প্রযুক্তি ডেস্ক
অ্যাপলের নতুন মডেল উন্মোচনের সময় এগিয়ে আসছে। আইফোন ১৫ সিরিজ উন্মোচিত হতে পারে সেপ্টেম্বরে। আর এদিকে চীনে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় আইফোন কারখানায় আরও কর্মী নিয়োগের উদ্দেশ্যে বিভিন্ন প্রচেষ্টা চালাচ্ছে অ্যাপলের সরবরাহক প্রতিষ্ঠান ফক্সকন। বোনাসের ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ফক্সকন জানিয়েছে, চীনের ঝেংঝউ শহরে অবস্থিত কারখানায় নতুন কর্মীরা অন্তত ৯০ দিন চাকরি করলে তিন হাজার ইউয়ান বা ৪২৪ ডলার পর্যন্ত বোনাস পাবেন।
এ ছাড়া, যেসব কর্মী নিজেদের বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যদের সফলভাবে নিয়োগ করাতে পারবেন, তারাও এই আর্থিক বোনাসের জন্য বিবেচিত হবেন। নতুন নিয়োগের সুপারিশ করা ফক্সকন কর্মীরা পাঁচশ ইউয়ান বা ৭০ ডলার বোনাস পাবেন। তবে, এর জন্য নিয়োগকৃত ব্যক্তিকে এক মাস কাজের শর্ত পালন করতে হবে।
চীনে ‘আইফোন সিটি’ নামে পরিচিত এই বিশাল কারখানার কর্মীদের সুবিধা বাড়াতে ফক্সকনের সর্বশেষ পদক্ষেপ এটি।
এদিকে, আইফোন ১৫ ও ১৫ প্লাস উৎপাদনের জন্য এরই মধ্যে অ্যাপলের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে টাটা। ভারতের এই প্রতিষ্ঠান বেঙ্গালুরুর কাছে অবস্থিত নারসাপুর কারখানাটি তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠান উইস্ট্রনের কাছ থেকে অধিগ্রহণের পরিকল্পনায় এগোচ্ছে।
কয়েক সপ্তাহ আগে অ্যাপলের সিইও টিম কুক এবং টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেকারন মুম্বাইয়ে একটি বৈঠক করেছিলেন। ইলেকট্রনিকস উৎপাদনে টাটার বড় পরিকল্পনা এবং অ্যাপল বর্তমান ও ভবিষ্যতে এই অংশীদারত্ব থেকে কী লাভ আশা করছে, তা নিয়ে আলোচনা করেছেন তাঁরা।
উইস্ট্রন বেঙ্গালুরুতে তাদের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করবে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে সূত্রগুলো নিশ্চিত করেছে, সংস্থাটি অন্যান্য ব্যবসায় মনোনিবেশ করতে অ্যাপল সম্পর্কিত কাজগুলো শেষ করার সিদ্ধান্ত নিয়েছে।
উইস্ট্রন আইফোন নির্মাণ কারখানা অধিগ্রহণের পর টাটা গ্রুপ চলতি বছরই আসন্ন আইফোন ১৫ মডেল অ্যাসেম্বলের কাজ শুরু করার কথা ভাবছে। বর্তমানে মোট তিনটি তাইওয়ানভিত্তিক সংস্থা উইস্ট্রন, পেগাট্রন আর ফক্সকন ভারতে অ্যাপলের পণ্য সংযোজন করছে।
অ্যাপলের নতুন মডেল উন্মোচনের সময় এগিয়ে আসছে। আইফোন ১৫ সিরিজ উন্মোচিত হতে পারে সেপ্টেম্বরে। আর এদিকে চীনে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় আইফোন কারখানায় আরও কর্মী নিয়োগের উদ্দেশ্যে বিভিন্ন প্রচেষ্টা চালাচ্ছে অ্যাপলের সরবরাহক প্রতিষ্ঠান ফক্সকন। বোনাসের ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ফক্সকন জানিয়েছে, চীনের ঝেংঝউ শহরে অবস্থিত কারখানায় নতুন কর্মীরা অন্তত ৯০ দিন চাকরি করলে তিন হাজার ইউয়ান বা ৪২৪ ডলার পর্যন্ত বোনাস পাবেন।
এ ছাড়া, যেসব কর্মী নিজেদের বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যদের সফলভাবে নিয়োগ করাতে পারবেন, তারাও এই আর্থিক বোনাসের জন্য বিবেচিত হবেন। নতুন নিয়োগের সুপারিশ করা ফক্সকন কর্মীরা পাঁচশ ইউয়ান বা ৭০ ডলার বোনাস পাবেন। তবে, এর জন্য নিয়োগকৃত ব্যক্তিকে এক মাস কাজের শর্ত পালন করতে হবে।
চীনে ‘আইফোন সিটি’ নামে পরিচিত এই বিশাল কারখানার কর্মীদের সুবিধা বাড়াতে ফক্সকনের সর্বশেষ পদক্ষেপ এটি।
এদিকে, আইফোন ১৫ ও ১৫ প্লাস উৎপাদনের জন্য এরই মধ্যে অ্যাপলের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে টাটা। ভারতের এই প্রতিষ্ঠান বেঙ্গালুরুর কাছে অবস্থিত নারসাপুর কারখানাটি তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠান উইস্ট্রনের কাছ থেকে অধিগ্রহণের পরিকল্পনায় এগোচ্ছে।
কয়েক সপ্তাহ আগে অ্যাপলের সিইও টিম কুক এবং টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেকারন মুম্বাইয়ে একটি বৈঠক করেছিলেন। ইলেকট্রনিকস উৎপাদনে টাটার বড় পরিকল্পনা এবং অ্যাপল বর্তমান ও ভবিষ্যতে এই অংশীদারত্ব থেকে কী লাভ আশা করছে, তা নিয়ে আলোচনা করেছেন তাঁরা।
উইস্ট্রন বেঙ্গালুরুতে তাদের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করবে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে সূত্রগুলো নিশ্চিত করেছে, সংস্থাটি অন্যান্য ব্যবসায় মনোনিবেশ করতে অ্যাপল সম্পর্কিত কাজগুলো শেষ করার সিদ্ধান্ত নিয়েছে।
উইস্ট্রন আইফোন নির্মাণ কারখানা অধিগ্রহণের পর টাটা গ্রুপ চলতি বছরই আসন্ন আইফোন ১৫ মডেল অ্যাসেম্বলের কাজ শুরু করার কথা ভাবছে। বর্তমানে মোট তিনটি তাইওয়ানভিত্তিক সংস্থা উইস্ট্রন, পেগাট্রন আর ফক্সকন ভারতে অ্যাপলের পণ্য সংযোজন করছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১৫ ঘণ্টা আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১৬ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১৭ ঘণ্টা আগেইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে।
২০ ঘণ্টা আগে