Ajker Patrika

মোবাইল ফোনের ফটো গ্যালারিতে জায়গা বাড়ানো যায় যেভাবে

ফিচার ডেস্ক
মোবাইল ফোনের ফটো গ্যালারিতে জায়গা বাড়ানো যায় যেভাবে

সময়ের সঙ্গে স্মার্টফোনে ডেটা সংরক্ষণের জায়গা বাড়ছে। একই সঙ্গে আধুনিক হচ্ছে ক্যামেরা। তাই ছবির ফাইল বড় হচ্ছে দিন দিন। এ কারণে মোবাইল ফোনের স্টোরেজ ভরে গিয়ে হ্যাং হওয়ার আশঙ্কা তৈরি হয়। এ ধরনের পরিস্থিতিতেও মোবাইল ফোনে জায়গা ধরে রাখা সম্ভব।

ছবি সংরক্ষণের জন্য বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে পারেন, যেমন অ্যাপল ফটো বা গুগল ফটো। এ ক্ষেত্রে বিনা মূল্যে পাওয়া যাবে অ্যাপলের ৫ জিবি আই ক্লাউড স্পেস এবং গুগল ড্রাইভের ১৫ জিবি জায়গা। এর চেয়ে বেশি জায়গার প্রয়োজন হলে স্বল্প মূল্যে মাসিক বা বার্ষিক প্যাকেজ কিনে নিতে হবে।

হোয়াটসঅ্যাপ বা অন্যান্য সোশ্যাল অ্যাপ থেকে অনেক সময় স্বয়ংক্রিয়ভাবে ছবি ডাউনলোড হতে থাকে। এই কারণে সেটিংসে গিয়ে ‘অটো ডাউনলোড’ অপশন বন্ধ করে দিন। এতে অযথা জায়গা নষ্ট হবে না।

ক্যামেরা, ডাউনলোড এবং হোয়াটসঅ্যাপ ইমেজে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ছবিগুলো বিভিন্ন অ্যালবাম তৈরি করে রাখুন। এতে অপ্রয়োজনীয় ছবি ডিলিট করতে সুবিধা হবে। ছবি খুঁজে পাওয়াও সহজ হবে।

গ্যালারির পছন্দের ছবিগুলোতে ফেবারিট অপশন ব্যবহার করুন। এর পাশাপাশি মাসে এক দিন সময় করে অপ্রয়োজনীয় ছবি মোবাইল ফোন থেকে মুছে ফেলুন। ফলে এটি হ্যাং হওয়ার আশঙ্কা কমবে।

স্মার্টফোনের ক্যামেরায় রেজল্যুশন বাছাই করার সুবিধা আছে। প্রয়োজন ছাড়া চেষ্টা করুন কম রেজল্যুশনের ছবি তুলতে। এতে যেমন অনেক ছবি তুলতে পারবেন, তেমনি মোবাইল ফোনের জায়গাও বাঁচবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নবরাত্রির জন্য বছরজুড়ে অপেক্ষা, পিরিয়ডের কারণে পালন করতে না পেরে আত্মহত্যা

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আরাকান আর্মির আপত্তি ও শর্ত

আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, খই-মুড়ির মতো বোমা ফুটছে জাজিরায়

চুরির অপবাদে ছাত্রলীগ নেতাকে নির্যাতন ছাত্রদল নেতার, টাকা দিয়ে মুক্তি

৩০টির বেশি মার্কিন পণ্যের আমদানি শুল্ক পর্যালোচনার উদ্যোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত