মেটাভার্সে ডিজনিকে এগিয়ে নিতে আসছে নতুন সিইও

প্রযুক্তি ডেস্ক
Thumbnail image

বর্তমান বিশ্বে ইন্টারনেট জগতের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নাম মেটাভার্স। এই প্ল্যাটফর্মে নিজেদের ব্যবসায় এগিয়ে নেওয়ার কৌশল হিসেবে নতুন সিইও নিয়োগ করেছে বিনোদন জগতের বিখ্যাত নাম, সিনেমা নির্মাতা প্রতিষ্ঠান ডিজনি। সম্প্রতি প্রতিষ্ঠানটি মাইক হোয়াইটকে নতুন সিইও হিসেবে নিয়োগ দিয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

ডিজনি মাইক হোয়াইটকে প্রধানত মেটাভার্স প্রযুক্তিতে প্রতিষ্ঠানটির অংশগ্রহণ বৃদ্ধি ও ব্যবসায় এগিয়ে নেওয়ার কৌশল হিসেবে নিয়োগ দিয়েছে। এ কাজে মাইক হোয়াইট প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ কয়েকজন কর্মকর্তাকে নিয়ে একটি দল পরিচালনা করবেন। যাদের কাজ হবে, মেটাভার্সে ডিজিনির ব্যবসায়িক কৌশল নির্ধারণ করা। 

এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও বব চাপেক বলেছেন, ‘আগামী দিনে ‘স্টোরি টেলিং’-এর সবচেয়ে বড় মাধ্যম হয়ে উঠবে মেটাভার্স এবং এখানে আমাদের নতুন কিছু করার সুযোগ রয়েছে।’ 

চাপেক মেটাভার্সকে ‘স্টোরি টেলিং’-এর জন্য সেরা জায়গা আখ্যা দেওয়ার পাশাপাশি এই প্ল্যাটফর্মকে উদ্ভাবন ও দর্শকদের মনযোগ আকর্ষণের জন্যও গুরুত্বপূর্ণ বলেছেন। 

মাইক হোয়াইট প্রায় ১০ বছর ধরে ডিজনির হয়ে কাজ করছেন। 

এরই মধ্যে ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটা এবং মাইক্রোসফটের মতো টেক জায়ান্টগুলো মেটাভার্স প্রযুক্তিতে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত