আইফোন এসই ৪ মডেলে থাকবে ডাইনামিক আইল্যান্ড 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৩: ২৯
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮: ৩২

অ্যাপলের স্মার্টফোনগুলোর মধ্যে সবচেয়ে সাশ্রয়ী সিরিজ হলো এসই। সম্প্রতি এই সিরিজের এসই ৪ মডেল নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। মডেলটি ২০২৫ সালে উন্মোচন করা হবে এবং এর ডিজাইন আইফোন ১৬ মডেলের মতো হবে। এসই ৪ মডেলে ক্যামেরার নচ থাকছে না তার পরবর্তী অ্যাপলের জনপ্রিয় ফিচার ডাইনামিক আইল্যান্ড যুক্ত করা হতে পারে। 

আইফোনের এসই ৪ এর নকশা আইফোন ১৬ এর মতো হবে বলে এক্স প্ল্যাটফর্মের এক পোস্টে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাজিন ব্লু দাবি করে। তবে আইফোন ১৬ এর দুইটি ক্যামেরা বদলে এতে একটি ক্যামেরা থাকবে। ডাইনামিক আইল্যান্ডে ফেস আইডি সেন্সর ও সেলফি ক্যামেরা যুক্ত থাকবে। এর আগে এসই ৬ মডেলের নকশা আইফোন ১৪ এর মতো হবে বলে ধারণা করা হয়েছিল। 

পোস্টটিতে আরও বলা হয়, আইফোন এসই ৪ এর আয়তন আইফোন এক্স আর মডেলের মতো হবে। তবে তথ্যগুলো নাও মিলতে পারে বলে  সতর্ক করা হয়। কারণ আইফোন ১৬ মডেল এখনো পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এর ডিজাইনও চূড়ান্ত নয়। 

২০২২ সালে আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ প্রো ম্যাক্স প্রথমবারের ডাইনামিক আইল্যান্ডে ফিচার যুক্ত করে। গত বছর আইফোস ১৫ সরিজের সব মডেলেই এই ফিচার যুক্ত করা হয়। এই ফিচারে ফোনের গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেখা যায়। যেমন–অ্যাপল পে এর ট্র্যান্জেকশন, লো ব্যাটারি ওয়ার্নিং, এয়ারড্রপ ট্রান্সফার, অ্যাপল ম্যাপস ডাইরেকশন, ইনকামিং ফোন কল, মিউজিক ট্র্যাক, শেয়ার প্লে সেশস, স্ক্রিন রেকোর্ডিং ইত্যাদি। 

আইফোন এসই ৪ এর সম্ভাব্য ডিজাইন। ছবি: ফোনএরিনা বিভিন্ন তথ্যসূত্র অনুযায়ী, আইফোন এসই ৪ এ ৬ দশমিক ১ ইঞ্চি ওলেড প্যারেল থাকবে। এতে অ্যাপলের ৫জি মডেল চিপ ব্যবহার করা হতে পারে। এছাড়া ইউএসবি টাইপ সি পোর্ট থাকার সম্ভাবনাও রয়েছে। 

 ২০২৫ সালের শুরুর দিকে এই ফোনটি উন্মোচন হবে। ২০২২ সালের মার্চে আইফোন এসই ৩ উন্মোচন হয়। এই মডেলের ৬৪ জিবির ইন্টারন্যাল স্টোর সংস্করণের এর দাম ৪৩ হাজার ৯০০ রুপি বা প্রায় ৫৭ হাজার ৯৬৪ টাকা। 

তথ্যসূত্র: গ্যাজেট ৩৬০

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত