প্রায় ৬৪ হাজার ডলারে বিক্রি হলো প্রথম প্রজন্মের আইফোন

প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ১০
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ৪৩

২০০৭ সালে আইফোনটি উপহার পেয়েছিলেন কসমেটিক ট্যাটু শিল্পী ক্যারেন গ্রিন। প্রায় ১৫ বছর আগে উপহার পেলেও এত দিন আইফোনের মোড়ক না খুলে সযত্নে সংগ্রহে রেখে দিয়েছিলেন তিনি। সম্প্রতি আইফোনের প্রথম প্রজন্মের এই ফোন নিলামে তোলে যুক্তরাষ্ট্রের নিলাম প্রতিষ্ঠান এলসিজি অকশনস। শেষ পর্যন্ত ৬৩ হাজার ৩৫৬ ডলারে বিক্রি হয় এটি।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল বাজারে তাদের প্রথম প্রজন্মের আইফোন এনেছিল ২০০৭ সালে। এরপর থেকেই স্মার্টফোনের বাজারে আধিপত্য বজায় রাখে অ্যাপলের এই পণ্য। মোড়কযুক্ত প্রথম প্রজন্মের নতুন আইফোন স্মারক হিসেবে রাখার ব্যাপারে আগ্রহী ব্যক্তির সংখ্যা অনেক। এ কারণে অব্যবহৃত এই আইফোনের দাম ৫০ হাজার ডলার পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করেছিল নিলাম প্রতিষ্ঠানটি। কিন্তু শেষ পর্যন্ত তাদের প্রত্যাশার চেয়ে বেশি দামে বিক্রি হয় এই আইফোন।  

এই আইফোনের ডিসপ্লে ৩ দশমিক ৫ ইঞ্চি। ২ মেগাপিক্সেল ক্যামেরার পাশাপাশি ফোনটির স্টোরেজ ৮ গিগাবাইট। ফোনটির আসল দাম ছিল ৫৯৯ ডলার। 

এলসিজি অকশনসের মুখপাত্র মার্ক মন্টেরো বিবিসি নিউজকে বলেছেন, ‘২০০৭ সাল থেকে কারখানার সিল অক্ষত অবস্থায় একেবারে নতুন ও আসল একটি আইফোন আবিষ্কার করার ব্যাপারটি সত্যিই অসাধারণ।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কবি নজরুলের শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত কয়েকজন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত