ম্যানইউ কেনার ঘোষণা মাস্কের ‘মজা’ ছিল! 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২২, ১২: ০২
আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১২: ০৫

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক ফের তাঁর টুইট দিয়ে নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছেন। ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কিনবেন বলে টুইটারে ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরই একে ‘ঠাট্টা’ বলে দাবি করেন মাস্ক। মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বুধবার (১৭ আগস্ট) টেসলার মালিক ধনকুবের ইলন মাস্ক টুইট করেন যে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব কিনছেন। এর পরিপ্রেক্ষিতে তাঁকে প্রশ্ন করা হলে মাস্ক বলেন, ‘এটি স্রেফ “মজা” ছিল, আমি কোনো ফুটবল ক্লাব কিনছি না।’ 

এ বিষয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখপাত্র সিএনএনকে বলেন, ‘আমরা কোনো গুঞ্জন বা জল্পনার বিষয়ে মন্তব্য করি না।’ 

উল্লেখ্য, বুধবার (১৭ আগস্ট) ইলন মাস্ক টুইট করেন, ‘আমি ম্যানচেস্টার ইউনাইটেড কিনছি। আপনাদের স্বাগত।’ এরপরই বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশ করা হয়। শুরু হয় নানা জল্পনা।

এদিকে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নেওয়ার বিষয়ে আইনি লড়াই লড়ছেন ইলন মাস্ক। টুইটার কিনে নিতে ৪৪ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু পরে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন মাস্ক। চুক্তি ভঙ্গের অভিযোগে মাস্কের বিরুদ্ধে মামলা করে টুইটার। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত