অনলাইন ডেস্ক
টেক জায়ান্ট গুগলকে ৪১২ কোটি ডলার বা ৪১২ কোটি ইউরো জরিমানা আদায়ের নির্দেশ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সর্বোচ্চ আদালত। স্থানীয় সময় আজ বুধবার ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ আদালত গুগলের বিরুদ্ধে ‘অ্যান্টিট্রাস্ট’ মামলায় দেওয়া ইউরোপীয় কমিশনের আগের দেওয়া সিদ্ধান্তকেই বহাল রেখেছে। তুর্কি সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ইইউ আদালত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘আদালত দৃঢ়ভাবে ইউরোপীয় কমিশনের সিদ্ধান্তকে নিশ্চিত করেছে যে—গুগল নিজস্ব সার্চ ইঞ্জিনের অবস্থান সুদৃঢ় করতে বেআইনিভাবে মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান এবং মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের ওপর বিধিনিষেধ আরোপ করেছিল।’
ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ আদালতের এই রায়ের মাধ্যমে ২০১৮ সালে দায়ের করা এই মামলার বিষয়টির নিষ্পত্তি হলো। সেই সময় ইউরোপীয় কমিশন গুগলকে তৎকালীন বাজারমূল্য হিসেবে ৪৩৪ কোটি ইউরো জরিমানা করেছিল। ইউরোপীয় ইউনিয়নের ইতিহাসে এটিই সর্বোচ্চ অ্যান্টিট্রাস্ট মামলার জরিমানা।
ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুসারে, গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমভিত্তিক মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের ফোনে গুগল সার্চ ইঞ্জিন এবং গুগলের নিজস্ব ব্রাউজার গুগল ক্রোম প্রি–ইনস্টল করতে বাধ্য করত। সর্বশেষ এই বিষয়ে শুনানি শেষে ইইউ আদালত ইউরোপীয় কমিশনের রায়কে সামান্য রদবদল করে বহাল রাখে। কেবল জরিমানা প্রায় ৫ শতাংশ কমিয়ে আনা হয় একটি বিশেষ বিবেচনায়।
এর আগে, গত বছরও গুগল ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে আরও একটি অ্যান্টিট্রাস্ট মামলায় হেরে গিয়েছে। সেই মামলায় গুগলকে ২৪০ কোটি ইউরো জরিমানা দিতে হয়েছিল।
টেক জায়ান্ট গুগলকে ৪১২ কোটি ডলার বা ৪১২ কোটি ইউরো জরিমানা আদায়ের নির্দেশ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সর্বোচ্চ আদালত। স্থানীয় সময় আজ বুধবার ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ আদালত গুগলের বিরুদ্ধে ‘অ্যান্টিট্রাস্ট’ মামলায় দেওয়া ইউরোপীয় কমিশনের আগের দেওয়া সিদ্ধান্তকেই বহাল রেখেছে। তুর্কি সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ইইউ আদালত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘আদালত দৃঢ়ভাবে ইউরোপীয় কমিশনের সিদ্ধান্তকে নিশ্চিত করেছে যে—গুগল নিজস্ব সার্চ ইঞ্জিনের অবস্থান সুদৃঢ় করতে বেআইনিভাবে মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান এবং মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের ওপর বিধিনিষেধ আরোপ করেছিল।’
ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ আদালতের এই রায়ের মাধ্যমে ২০১৮ সালে দায়ের করা এই মামলার বিষয়টির নিষ্পত্তি হলো। সেই সময় ইউরোপীয় কমিশন গুগলকে তৎকালীন বাজারমূল্য হিসেবে ৪৩৪ কোটি ইউরো জরিমানা করেছিল। ইউরোপীয় ইউনিয়নের ইতিহাসে এটিই সর্বোচ্চ অ্যান্টিট্রাস্ট মামলার জরিমানা।
ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুসারে, গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমভিত্তিক মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের ফোনে গুগল সার্চ ইঞ্জিন এবং গুগলের নিজস্ব ব্রাউজার গুগল ক্রোম প্রি–ইনস্টল করতে বাধ্য করত। সর্বশেষ এই বিষয়ে শুনানি শেষে ইইউ আদালত ইউরোপীয় কমিশনের রায়কে সামান্য রদবদল করে বহাল রাখে। কেবল জরিমানা প্রায় ৫ শতাংশ কমিয়ে আনা হয় একটি বিশেষ বিবেচনায়।
এর আগে, গত বছরও গুগল ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে আরও একটি অ্যান্টিট্রাস্ট মামলায় হেরে গিয়েছে। সেই মামলায় গুগলকে ২৪০ কোটি ইউরো জরিমানা দিতে হয়েছিল।
দেশের বাজারে ২০২৩ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে অনার বাংলাদেশ। ব্র্যান্ডটি জনপ্রিয় হয়ে উঠছে। আজকের পত্রিকা প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থা, ব্র্যান্ড ও ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেছে অনার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলামের সঙ্গে।
৮ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার যোগাযোগমন্ত্রী মিশেল রোল্যান্ড ২১ নভেম্বর সংসদে ইতিহাস সৃষ্টিকারী এক আইন উত্থাপন করেছেন। এই আইন পাস হলে দেশটিতে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা হবে।
৯ ঘণ্টা আগেঅ্যানিমেশন ও ভিজ্যুয়াল ইফেক্ট বা ভিএফএক্স বর্তমান সময়ে অনেক শিল্পে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গেমিং, কনটেন্ট তৈরি, ব্র্যান্ডিং, ভার্চুয়াল সিমুলেশনসহ অনেক ক্ষেত্র তৈরি হয়েছে অ্যানিমেশনের।
৯ ঘণ্টা আগেহ্যাকিংয়ের ফাঁদে পড়ার অন্যতম কারণ পাসওয়ার্ড শক্তিশালী না হওয়া। অনেকে মনে রাখার জন্য খুব সহজ পাসওয়ার্ড ব্যবহার করেন। এতেই বাধে বিপত্তি। তাই পাসওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন জরুরি।
৯ ঘণ্টা আগে