প্রযুক্তি ডেস্ক
অনলাইনে বিভিন্ন অ্যাকাউন্টসহ বিভিন্ন অ্যাপ সুরক্ষিত রাখতে পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। এসব পাসওয়ার্ড শক্তিশালী না হলে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি থাকে। এ ছাড়া, পাসওয়ার্ড ভুলে গেলে নানা ঝামেলা পেরিয়ে অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে হয়। এসব ঝামেলা এড়াতে দীর্ঘদিন ধরেই অ্যাকাউন্টে লগইনের জন্য পাসওয়ার্ডের বিকল্প আনার পরিকল্পনা করছিল প্রযুক্তি কোম্পানিগুলো। শেষ পর্যন্ত পাসওয়ার্ডের বিকল্প হিসেবে ‘পাসকিস’ চালু করেছে গুগল। গতকাল বুধবার (৪ মে) এই সুবিধা চালু করে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, গত বছর পাসওয়ার্ডের আরও সহজ ও নিরাপদ বিকল্প হিসেবে ‘পাসকিস’ তৈরির কাজ শুরুর কথা জানায় গুগল। আসন্ন ওয়ার্ল্ড পাসওয়ার্ড ডে’কে সামনে রেখে গুগল অ্যাকাউন্টের সব শীর্ষ প্ল্যাটফর্মে ‘পাসকিস’ চালু করেছে গুগল। অ্যাকাউন্টে সাইন ইন করতে পাসওয়ার্ড, টু-স্টেপ ভেরিফিকেশনের পাশাপাশি অতিরিক্ত বিকল্প হিসেবে ‘পাসকিস’ ব্যবহৃত হবে। ফলে অ্যাকাউন্ট সাইন ইন করার জন্য কোনো পাসওয়ার্ডই প্রয়োজন হবে না।
পাসকিস মূলত বিভিন্ন অ্যাপস এবং ওয়েবসাইটে সাইন ইন করার নতুন উপায়। ব্যবহারকারীদের পাসওয়ার্ড ব্যবহারের বদলে ফিঙ্গারপ্রিন্ট, ফেইস স্ক্যান অথবা স্ক্রিন লক পিনের মাধ্যমে ডিভাইস খোলার মতো করেই পাসকিসের মাধ্যমে অ্যাকাউন্টগুলোতে লগইন করা যাবে। পাসকিস ব্যবহার নিরাপদ হওয়ায় ফিশিংয়ের মতো সাইবার আক্রমণের ফলে অ্যাকাউন্ট হ্যাক হবে না।
এদিকে, গুগল ডকসের মন্তব্যে ইমোজির মাধ্যমে রিয়্যাক্টের সুবিধা এনেছে গুগল। মন্তব্যে রিয়্যাক্টের সুবিধার সঙ্গে ইন্টারনেট ব্যবহারকারীরা মূলত ফেসবুক,ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলো থেকে পরিচিত।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভে প্রতিবেদন অনুযায়ী, এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, ডকসের মন্তব্যে নতুন এই সুবিধার ফলে দ্রুত ও সৃজনশীল উপায়ে ব্যবহারকারীরা মত প্রকাশের সুযোগ পাবে। গুগল বর্তমানে এই সুবিধা র্যাপিড রিলিজ ডোমেইনে উন্মুক্ত করেছে। গত ৩ মে থেকে এই সুবিধা চালু করা হয়েছে।
অনলাইনে বিভিন্ন অ্যাকাউন্টসহ বিভিন্ন অ্যাপ সুরক্ষিত রাখতে পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। এসব পাসওয়ার্ড শক্তিশালী না হলে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি থাকে। এ ছাড়া, পাসওয়ার্ড ভুলে গেলে নানা ঝামেলা পেরিয়ে অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে হয়। এসব ঝামেলা এড়াতে দীর্ঘদিন ধরেই অ্যাকাউন্টে লগইনের জন্য পাসওয়ার্ডের বিকল্প আনার পরিকল্পনা করছিল প্রযুক্তি কোম্পানিগুলো। শেষ পর্যন্ত পাসওয়ার্ডের বিকল্প হিসেবে ‘পাসকিস’ চালু করেছে গুগল। গতকাল বুধবার (৪ মে) এই সুবিধা চালু করে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, গত বছর পাসওয়ার্ডের আরও সহজ ও নিরাপদ বিকল্প হিসেবে ‘পাসকিস’ তৈরির কাজ শুরুর কথা জানায় গুগল। আসন্ন ওয়ার্ল্ড পাসওয়ার্ড ডে’কে সামনে রেখে গুগল অ্যাকাউন্টের সব শীর্ষ প্ল্যাটফর্মে ‘পাসকিস’ চালু করেছে গুগল। অ্যাকাউন্টে সাইন ইন করতে পাসওয়ার্ড, টু-স্টেপ ভেরিফিকেশনের পাশাপাশি অতিরিক্ত বিকল্প হিসেবে ‘পাসকিস’ ব্যবহৃত হবে। ফলে অ্যাকাউন্ট সাইন ইন করার জন্য কোনো পাসওয়ার্ডই প্রয়োজন হবে না।
পাসকিস মূলত বিভিন্ন অ্যাপস এবং ওয়েবসাইটে সাইন ইন করার নতুন উপায়। ব্যবহারকারীদের পাসওয়ার্ড ব্যবহারের বদলে ফিঙ্গারপ্রিন্ট, ফেইস স্ক্যান অথবা স্ক্রিন লক পিনের মাধ্যমে ডিভাইস খোলার মতো করেই পাসকিসের মাধ্যমে অ্যাকাউন্টগুলোতে লগইন করা যাবে। পাসকিস ব্যবহার নিরাপদ হওয়ায় ফিশিংয়ের মতো সাইবার আক্রমণের ফলে অ্যাকাউন্ট হ্যাক হবে না।
এদিকে, গুগল ডকসের মন্তব্যে ইমোজির মাধ্যমে রিয়্যাক্টের সুবিধা এনেছে গুগল। মন্তব্যে রিয়্যাক্টের সুবিধার সঙ্গে ইন্টারনেট ব্যবহারকারীরা মূলত ফেসবুক,ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলো থেকে পরিচিত।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভে প্রতিবেদন অনুযায়ী, এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, ডকসের মন্তব্যে নতুন এই সুবিধার ফলে দ্রুত ও সৃজনশীল উপায়ে ব্যবহারকারীরা মত প্রকাশের সুযোগ পাবে। গুগল বর্তমানে এই সুবিধা র্যাপিড রিলিজ ডোমেইনে উন্মুক্ত করেছে। গত ৩ মে থেকে এই সুবিধা চালু করা হয়েছে।
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
১৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
২ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
২ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
২ দিন আগে