ফেসবুক-ইউটিউব-টিকটক চালু বিকেলের মধ্যে: পলক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১৩: ৪৯
Thumbnail image

ফেসবুক, ইউটিউব, টিকটকসহ সব সামাজিক যোগাযোগমাধ্যমের বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। এর ফলে আজ বুধবার (৩১ জুলাই) বিকেলের মধ্যেই এসব প্ল্যাটফরম পুরোদমে চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধের বিষয়ে পদক্ষেপ নিয়ে মেটাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর প্রতিমন্ত্রী পলক আজ দুপুরে এ সিদ্ধান্ত জানান।

পরে সংবাদ সম্মেলনে পলক বলেন, ‘আমরা কিছু বিধিনিষেধ আরোপ করতে বাধ্য হয়েছিলাম। সার্বিক দিক বিবেচনা করে আজ আমরা বিধিনিষেধ প্রত্যাহার করে নিচ্ছি। ফেসবুক, টিকটক, ইউটিব ব্যবহার করতে আর কোনো বাধা রাখছি না৷’
এর আগে আজ সকালে সামাজিক মাধ্যমের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন প্রতিমন্ত্রী। বিটিআরসির ই-মেইলের জবাব দিতে ফেসবুকের প্রতিনিধিরা ভার্চুয়ালি যুক্ত হন। আর টিকটক সরাসরি উপস্থিত হয়ে মৌখিক জবাব দেন। 
 
সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের সময় কিছু ভিডিও কন্টেন্টের বিষয়ে আপত্তি জানিয়ে গত ২৮ জুলাই ফেসবুক, ইউটিউব ও টিকটককে চিঠি দিয়ে তলব করে সরকার। চিঠিতে তাদের কাছে যৌক্তিক ব্যাখ্যা চাওয়া হয়। ৩১ জুলাই তাঁদের প্রতিনিধিদের বিটিআরসিতে সশরীরে হাজির হতেও বলা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত