং পর্যন্ত, বিভিন্ন ধরনের স্ক্রিন প্রটেক্টর বাজারে...
২০ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে জনসাধারণকে আরও ব্যক্তিগতকৃত কনটেন্ট সরবরাহের জন্য নতুন একটি বিভাগ তৈরি করবে বিবিসি নিউজ। সংবাদমাধ্যমটির প্রধান ডেবোরা টার্নেস বলেন, এআই ব্যবহার করে তাদের সংস্থা ‘এআই’ এবং ‘উদ্ভাবনের’ এর মাধ্যমে শ্রোতাদের নতুন ও আধুনিক উপায়ে সংবাদ উপস্থাপন করবে। বিশেষত তরুণদের..
২১ ঘণ্টা আগে