মইনুল হাসান, ফ্রান্স
২৬ জুলাই প্যারিসের সেন নদী ঘিরে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ২০২৪ সালের অলিম্পিক এবং প্যারা অলিম্পিকের উদ্বোধন হলো। ১৯২৪ সালে প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল অলিম্পিক। এমন একটি আন্তর্জাতিক মহোৎসবের স্বাগতিক দেশ হতে ফ্রান্সকে অপেক্ষা করতে হলো গুনে গুনে পুরো এক শ বছর। এই সময়ে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক প্রসার লাভ হয়েছে এবং আজকের মানুষের জীবনধারা বহুলাংশে প্রযুক্তিনির্ভর হয়ে পড়েছে।
তাই অলিম্পিক ঘিরে আয়োজক, দর্শক, ক্রীড়াবিদ, সাংবাদিক এবং সংশ্লিষ্ট সবার নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে, যোগাযোগ, যাতায়াত দ্রুত, সহজ এবং নির্বিঘ্ন করতে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর অত্যাধুনিক প্রযুক্তি। প্রযুক্তির বিশাল অংশ দখল করে আছে সার্বক্ষণিক কার্যক্ষম ১২ হাজারের বেশি সংযুক্ত স্ক্রিন, ৮ হাজার ওয়াই-ফাই টার্মিনাল, ১৩ হাজার কম্পিউটার এবং ৪ লাখ কিলোমিটার, অর্থাৎ ২ দশমিক ৫ লাখ মাইলের বেশি অপটিক্যাল ফাইবার।
তবে প্রথমবারের মতো অলিম্পিকে কিছু প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সেগুলোর মধ্যে আছে—
ত্রিমাত্রিক মুদ্রণযন্ত্রে নির্মিত স্বয়ংক্রিয় ফেরি
প্যারিস অলিম্পিক উপলক্ষে নৌপথে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার সঙ্গে যোগাযোগ এবং পারাপারের জন্য এই প্রথম ব্যবহৃত হচ্ছে ত্রিমাত্রিক মুদ্রণযন্ত্রে নির্মিত বিদ্যুৎ-চালিত স্বয়ংক্রিয় ফেরি। পরিবেশবান্ধব এমন নৌযান নির্মাণে পুনর্ব্যবহারযোগ্য উপাদান ব্যবহার করা হয়েছে। একবারে ৩৫ জন যাত্রী বহনে সক্ষম এ ধরনের এক শর বেশি ফেরি রাত-দিন চালু থাকছে।
উড়ন্ত ট্যাক্সি
প্যারিস অলিম্পিক সামনে রেখে বেশ কয়েকটি প্রতিষ্ঠান স্বয়ংক্রিয় এবং বৈদ্যুতিক উড়ন্ত ট্যাক্সি পরিষেবা নিশ্চিত করতে বহু বছর ধরে কাজ করে আসছে। উড়ন্ত ট্যাক্সি উড্ডয়ন ও অবতরণের জন্য প্যারিসে ৫টি ভার্টিপোর্ট নির্মিত হয়েছে। সব প্রস্তুতি থাকা সত্ত্বেও পৌর কর্তৃপক্ষের আপত্তির কারণে এই চমৎকার প্রকল্প আইনি জটিলতার সম্মুখীন হয়েছিল। অবশেষে ২৪ জুলাই আদালত উড়ন্ত ট্যাক্সি চালুর পক্ষে নমনীয় হয়েছেন। আশা করা হচ্ছে, অচিরেই প্যারিসের নিচু আকাশ দাপিয়ে বেড়াবে এই আকাশগাড়ি। বৈজ্ঞানিক কল্পকাহিনি নয়, প্যারিস অলিম্পিকে ব্যবহার করা কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত এসব উচ্চ প্রযুক্তি একেবারে বাস্তব।
বুদ্ধিমান ক্যামেরা
নিরাপত্তার জন্য নজরদারিতে অলিম্পিক চলাকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, স্টেডিয়াম এবং পরিবহনে বেশ কিছু কৃত্রিম বুদ্ধিমত্তার ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। খুব দ্রুত পরিস্থিতি বিশ্লেষণ এবং সতর্কবার্তা পাঠাতে সক্ষম এসব ক্যামেরার সঙ্গে যুক্ত আছে অত্যাধুনিক ড্রোন। এই বুদ্ধিমান ক্যামেরাগুলো ভিড়ের মধ্যে পরিত্যক্ত বস্তু শনাক্ত করতে পারবে। বহুদূর থেকে একটি সাধারণ চাবি এবং ছুরির মধ্যে পার্থক্য করতে পারবে। কারও সন্দেহজনক গতিবিধি সহজে ধরে ফেলবে। অবশ্য এ ক্যামেরাগুলোকে যেকোনো ব্যক্তির চেহারা সরাসরি শনাক্ত করার অনুমতি দেওয়া হয়নি। তবে প্রয়োজনে দেহের গঠন বিশ্লেষণে খুব দ্রুত কারও পরিচয় জানা যাবে। যেমন ধরা যাক, প্যারিসের এক কফিশপের সামনের চত্বরে বসে এক নারী কফি পান করছেন। এই বুদ্ধিমান ক্যামেরাগুলো তাঁর তথ্য বিশ্লেষণ করে মাত্র ২০ সেকেন্ডের মধ্যে জানিয়ে দিতে পারবে, তিনি ফ্রান্সের কোন শহর থেকে এসেছেন, বর্তমানে চাকরি খুঁজছেন নাকি চাকরি করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি দিয়েছেন, নাকি দেননি—এমন সব তথ্য।
অ্যান্টি-ড্রোন প্রযুক্তি
নির্দিষ্ট আকাশসীমার মধ্যে অবাঞ্ছিত ড্রোন দ্রুত শনাক্ত করা এবং তা নিষ্ক্রিয়, এমনকি ধ্বংস করার জন্য নতুন প্রজন্মের অ্যান্টি-ড্রোন প্রযুক্তি সার্বক্ষণিক বেষ্টনী বা ঢাল নিরাপত্তাকে নিশ্চিত করবে। শব্দ ও তাপ শনাক্তকরণ, জিপিএস এবং রাডারের উন্নত প্রযুক্তির সমন্বয়ে এই অ্যান্টি-ড্রোন প্রযুক্তির অভেদ্য ঢাল যেকোনো নাশকতার পরিকল্পনা ব্যর্থ করে দিতে সক্ষম।
স্মার্ট জ্যাকেট
গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য এই প্রথমবারের মতো ব্যবহৃত হচ্ছে হালকা এবং আরামদায়ক বিশেষ জ্যাকেট। স্মার্টফোন, ক্যামেরা, জিপিএস সন্নিবেশিত ও ইন্টারনেট সংযোজিত এ জ্যাকেটে থাকছে পরিবেশগত এবং বায়োমেট্রিক সেন্সর। অন্ধকারে দৃশ্যমান উচ্চতাপ সহনীয়, আগুন এবং বুলেট প্রতিরোধী বর্মটি প্রতিকূল পরিবেশে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিকে যেমন সুরক্ষা দেবে, তেমনি এতে ব্যবহার করা কৃত্রিম বুদ্ধিমত্তা পরিস্থিতি বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।
২৬ জুলাই প্যারিসের সেন নদী ঘিরে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ২০২৪ সালের অলিম্পিক এবং প্যারা অলিম্পিকের উদ্বোধন হলো। ১৯২৪ সালে প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল অলিম্পিক। এমন একটি আন্তর্জাতিক মহোৎসবের স্বাগতিক দেশ হতে ফ্রান্সকে অপেক্ষা করতে হলো গুনে গুনে পুরো এক শ বছর। এই সময়ে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক প্রসার লাভ হয়েছে এবং আজকের মানুষের জীবনধারা বহুলাংশে প্রযুক্তিনির্ভর হয়ে পড়েছে।
তাই অলিম্পিক ঘিরে আয়োজক, দর্শক, ক্রীড়াবিদ, সাংবাদিক এবং সংশ্লিষ্ট সবার নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে, যোগাযোগ, যাতায়াত দ্রুত, সহজ এবং নির্বিঘ্ন করতে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর অত্যাধুনিক প্রযুক্তি। প্রযুক্তির বিশাল অংশ দখল করে আছে সার্বক্ষণিক কার্যক্ষম ১২ হাজারের বেশি সংযুক্ত স্ক্রিন, ৮ হাজার ওয়াই-ফাই টার্মিনাল, ১৩ হাজার কম্পিউটার এবং ৪ লাখ কিলোমিটার, অর্থাৎ ২ দশমিক ৫ লাখ মাইলের বেশি অপটিক্যাল ফাইবার।
তবে প্রথমবারের মতো অলিম্পিকে কিছু প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সেগুলোর মধ্যে আছে—
ত্রিমাত্রিক মুদ্রণযন্ত্রে নির্মিত স্বয়ংক্রিয় ফেরি
প্যারিস অলিম্পিক উপলক্ষে নৌপথে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার সঙ্গে যোগাযোগ এবং পারাপারের জন্য এই প্রথম ব্যবহৃত হচ্ছে ত্রিমাত্রিক মুদ্রণযন্ত্রে নির্মিত বিদ্যুৎ-চালিত স্বয়ংক্রিয় ফেরি। পরিবেশবান্ধব এমন নৌযান নির্মাণে পুনর্ব্যবহারযোগ্য উপাদান ব্যবহার করা হয়েছে। একবারে ৩৫ জন যাত্রী বহনে সক্ষম এ ধরনের এক শর বেশি ফেরি রাত-দিন চালু থাকছে।
উড়ন্ত ট্যাক্সি
প্যারিস অলিম্পিক সামনে রেখে বেশ কয়েকটি প্রতিষ্ঠান স্বয়ংক্রিয় এবং বৈদ্যুতিক উড়ন্ত ট্যাক্সি পরিষেবা নিশ্চিত করতে বহু বছর ধরে কাজ করে আসছে। উড়ন্ত ট্যাক্সি উড্ডয়ন ও অবতরণের জন্য প্যারিসে ৫টি ভার্টিপোর্ট নির্মিত হয়েছে। সব প্রস্তুতি থাকা সত্ত্বেও পৌর কর্তৃপক্ষের আপত্তির কারণে এই চমৎকার প্রকল্প আইনি জটিলতার সম্মুখীন হয়েছিল। অবশেষে ২৪ জুলাই আদালত উড়ন্ত ট্যাক্সি চালুর পক্ষে নমনীয় হয়েছেন। আশা করা হচ্ছে, অচিরেই প্যারিসের নিচু আকাশ দাপিয়ে বেড়াবে এই আকাশগাড়ি। বৈজ্ঞানিক কল্পকাহিনি নয়, প্যারিস অলিম্পিকে ব্যবহার করা কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত এসব উচ্চ প্রযুক্তি একেবারে বাস্তব।
বুদ্ধিমান ক্যামেরা
নিরাপত্তার জন্য নজরদারিতে অলিম্পিক চলাকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, স্টেডিয়াম এবং পরিবহনে বেশ কিছু কৃত্রিম বুদ্ধিমত্তার ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। খুব দ্রুত পরিস্থিতি বিশ্লেষণ এবং সতর্কবার্তা পাঠাতে সক্ষম এসব ক্যামেরার সঙ্গে যুক্ত আছে অত্যাধুনিক ড্রোন। এই বুদ্ধিমান ক্যামেরাগুলো ভিড়ের মধ্যে পরিত্যক্ত বস্তু শনাক্ত করতে পারবে। বহুদূর থেকে একটি সাধারণ চাবি এবং ছুরির মধ্যে পার্থক্য করতে পারবে। কারও সন্দেহজনক গতিবিধি সহজে ধরে ফেলবে। অবশ্য এ ক্যামেরাগুলোকে যেকোনো ব্যক্তির চেহারা সরাসরি শনাক্ত করার অনুমতি দেওয়া হয়নি। তবে প্রয়োজনে দেহের গঠন বিশ্লেষণে খুব দ্রুত কারও পরিচয় জানা যাবে। যেমন ধরা যাক, প্যারিসের এক কফিশপের সামনের চত্বরে বসে এক নারী কফি পান করছেন। এই বুদ্ধিমান ক্যামেরাগুলো তাঁর তথ্য বিশ্লেষণ করে মাত্র ২০ সেকেন্ডের মধ্যে জানিয়ে দিতে পারবে, তিনি ফ্রান্সের কোন শহর থেকে এসেছেন, বর্তমানে চাকরি খুঁজছেন নাকি চাকরি করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি দিয়েছেন, নাকি দেননি—এমন সব তথ্য।
অ্যান্টি-ড্রোন প্রযুক্তি
নির্দিষ্ট আকাশসীমার মধ্যে অবাঞ্ছিত ড্রোন দ্রুত শনাক্ত করা এবং তা নিষ্ক্রিয়, এমনকি ধ্বংস করার জন্য নতুন প্রজন্মের অ্যান্টি-ড্রোন প্রযুক্তি সার্বক্ষণিক বেষ্টনী বা ঢাল নিরাপত্তাকে নিশ্চিত করবে। শব্দ ও তাপ শনাক্তকরণ, জিপিএস এবং রাডারের উন্নত প্রযুক্তির সমন্বয়ে এই অ্যান্টি-ড্রোন প্রযুক্তির অভেদ্য ঢাল যেকোনো নাশকতার পরিকল্পনা ব্যর্থ করে দিতে সক্ষম।
স্মার্ট জ্যাকেট
গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য এই প্রথমবারের মতো ব্যবহৃত হচ্ছে হালকা এবং আরামদায়ক বিশেষ জ্যাকেট। স্মার্টফোন, ক্যামেরা, জিপিএস সন্নিবেশিত ও ইন্টারনেট সংযোজিত এ জ্যাকেটে থাকছে পরিবেশগত এবং বায়োমেট্রিক সেন্সর। অন্ধকারে দৃশ্যমান উচ্চতাপ সহনীয়, আগুন এবং বুলেট প্রতিরোধী বর্মটি প্রতিকূল পরিবেশে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিকে যেমন সুরক্ষা দেবে, তেমনি এতে ব্যবহার করা কৃত্রিম বুদ্ধিমত্তা পরিস্থিতি বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ নতুন চারটি ফিচার চালু করল গুগল। প্রতারণামূলক বা স্ক্যাম বার্তা থেকে ব্যবহারকারীদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি ফিচারগুলো নিরাপদে লোকেশন শেয়ারের সুবিধা, ওয়েব ব্রাউজিংয়ের সময় দাম দেখা ও গাড়ি পার্ক করা অবস্থায় বিনোদন পাওয়ার সুযোগ দেবে।
২ ঘণ্টা আগেসেমিকন্ডাক্টর শিল্পের ভর্তুকি আইন বাতিল করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য গত মঙ্গলবার মার্কিন আইনপ্রণেতাদের উদ্দ্যেশ্য তিনি বলেন, তাঁদের উচিত ২০২২ সালের ঐতিহাসিক দ্বিদলীয় আইনটি বাতিল করা। সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন ও তৈরির জন্য ৫২ দশমিক ৭ বিলিয়ন বা ৫ হাজার ২৭০ কোটি ডলার...
৪ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচারসহ নতুন আইপ্যাড এয়ার উন্মোচন করেছে অ্যাপল। এই ডিভাইসে এম ৩ চিপ ব্যবহার করা হয়েছে। আইপ্যাড এয়ার এর এই নতুন সংস্করণটি ২০২২ সালের এম ১ আইপ্যাড এয়ার–এর চেয়েও দ্বিগুণ গতিতে কাজ করবে।
৪ ঘণ্টা আগেআমরা প্রায়ই হোয়াটসঅ্যাপে ছবি ও ভিডিও পাঠাই। তবে অনেক সময় পাঠানো ফাইলের গুণমান বা রেজল্যুশন কমে যায়। বিশেষ করে গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও শেয়ার করার সময় এটি সমস্যার কারণ হতে পারে। তবে হোয়াটসঅ্যাপে একটি সহজ সেটিং পরিবর্তন করলেই এই সমস্যা এড়িয়ে যাওয়া সম্ভব।
৯ ঘণ্টা আগে