টি এইচ মাহির
পাখির কিচিরমিচির শুনতে সবার ভালো লাগে। কিন্তু এখন সব জায়গায়, বিশেষ করে শহরে পাখির বিচরণ খুব কম। আবার দেখা গেলেও অনেক পাখি সম্পর্কে আমরা বিশদ কিছু জানি না। তবে এখন হাতে একটি স্মার্টফোন থাকলে পাখি শনাক্ত করা কোনো সমস্যাই নয়। স্মার্টফোনের একটি অ্যাপ শনাক্ত করে দেবে পাখি। জানাবে তার নাম-পরিচয়সহ নানা তথ্য।
পাখির সুরেলা ডাক থেকে পরিচয় শনাক্ত করবে মার্লিন বার্ড আইডি অ্যাপ। এই অ্যাপ পাখির শব্দ শুনেই বলে দিতে পারে তার পরিচয়। এ ছাড়া তিনটি প্রশ্নের উত্তর দিয়ে এবং ছবি আপলোড দিয়ে শনাক্ত করা যাবে অচেনা পাখি।
মার্লিন বার্ড আইডি অ্যাপে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্যের অনুমতি দিতে হবে। অ্যাপটি যেহেতু শব্দ থেকে পাখি শনাক্ত করবে, তাই একে ফোনের মাইক্রোফোন ব্যবহারের অনুমতি দিতে হবে এবং অঞ্চলভিত্তিক পাখির তথ্য পেতে লোকেশন অ্যাকসেস পারমিশন দিতে হবে। অ্যাপে প্রবেশ করলেই দেখা যাবে সাউন্ড আইডি এবং ফটো আইডি নামের দুটো অপশন। সাউন্ড আইডিতে ক্লিক করে অচেনা পাখির ডাক রেকর্ড করতে হবে। তারপর সেই ডাক বা শব্দের স্পেকট্রোগ্রাম থেকে পাখির পরিচয় বলে দেবে এই অ্যাপ। আবার ফটো আইডি নামের অপশনে ক্লিক করে পাখির ছবি আপলোড করা যাবে। ছবি দেখেও শনাক্ত করা যাবে তাদের পরিচয়। এ দুই পদ্ধতি ছাড়াও তিন ধাপে পাখির পরিচয় জানা যাবে। আকৃতি, রং এবং পাখিটি কী করছিল—তিনটি প্রশ্নের উত্তর দিলেই সম্ভাব্য পাখির তথ্য দেখাবে অ্যাপটি।
বিশ্বের বিভিন্ন অঞ্চলের পাখির পরিচয় জানা যাবে এই অ্যাপের মাধ্যমে। অ্যাপে নেওয়া লোকেশন পারমিশন থেকে লোকেশন অনুযায়ী আরও নিখুঁতভাবে পাখির পরিচয় শনাক্ত করা যাবে। এশিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়া কিংবা আফ্রিকার বিভিন্ন দেশের পাখির ডেটা সংরক্ষণ করা আছে এই অ্যাপে। লোকেশন অনুযায়ী, পাখির তথ্য দেখা যাবে এতে। ইন্টারনেট ছাড়াও এই অ্যাপ ব্যবহার করা যাবে।
কর্নেল ল্যাব অব অর্নিথোলজি নামের একটি প্রতিষ্ঠান মার্লিন বার্ড আইডি নামের অ্যাপটি তৈরি করেছে। সারা বিশ্বের পাখিপ্রেমী মানুষ ও গবেষকদের জন্য এটি তৈরি করা হয়েছে। কর্নেল ল্যাব নিউইয়র্কের কর্নেল ইউনিভার্সিটির একটি প্রতিষ্ঠান। তারা পাখিদের নিয়ে ইবার্ড নামেও একটি অ্যাপ তৈরি করেছে। যেখানে সারা বিশ্বের লাখ লাখ পাখির তথ্য পাওয়া যাবে।
মার্লিন বার্ড আইডি অ্যাপটি তৈরিতে তারা পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে পাখির ডাক সংগ্রহ করেছে। তাদের ৫ হাজারের বেশি কর্মী প্রায় ৩০ মিলিয়ন পাখির তথ্য সংগ্রহ এবং শব্দ ধারণ করেছেন। শুধু কর্মীরা নন, উইকিএভিস, এভোকেটের মতো পাখিবিষয়ক ওয়েবসাইটগুলো থেকেও তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব শব্দ ও তথ্য স্টোর করা হয়েছে মার্লিন বার্ড আইডিতে। যখন কেউ এই অ্যাপে পাখির শব্দ বা ডাক আপলোড দেয়, তখন সেই অডিওর স্পেকট্রোগ্রামের সঙ্গে মিলে যাওয়া তথ্য উপস্থাপন করে মার্লিন বার্ড আইডি।
অ্যাপটি পাওয়া যাবে প্লে স্টোর ও অ্যাপ স্টোরে। প্রায় ৫ মিলিয়ন মানুষ ইতিমধ্যে প্লে স্টোর থেকে ডাউনলোড করেছে মার্লিন বার্ড আইডি নামের অ্যাপটি। বর্তমানে অ্যাপ স্টোরে ৪ দশমিক ৯ এবং প্লে স্টোরে এর রেটিং
৪ দশমিক ১।
পাখির কিচিরমিচির শুনতে সবার ভালো লাগে। কিন্তু এখন সব জায়গায়, বিশেষ করে শহরে পাখির বিচরণ খুব কম। আবার দেখা গেলেও অনেক পাখি সম্পর্কে আমরা বিশদ কিছু জানি না। তবে এখন হাতে একটি স্মার্টফোন থাকলে পাখি শনাক্ত করা কোনো সমস্যাই নয়। স্মার্টফোনের একটি অ্যাপ শনাক্ত করে দেবে পাখি। জানাবে তার নাম-পরিচয়সহ নানা তথ্য।
পাখির সুরেলা ডাক থেকে পরিচয় শনাক্ত করবে মার্লিন বার্ড আইডি অ্যাপ। এই অ্যাপ পাখির শব্দ শুনেই বলে দিতে পারে তার পরিচয়। এ ছাড়া তিনটি প্রশ্নের উত্তর দিয়ে এবং ছবি আপলোড দিয়ে শনাক্ত করা যাবে অচেনা পাখি।
মার্লিন বার্ড আইডি অ্যাপে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্যের অনুমতি দিতে হবে। অ্যাপটি যেহেতু শব্দ থেকে পাখি শনাক্ত করবে, তাই একে ফোনের মাইক্রোফোন ব্যবহারের অনুমতি দিতে হবে এবং অঞ্চলভিত্তিক পাখির তথ্য পেতে লোকেশন অ্যাকসেস পারমিশন দিতে হবে। অ্যাপে প্রবেশ করলেই দেখা যাবে সাউন্ড আইডি এবং ফটো আইডি নামের দুটো অপশন। সাউন্ড আইডিতে ক্লিক করে অচেনা পাখির ডাক রেকর্ড করতে হবে। তারপর সেই ডাক বা শব্দের স্পেকট্রোগ্রাম থেকে পাখির পরিচয় বলে দেবে এই অ্যাপ। আবার ফটো আইডি নামের অপশনে ক্লিক করে পাখির ছবি আপলোড করা যাবে। ছবি দেখেও শনাক্ত করা যাবে তাদের পরিচয়। এ দুই পদ্ধতি ছাড়াও তিন ধাপে পাখির পরিচয় জানা যাবে। আকৃতি, রং এবং পাখিটি কী করছিল—তিনটি প্রশ্নের উত্তর দিলেই সম্ভাব্য পাখির তথ্য দেখাবে অ্যাপটি।
বিশ্বের বিভিন্ন অঞ্চলের পাখির পরিচয় জানা যাবে এই অ্যাপের মাধ্যমে। অ্যাপে নেওয়া লোকেশন পারমিশন থেকে লোকেশন অনুযায়ী আরও নিখুঁতভাবে পাখির পরিচয় শনাক্ত করা যাবে। এশিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়া কিংবা আফ্রিকার বিভিন্ন দেশের পাখির ডেটা সংরক্ষণ করা আছে এই অ্যাপে। লোকেশন অনুযায়ী, পাখির তথ্য দেখা যাবে এতে। ইন্টারনেট ছাড়াও এই অ্যাপ ব্যবহার করা যাবে।
কর্নেল ল্যাব অব অর্নিথোলজি নামের একটি প্রতিষ্ঠান মার্লিন বার্ড আইডি নামের অ্যাপটি তৈরি করেছে। সারা বিশ্বের পাখিপ্রেমী মানুষ ও গবেষকদের জন্য এটি তৈরি করা হয়েছে। কর্নেল ল্যাব নিউইয়র্কের কর্নেল ইউনিভার্সিটির একটি প্রতিষ্ঠান। তারা পাখিদের নিয়ে ইবার্ড নামেও একটি অ্যাপ তৈরি করেছে। যেখানে সারা বিশ্বের লাখ লাখ পাখির তথ্য পাওয়া যাবে।
মার্লিন বার্ড আইডি অ্যাপটি তৈরিতে তারা পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে পাখির ডাক সংগ্রহ করেছে। তাদের ৫ হাজারের বেশি কর্মী প্রায় ৩০ মিলিয়ন পাখির তথ্য সংগ্রহ এবং শব্দ ধারণ করেছেন। শুধু কর্মীরা নন, উইকিএভিস, এভোকেটের মতো পাখিবিষয়ক ওয়েবসাইটগুলো থেকেও তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব শব্দ ও তথ্য স্টোর করা হয়েছে মার্লিন বার্ড আইডিতে। যখন কেউ এই অ্যাপে পাখির শব্দ বা ডাক আপলোড দেয়, তখন সেই অডিওর স্পেকট্রোগ্রামের সঙ্গে মিলে যাওয়া তথ্য উপস্থাপন করে মার্লিন বার্ড আইডি।
অ্যাপটি পাওয়া যাবে প্লে স্টোর ও অ্যাপ স্টোরে। প্রায় ৫ মিলিয়ন মানুষ ইতিমধ্যে প্লে স্টোর থেকে ডাউনলোড করেছে মার্লিন বার্ড আইডি নামের অ্যাপটি। বর্তমানে অ্যাপ স্টোরে ৪ দশমিক ৯ এবং প্লে স্টোরে এর রেটিং
৪ দশমিক ১।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১ দিন আগেইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে।
১ দিন আগে