অনলাইন ডেস্ক
ইউটিউবে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি ভিডিও বিভ্রান্তির সৃষ্টি করে। এজন্য এসব ভিডিওকে চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে ইউটিউব। এখন থেকে ক্রিয়েটরদের এ ধরনের ভিডিও লেবেল করতে হবে। ইউটিউবের গ্রাহকেরা এই লেবেল দেখতে পারবেন।
এক ব্লগ পোস্টে গতকাল ইউটিউব বলেছে, ফিচারটি ‘সামনের মাসে’ আসবে। এর মাধ্যমে কৃত্রিম ভিডিওগুলো আলাদা করা যাবে। তবে ভিডিওগুলোতে কী ধরনের বৈশিষ্ট্য থাকলে কনটেন্টগুলো এআই দিয়ে তৈরি বলে মনে করা হবে তা ইউটিউব পরিষ্কারভাবে জানায়নি।
ইউটিউব বলছে, ভিডিওর কিছু অংশ বা পুরোটাই কৃত্রিম হলেও এই ফিচার ‘বাস্তব’ কনটেন্টগুলো আলাদা করতে সাহায্য করবে। শর্টস (ছোট দৈর্ঘ্যের) ও বড় দৈর্ঘ্যের উভয়ের ক্ষেত্রে এই লেবেল করতে হবে।
নকল কনটেন্টর বিষয়ে দর্শকদের জানানোর জন্য ইউটিউব আগামী মাসগুলোতে কিছু আপডেট নিয়ে আসবে। এখন থেকে ক্রিয়েটররা ইউটিউবে কনটেন্ট আপলোডের সময় এআইভিত্তিক বা কৃত্রিম ভিডিও লেবেল করার সুযোগ পাবে।
ইউটিউব বলেছে, ভোট, স্বাস্থ্য ও চলমান দ্বন্দ্বের মতো বিভিন্ন সংবেদশীল তথ্যের জন্য এআই লেবেলগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেসব ক্রিয়েটর বারবার এআইভিত্তিক কনটেন্টগুলো লেবেল করবে না, তাদের ভিডিওগুলো সরিয়ে ফেলা হবে। সেই সঙ্গে ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে বাদ দেওয়া হবে।
এআইভিত্তিক গানেও ইউটিউব কঠোর পদক্ষেপ নেবে। জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে তৈরি বিভিন্ন নকল গান বন্ধ করার জন্য কাজ করছে ইউটিউব। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ড্রেকের কণ্ঠ ব্যবহার করে এ বছরের শুরুতে নকল গান তৈরি করা হয়। গানটি খুব দ্রুতই ভাইরাল হয়। অনেক শ্রোতা মনে করেন গানটি আসলেই ড্রেক গেয়েছে। এ ধরনের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ইউটিউব নতুন নতুন নিয়ম-নীতি নিয়ে আসছে।
ইউটিউবের অংশীদারি মিউজিক কোম্পানিগুলোকে নকল গান সরানোর ক্ষমতা দেওয়া হবে। কোনো কনটেন্ট বাদের জন্য গ্রাহকদের কাছ থেকে অনেক অনুরোধ এলে তা যাচাই-বাছাই করা হবে। সংবাদ প্রতিবেদন, বিশ্লেষণ বা নকল কণ্ঠের মতো বিষয়গুলো ইউটিউব নজরে রাখবে।
ইউটিউবে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি ভিডিও বিভ্রান্তির সৃষ্টি করে। এজন্য এসব ভিডিওকে চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে ইউটিউব। এখন থেকে ক্রিয়েটরদের এ ধরনের ভিডিও লেবেল করতে হবে। ইউটিউবের গ্রাহকেরা এই লেবেল দেখতে পারবেন।
এক ব্লগ পোস্টে গতকাল ইউটিউব বলেছে, ফিচারটি ‘সামনের মাসে’ আসবে। এর মাধ্যমে কৃত্রিম ভিডিওগুলো আলাদা করা যাবে। তবে ভিডিওগুলোতে কী ধরনের বৈশিষ্ট্য থাকলে কনটেন্টগুলো এআই দিয়ে তৈরি বলে মনে করা হবে তা ইউটিউব পরিষ্কারভাবে জানায়নি।
ইউটিউব বলছে, ভিডিওর কিছু অংশ বা পুরোটাই কৃত্রিম হলেও এই ফিচার ‘বাস্তব’ কনটেন্টগুলো আলাদা করতে সাহায্য করবে। শর্টস (ছোট দৈর্ঘ্যের) ও বড় দৈর্ঘ্যের উভয়ের ক্ষেত্রে এই লেবেল করতে হবে।
নকল কনটেন্টর বিষয়ে দর্শকদের জানানোর জন্য ইউটিউব আগামী মাসগুলোতে কিছু আপডেট নিয়ে আসবে। এখন থেকে ক্রিয়েটররা ইউটিউবে কনটেন্ট আপলোডের সময় এআইভিত্তিক বা কৃত্রিম ভিডিও লেবেল করার সুযোগ পাবে।
ইউটিউব বলেছে, ভোট, স্বাস্থ্য ও চলমান দ্বন্দ্বের মতো বিভিন্ন সংবেদশীল তথ্যের জন্য এআই লেবেলগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেসব ক্রিয়েটর বারবার এআইভিত্তিক কনটেন্টগুলো লেবেল করবে না, তাদের ভিডিওগুলো সরিয়ে ফেলা হবে। সেই সঙ্গে ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে বাদ দেওয়া হবে।
এআইভিত্তিক গানেও ইউটিউব কঠোর পদক্ষেপ নেবে। জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে তৈরি বিভিন্ন নকল গান বন্ধ করার জন্য কাজ করছে ইউটিউব। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ড্রেকের কণ্ঠ ব্যবহার করে এ বছরের শুরুতে নকল গান তৈরি করা হয়। গানটি খুব দ্রুতই ভাইরাল হয়। অনেক শ্রোতা মনে করেন গানটি আসলেই ড্রেক গেয়েছে। এ ধরনের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ইউটিউব নতুন নতুন নিয়ম-নীতি নিয়ে আসছে।
ইউটিউবের অংশীদারি মিউজিক কোম্পানিগুলোকে নকল গান সরানোর ক্ষমতা দেওয়া হবে। কোনো কনটেন্ট বাদের জন্য গ্রাহকদের কাছ থেকে অনেক অনুরোধ এলে তা যাচাই-বাছাই করা হবে। সংবাদ প্রতিবেদন, বিশ্লেষণ বা নকল কণ্ঠের মতো বিষয়গুলো ইউটিউব নজরে রাখবে।
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
১২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
২ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
২ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
২ দিন আগে