অনলাইন ডেস্ক
কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিওর রিচ বাড়াতে এখন শুধু রেকমেন্ডশন অ্যালগরিদম, সার্চ রেজাল্ট ও কোলাবোরেশনের ওপর নির্ভর করতে হবে না। গতকাল বুধবার ‘মেড অন ইউটিউব’ ইভেন্টে ‘হাইপ’ নামে নতুন একটি ফিচারের ঘোষণা দিয়েছে ইউটিউব। এটি কম সাবস্ক্রাইবার যুক্ত চ্যানেলের ভিডিওর রিচ বাড়াতে সাহায্য করবে। একটি মাত্র বাটনে ট্যাপ করে ক্রিয়েটরের ভিডিওকে ‘হাইপ’ করতে সাহায্য করবে দর্শকেরা। এর মাধ্যমে ভিডিওটি ১০০টি শীর্ষ হাইপ ভিডিওর লিডার বোর্ডে (শীর্ষ তালিকায়) উঠতে পারবে। ফলে ভিডিও বৃহত্তর দর্শকের কাছে পৌঁছাতে পারবে।
ফিচারটি ব্যবহার করতে দর্শকদের বিদ্যমান ‘লাইক’ বোতামের নিচে নতুন ‘হাইপ’ ফিচারে ক্লিক করতে হবে। এটি পাঁচ লাখের কম সাবস্ক্রাইবার যুক্ত চ্যানেলের জন্য প্রযোজ্য হবে। যত বেশি মানুষ ভিডিওটিকে হাইপ করবে লিডার বোর্ডে এটি তত উচ্চতায় পৌঁছাবে। এভাবে ভক্তরা তাদের পছন্দের ক্রিয়েটরদের সঠিকভাবে সমর্থন করতে পারবে। এ জন্য ব্যবহারকারীরা প্রতি সপ্তাহে সর্বাধিক তিনটি ‘হাইপ’ ব্যবহার করতে পারবে।
কোম্পানিটি বলছে, কারণ উৎসাহী ভক্তরা ক্রিয়েটরের সফলতার গল্পের অংশ হতে চাওয়ায় ফিচারটি তৈরির সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব।
তবে ভবিষ্যতে ভিউয়ারদের জন্য অতিরিক্ত হাইপ কেনার সুযোগ দেবে। এর মাধ্যমে ইউটিউব নতুন আয়ের সুযোগ পাবে। তবে এই আয়ের কত অংশ ক্রিয়েটরের সঙ্গে শেয়ার করবে তা জানায়নি কোম্পানিটি। যেমন—‘সুপার থ্যাংকসের’ মতো ফিচারগুলো কেনার ক্ষেত্রে ইউটিউব ক্রিয়েটরের সঙ্গে আয় ভাগ করে। সাধারণ এসব ফিচার থেকে ৩০ শতাংশ আয় কেটে নেয় ইউটিউব।
এ ছাড়া কম সাবস্ক্রাইবার সংখ্যাবিশিষ্ট চ্যানেলগুলো জন্য একটি ছোট বোনাস দেবে। পয়েন্টগুলো যুক্ত করে বৃহত্তর ক্রিয়েটরদের সঙ্গে সমান পর্যায়ে আসতে সাহায্য করবে। কোম্পানিটি বলছে, শীর্ষ হাইপ করা ভিডিও একটি বিশেষ ব্যাজও পাবে।
ইউটিউবের প্রোডাক্ট ম্যানেজমেন্টের পরিচালক বাঙ্গালি কাবা বলেন, ‘হাইপ ইউটিউব কমিউনিটিকে নতুন ও উদীয়মান ক্রিয়েটরদের প্রতি তাদের ভালোবাসা এবং উচ্ছ্বাস প্রকাশের একটি সুযোগ দেয়। সেই সঙ্গে তাদের নতুন ভিডিওকে হাইপ করে সমর্থন জোগাতে সাহায্য করে।’
তিনি আরও বলেন, ভবিষ্যতে ক্রিয়েটররা দেখতে পারবেন, কে তাদের ভিডিওকে হাইপ করেছে।
তুর্কি, তাইওয়ান ও ব্রাজিলে বেটা পরীক্ষার প্রথম চার সপ্তাহে ইউটিউব ব্যবহারকারীরা ৫০ হাজারেরও বেশি চ্যানেলে ৫০ লাখেরও বেশিবার ভিডিওকে হাইপ করেছেন। ১৮ থেকে ২৪ বছর বয়সীরা ভিডিও হাইপ করেন, যা সব বেটা সংস্করণ ব্যবহারকারীর ৩০ শতাংশ।
কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিওর রিচ বাড়াতে এখন শুধু রেকমেন্ডশন অ্যালগরিদম, সার্চ রেজাল্ট ও কোলাবোরেশনের ওপর নির্ভর করতে হবে না। গতকাল বুধবার ‘মেড অন ইউটিউব’ ইভেন্টে ‘হাইপ’ নামে নতুন একটি ফিচারের ঘোষণা দিয়েছে ইউটিউব। এটি কম সাবস্ক্রাইবার যুক্ত চ্যানেলের ভিডিওর রিচ বাড়াতে সাহায্য করবে। একটি মাত্র বাটনে ট্যাপ করে ক্রিয়েটরের ভিডিওকে ‘হাইপ’ করতে সাহায্য করবে দর্শকেরা। এর মাধ্যমে ভিডিওটি ১০০টি শীর্ষ হাইপ ভিডিওর লিডার বোর্ডে (শীর্ষ তালিকায়) উঠতে পারবে। ফলে ভিডিও বৃহত্তর দর্শকের কাছে পৌঁছাতে পারবে।
ফিচারটি ব্যবহার করতে দর্শকদের বিদ্যমান ‘লাইক’ বোতামের নিচে নতুন ‘হাইপ’ ফিচারে ক্লিক করতে হবে। এটি পাঁচ লাখের কম সাবস্ক্রাইবার যুক্ত চ্যানেলের জন্য প্রযোজ্য হবে। যত বেশি মানুষ ভিডিওটিকে হাইপ করবে লিডার বোর্ডে এটি তত উচ্চতায় পৌঁছাবে। এভাবে ভক্তরা তাদের পছন্দের ক্রিয়েটরদের সঠিকভাবে সমর্থন করতে পারবে। এ জন্য ব্যবহারকারীরা প্রতি সপ্তাহে সর্বাধিক তিনটি ‘হাইপ’ ব্যবহার করতে পারবে।
কোম্পানিটি বলছে, কারণ উৎসাহী ভক্তরা ক্রিয়েটরের সফলতার গল্পের অংশ হতে চাওয়ায় ফিচারটি তৈরির সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব।
তবে ভবিষ্যতে ভিউয়ারদের জন্য অতিরিক্ত হাইপ কেনার সুযোগ দেবে। এর মাধ্যমে ইউটিউব নতুন আয়ের সুযোগ পাবে। তবে এই আয়ের কত অংশ ক্রিয়েটরের সঙ্গে শেয়ার করবে তা জানায়নি কোম্পানিটি। যেমন—‘সুপার থ্যাংকসের’ মতো ফিচারগুলো কেনার ক্ষেত্রে ইউটিউব ক্রিয়েটরের সঙ্গে আয় ভাগ করে। সাধারণ এসব ফিচার থেকে ৩০ শতাংশ আয় কেটে নেয় ইউটিউব।
এ ছাড়া কম সাবস্ক্রাইবার সংখ্যাবিশিষ্ট চ্যানেলগুলো জন্য একটি ছোট বোনাস দেবে। পয়েন্টগুলো যুক্ত করে বৃহত্তর ক্রিয়েটরদের সঙ্গে সমান পর্যায়ে আসতে সাহায্য করবে। কোম্পানিটি বলছে, শীর্ষ হাইপ করা ভিডিও একটি বিশেষ ব্যাজও পাবে।
ইউটিউবের প্রোডাক্ট ম্যানেজমেন্টের পরিচালক বাঙ্গালি কাবা বলেন, ‘হাইপ ইউটিউব কমিউনিটিকে নতুন ও উদীয়মান ক্রিয়েটরদের প্রতি তাদের ভালোবাসা এবং উচ্ছ্বাস প্রকাশের একটি সুযোগ দেয়। সেই সঙ্গে তাদের নতুন ভিডিওকে হাইপ করে সমর্থন জোগাতে সাহায্য করে।’
তিনি আরও বলেন, ভবিষ্যতে ক্রিয়েটররা দেখতে পারবেন, কে তাদের ভিডিওকে হাইপ করেছে।
তুর্কি, তাইওয়ান ও ব্রাজিলে বেটা পরীক্ষার প্রথম চার সপ্তাহে ইউটিউব ব্যবহারকারীরা ৫০ হাজারেরও বেশি চ্যানেলে ৫০ লাখেরও বেশিবার ভিডিওকে হাইপ করেছেন। ১৮ থেকে ২৪ বছর বয়সীরা ভিডিও হাইপ করেন, যা সব বেটা সংস্করণ ব্যবহারকারীর ৩০ শতাংশ।
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
৬ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
৯ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
১১ ঘণ্টা আগে