অনলাইন ডেস্ক
টেক্সট মেসেজ পাঠানোর পাশাপাশি ‘ভিডিও নোটস’ পাঠানোর ফিচারও রয়েছে হোয়াটসঅ্যাপে। যারা ভিডিও কনফারেন্সের ছাড়াই দ্রুত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চান, তাদের জন্য এটি একটি প্রয়োজনীয় একটি ফিচার। ব্যবহারকারীদের নতুন উপায়ে যোগাযোগের সুবিধা দেয় ফিচারটি। কোনো কিছু লিখে না প্রকাশ করতে চাইলে এই ছোট ভিডিও পাঠিয়ে আরেকজনকে কোনো বিষয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানানো যাবে।
হোয়াটসঅ্যাপের ভিডিও নোটস ফিচার কি
হোয়াটসঅ্যাপ ও হোয়াটসঅ্যাপ বিজনেস উভয়েই অ্যাপেই ভিডিও নোটস ফিচারটি ব্যবহার করা যায়। এর মাধ্যমে চ্যাটের মধ্যে ৬০ সেকেন্ডের ভিডিও পাঠানো যায়। হোয়াটসঅ্যাপের ভিডিও কলের বিপরীতে ভিডিও নোট ব্যবহারকারীদের যেকোনো সময় ভিডিও রেকর্ড করে তাৎক্ষণিকভাবে পাঠানোর সুবিধা দেয়। এটি হোয়াটসঅ্যাপের ‘অডিও নোটস’ এর মতোই। তবে অডিও নোটস স্বয়ংক্রিয়ভাবে প্লে হয় না এবং এগুলো ব্যবহারকারীর ইচ্ছামতো দীর্ঘ হতে পারে।
ভিডিও নোটগুলো ডিভাইসে সেভ হয় না। এগুলো হোয়াটসঅ্যাপ অ্যাপেই থাকে। ফলে ডিভাইসের ইন্টারনাল স্টোরেজ একাধিক ক্লিপ দিয়ে ভরে যায় না। ভিডিও নোটগুলো প্রাইভেট থাকে। শুধু ক্রিয়টররাই এগুলো অন্য কাউকে ফরোয়ার্ড করতে পারে।
ভিডিও নোট তৈরি করে ও ভিডিও পাঠানোর একটি সহজ প্রক্রিয়া। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. যে চ্যাটে ভিডিও নোটটি পাঠাবেন সেটিতে ট্যাপ করুন।
২. এবার নিচের দিকে ক্যামেরা আইকোন চেপে ধরে রাখুন।
৩. এখন ক্যামেরা ভিডিও চালু হবে। এটি ৬০ সেকেন্ডের জন্য ভিডিও ধারণ করবে। এই পুরো সময়ে স্ক্রিনটি হাত দিয়ে ধরে না রাখতে চাইলে সঙ্গে সঙ্গে লক বাটনটি (তালার মতো আইকোন) ওপরের দিকে সোয়াইপ করুন।
৪. নির্ধারিত সময় শেষ হলে ভিডিও রেকর্ড স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হবে। আর পুরো ৬০ সেকেন্ডের ভিডিও রেকর্ড না করতে চাইলে প্রয়োজনমতো স্ক্রিনে থাকা লাল বাটনে ট্যাপ করুন। ফলে ভিডিও ধারণ বন্ধ হয়ে যাবে।
৫. পছন্দ মতো ভিডিও ধারণ হলে নিচের সেন্ড আইকোনে (কাগজের প্লেনের মতো আইকোন) ট্যাপ করুন। এর মাধ্যমে কাঙ্খিত চ্যাটে ভিডিও নোটসটি শেয়ার হয়ে যাবে।
লক মোড চালু করলে যেসব সুবিধা পাওয়া যাবে
•ভিডিও নোট ফিচার ব্যবহারের সময় লকড ফিচার চালু করলে ক্যামেরাটি ঘোরানো যাবে। অর্থাৎ ভিডিও ধারণের জন্য সেলফি ক্যামেরা নাকি পেছনের ক্যামেরা চালু থাকবে তা নির্ধারণের সুযোগ মিলবে এর মাধ্যমে।
•এছাড়া ভিডিও ধারণ বন্ধ করা যাবে এর মাধ্যমে।
•লকড মোড চালু রেখে ক্যামেরা হাতের কাছ থেকে একটু দূরে রেখেও ভিডিও ধারণ করা যাবে।
টেক্সট মেসেজ পাঠানোর পাশাপাশি ‘ভিডিও নোটস’ পাঠানোর ফিচারও রয়েছে হোয়াটসঅ্যাপে। যারা ভিডিও কনফারেন্সের ছাড়াই দ্রুত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চান, তাদের জন্য এটি একটি প্রয়োজনীয় একটি ফিচার। ব্যবহারকারীদের নতুন উপায়ে যোগাযোগের সুবিধা দেয় ফিচারটি। কোনো কিছু লিখে না প্রকাশ করতে চাইলে এই ছোট ভিডিও পাঠিয়ে আরেকজনকে কোনো বিষয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানানো যাবে।
হোয়াটসঅ্যাপের ভিডিও নোটস ফিচার কি
হোয়াটসঅ্যাপ ও হোয়াটসঅ্যাপ বিজনেস উভয়েই অ্যাপেই ভিডিও নোটস ফিচারটি ব্যবহার করা যায়। এর মাধ্যমে চ্যাটের মধ্যে ৬০ সেকেন্ডের ভিডিও পাঠানো যায়। হোয়াটসঅ্যাপের ভিডিও কলের বিপরীতে ভিডিও নোট ব্যবহারকারীদের যেকোনো সময় ভিডিও রেকর্ড করে তাৎক্ষণিকভাবে পাঠানোর সুবিধা দেয়। এটি হোয়াটসঅ্যাপের ‘অডিও নোটস’ এর মতোই। তবে অডিও নোটস স্বয়ংক্রিয়ভাবে প্লে হয় না এবং এগুলো ব্যবহারকারীর ইচ্ছামতো দীর্ঘ হতে পারে।
ভিডিও নোটগুলো ডিভাইসে সেভ হয় না। এগুলো হোয়াটসঅ্যাপ অ্যাপেই থাকে। ফলে ডিভাইসের ইন্টারনাল স্টোরেজ একাধিক ক্লিপ দিয়ে ভরে যায় না। ভিডিও নোটগুলো প্রাইভেট থাকে। শুধু ক্রিয়টররাই এগুলো অন্য কাউকে ফরোয়ার্ড করতে পারে।
ভিডিও নোট তৈরি করে ও ভিডিও পাঠানোর একটি সহজ প্রক্রিয়া। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. যে চ্যাটে ভিডিও নোটটি পাঠাবেন সেটিতে ট্যাপ করুন।
২. এবার নিচের দিকে ক্যামেরা আইকোন চেপে ধরে রাখুন।
৩. এখন ক্যামেরা ভিডিও চালু হবে। এটি ৬০ সেকেন্ডের জন্য ভিডিও ধারণ করবে। এই পুরো সময়ে স্ক্রিনটি হাত দিয়ে ধরে না রাখতে চাইলে সঙ্গে সঙ্গে লক বাটনটি (তালার মতো আইকোন) ওপরের দিকে সোয়াইপ করুন।
৪. নির্ধারিত সময় শেষ হলে ভিডিও রেকর্ড স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হবে। আর পুরো ৬০ সেকেন্ডের ভিডিও রেকর্ড না করতে চাইলে প্রয়োজনমতো স্ক্রিনে থাকা লাল বাটনে ট্যাপ করুন। ফলে ভিডিও ধারণ বন্ধ হয়ে যাবে।
৫. পছন্দ মতো ভিডিও ধারণ হলে নিচের সেন্ড আইকোনে (কাগজের প্লেনের মতো আইকোন) ট্যাপ করুন। এর মাধ্যমে কাঙ্খিত চ্যাটে ভিডিও নোটসটি শেয়ার হয়ে যাবে।
লক মোড চালু করলে যেসব সুবিধা পাওয়া যাবে
•ভিডিও নোট ফিচার ব্যবহারের সময় লকড ফিচার চালু করলে ক্যামেরাটি ঘোরানো যাবে। অর্থাৎ ভিডিও ধারণের জন্য সেলফি ক্যামেরা নাকি পেছনের ক্যামেরা চালু থাকবে তা নির্ধারণের সুযোগ মিলবে এর মাধ্যমে।
•এছাড়া ভিডিও ধারণ বন্ধ করা যাবে এর মাধ্যমে।
•লকড মোড চালু রেখে ক্যামেরা হাতের কাছ থেকে একটু দূরে রেখেও ভিডিও ধারণ করা যাবে।
হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক সদস্য থাকলে একের পর এক বার্তা আসতে থাকে। তাই গ্রুপ অ্যাডমিনের পক্ষে বার্তার প্রবাহ নিয়ন্ত্রণ করা একটি চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায়। এ ছাড়া এত মেসেজের ভিড়ে গুরুত্বপূর্ণ মেসেজ হারিয়ে যেতে পারে। তবে হোয়াটসঅ্যাপে গ্রুপের অন্যান্য সদস্যের মেসেজ পাঠানোর সুযোগ বন্ধ করে দেওয়া যায়।
১ ঘণ্টা আগেঅ্যাপল তার আইফোন, আইপ্যাড ও ম্যাক কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেমগুলোর ডিজাইনে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনার পরিকল্পনা করছে। আইওএস–১৯, আইপ্যাড–১৯ ও ম্যাকওএস–১৬-এর নতুন সংস্করণগুলো ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার জন্য একটি নতুন ইন্টারফেস আনবে।
১৭ ঘণ্টা আগেবিশ্বের অধিকাংশ কিশোর–কিশোরীদের টিকটক অ্যাকাউন্ট রয়েছে। বর্তমানে অ্যাপটি তরুণদের রাতের বেলা ‘ডুমস্ক্রোলিং’ (অর্থাৎ, অযথা স্ক্রল করা) থামানোর জন্য নতুন একটি ফিচার নিয়ে আসছে। এই ফিচারের মাধ্যমে রাতের বেলা কিশোর–কিশোরদের অ্যাকাউন্টে ভিডিও দেখানোর পরিবর্তে সম্পূর্ণে স্ক্রিনে একটি মেসেজ দেখাবে। এই মেসেজ
১৮ ঘণ্টা আগেডিজিটাল যুগে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে স্মার্টফোন। সামাজিক যোগাযোগ মাধ্যমের আপডেট, মেসেজ, ইমেইলের—প্রতিটি নোটিফিকেশনের জন্য উন্মুখ হয়ে থাকেন অনেকেই। প্রথমে মনে হয়—এটা হয়তো এক ধরনের স্বাভাবিক অভ্যাস। তবে প্রতিটি নোটিফিকেশনের শব্দ বা ভাইব্রেশন আসলে মনের গভীরে থাকা কিছু অজানা উদ্বেগকে বাড়ি
১৮ ঘণ্টা আগে