ফিচার ডেস্ক
প্রযুক্তির জগতে ইলন মাস্ক যেন এক রূপকথাকার। তিনি একের পর এক তৈরি করে চলেছেন মানুষের স্বপ্নের সব প্রযুক্তিপণ্য। মহাকাশযান উড্ডয়নে সাফল্যের পর রকেট ক্যাচার। টেসলা গাড়ির পর এবার স্টিয়ারিংবিহীন গাড়ি সে কথা মনে করিয়ে দিচ্ছে।
সম্প্রতি ক্যালিফোর্নিয়ার বুরবাকে আয়োজিত এক এআই ইভেন্টে সাইবার ক্যাবের এই নতুন ভার্সন সামনে এনেছে টেসলা। চালক ছাড়া চলবে গাড়িটি। এটি স্বয়ংক্রিয় গাড়ির দুনিয়ায় টেসলার নতুন যুগের সূচনা করবে বলে ধারণা করা হচ্ছে। যেখানে নিরাপত্তা ও সুবিধা—দুটিই বজায় রাখা সম্ভব হবে।
গাড়িটি ২০২৬ সাল থেকে বাণিজ্যিকভাবে নির্মাণ শুরু করবে টেসলা। দাম হবে ৩০ হাজার ডলারের কিছু কম। আয়োজনে গাড়িটির খুঁটিনাটি জানিয়েছে এর নির্মাতাপ্রতিষ্ঠান। তারা ঘোষণা দেয়, এই গাড়ি সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর। এতে কোনো স্টিয়ারিং হুইল না থাকায় আলাদা করে চালকের প্রয়োজন নেই। গাড়িটি নিজে থেকে যেকোনো কঠিন পরিস্থিতি সামলে নিতে সক্ষম।
টেসলার এই নতুন গাড়ি যেহেতু চালানোর কোনো ঝামেলা নেই, তাই এর যাত্রীরা গাড়িতে বসার পাশাপাশি শুয়েও ভ্রমণ করতে পারবে। আগে থেকে ঠিক করে দেওয়া গন্তব্যে নির্বিঘ্নে যাত্রীদের পৌঁছে দেবে এই গাড়ি।
নতুন এই গাড়িতে থাকছে আধুনিক ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা। অন্যান্য গাড়ির মতো এতে দুই দিকে ঊর্ধ্বমুখী দরজা থাকবে, যা দেখতে কিছুটা পাখির ডানার মতো। এটি গাড়ির বাহ্যিক আকর্ষণ বাড়াবে। এর ইন্টেরিয়র বা অভ্যন্তরীণ ডিজাইন চিত্তাকর্ষক। তবে টেসলা শুধু রোবোট্যাক্সি নিয়ে আসছে, এমন নয়। একই আয়োজনে মাস্ক দিয়েছেন আরও একটি নতুন বিষয়ের খবর।
জানা গেছে, রোবোট্যাক্সির পাশাপাশি আসছে রোবোভ্যান। চালকবিহীন এই গাড়িতে একসঙ্গে ২০ যাত্রী ভ্রমণ করতে পারবে।
সূত্র: বিবিসি
প্রযুক্তির জগতে ইলন মাস্ক যেন এক রূপকথাকার। তিনি একের পর এক তৈরি করে চলেছেন মানুষের স্বপ্নের সব প্রযুক্তিপণ্য। মহাকাশযান উড্ডয়নে সাফল্যের পর রকেট ক্যাচার। টেসলা গাড়ির পর এবার স্টিয়ারিংবিহীন গাড়ি সে কথা মনে করিয়ে দিচ্ছে।
সম্প্রতি ক্যালিফোর্নিয়ার বুরবাকে আয়োজিত এক এআই ইভেন্টে সাইবার ক্যাবের এই নতুন ভার্সন সামনে এনেছে টেসলা। চালক ছাড়া চলবে গাড়িটি। এটি স্বয়ংক্রিয় গাড়ির দুনিয়ায় টেসলার নতুন যুগের সূচনা করবে বলে ধারণা করা হচ্ছে। যেখানে নিরাপত্তা ও সুবিধা—দুটিই বজায় রাখা সম্ভব হবে।
গাড়িটি ২০২৬ সাল থেকে বাণিজ্যিকভাবে নির্মাণ শুরু করবে টেসলা। দাম হবে ৩০ হাজার ডলারের কিছু কম। আয়োজনে গাড়িটির খুঁটিনাটি জানিয়েছে এর নির্মাতাপ্রতিষ্ঠান। তারা ঘোষণা দেয়, এই গাড়ি সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর। এতে কোনো স্টিয়ারিং হুইল না থাকায় আলাদা করে চালকের প্রয়োজন নেই। গাড়িটি নিজে থেকে যেকোনো কঠিন পরিস্থিতি সামলে নিতে সক্ষম।
টেসলার এই নতুন গাড়ি যেহেতু চালানোর কোনো ঝামেলা নেই, তাই এর যাত্রীরা গাড়িতে বসার পাশাপাশি শুয়েও ভ্রমণ করতে পারবে। আগে থেকে ঠিক করে দেওয়া গন্তব্যে নির্বিঘ্নে যাত্রীদের পৌঁছে দেবে এই গাড়ি।
নতুন এই গাড়িতে থাকছে আধুনিক ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা। অন্যান্য গাড়ির মতো এতে দুই দিকে ঊর্ধ্বমুখী দরজা থাকবে, যা দেখতে কিছুটা পাখির ডানার মতো। এটি গাড়ির বাহ্যিক আকর্ষণ বাড়াবে। এর ইন্টেরিয়র বা অভ্যন্তরীণ ডিজাইন চিত্তাকর্ষক। তবে টেসলা শুধু রোবোট্যাক্সি নিয়ে আসছে, এমন নয়। একই আয়োজনে মাস্ক দিয়েছেন আরও একটি নতুন বিষয়ের খবর।
জানা গেছে, রোবোট্যাক্সির পাশাপাশি আসছে রোবোভ্যান। চালকবিহীন এই গাড়িতে একসঙ্গে ২০ যাত্রী ভ্রমণ করতে পারবে।
সূত্র: বিবিসি
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১২ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১৪ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
১৭ ঘণ্টা আগে