অনলাইন ডেস্ক
উইন্ডোজ ১১ থেকে কিছু ফিচার-সুবিধা উইন্ডোজ ১০-এ যুক্ত করছে মাইক্রোসফট। নতুন প্রিন্ট ফিচারটিতে একটি পিন যুক্ত করার বিকল্প চালু করা হবে বলে জানা গেছে। ডুপ্লিকেট সংযোগ এবং ভুল প্রিন্ট আউট এড়াতে এই পদক্ষেপ যোগ করা হবে।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, আপডেটটি উইন্ডোজ ১০ সংস্করণের ২২ এইচ ২ আপডেট। গত মাসে উইন্ডোজের জন্য নতুন আপডেট স্থানান্তরের বিষয়টি জানায় মাইক্রোসফট। উইন্ডোজ ১১ ‘প্রাইভেসি অডিটিং’ নামের একটি ফিচার পাচ্ছে, যা ব্যবহারকারীদের তাদের মাইক্রোফোন, ক্যামেরা এবং অবস্থান ডেটা অ্যাকসেস করার অ্যাপগুলো দেখতে সহায়তা করবে।
উইন্ডোজ লেটেস্টের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, মাইক্রোসফট তার উইন্ডোজ ১০ সংস্করণ ২২ এইচ ২ আপডেটের অংশ হিসেবে উইন্ডোজ ১১-এর প্রিন্টের সুবিধা যুক্ত করছে, যার মধ্যে একটি পিন যোগ করার বিকল্প রয়েছে। এই বৈশিষ্ট্য ডুপ্লিকেট সংযোগের পাশাপাশি ভুল প্রিন্ট আউট এড়াতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
উইন্ডোজ ১১ ‘প্রাইভেসি অডিটিং’ নামে যে ফিচার পাচ্ছে, এতে ব্যবহারকারীদের তাদের মাইক্রোফোন, ক্যামেরা ও অবস্থান ডেটা অ্যাকসেস করার অ্যাপগুলো দেখতে সহায়তা করবে। এটি ভবিষ্যতে ব্যবহারকারীদের সিদ্ধান্ত নিতে সহায়তা করবে যে, তারা সিস্টেমে তাদের সংবেদনশীল ডেটা ট্র্যাক করছে এমন অ্যাপগুলো ব্যবহার চালিয়ে যাবে কিনা।
উইন্ডোজের জন্য তিন বছর পরপর নতুন সংস্করণ উন্মোচন করার পুরোনো রীতিতে ফিরে যাচ্ছে মাইক্রোসফট। ফলে উইন্ডোজের আগামী সংস্করণ আসবে ২০২৪ সালে।
উইন্ডোজ ১১ থেকে কিছু ফিচার-সুবিধা উইন্ডোজ ১০-এ যুক্ত করছে মাইক্রোসফট। নতুন প্রিন্ট ফিচারটিতে একটি পিন যুক্ত করার বিকল্প চালু করা হবে বলে জানা গেছে। ডুপ্লিকেট সংযোগ এবং ভুল প্রিন্ট আউট এড়াতে এই পদক্ষেপ যোগ করা হবে।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, আপডেটটি উইন্ডোজ ১০ সংস্করণের ২২ এইচ ২ আপডেট। গত মাসে উইন্ডোজের জন্য নতুন আপডেট স্থানান্তরের বিষয়টি জানায় মাইক্রোসফট। উইন্ডোজ ১১ ‘প্রাইভেসি অডিটিং’ নামের একটি ফিচার পাচ্ছে, যা ব্যবহারকারীদের তাদের মাইক্রোফোন, ক্যামেরা এবং অবস্থান ডেটা অ্যাকসেস করার অ্যাপগুলো দেখতে সহায়তা করবে।
উইন্ডোজ লেটেস্টের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, মাইক্রোসফট তার উইন্ডোজ ১০ সংস্করণ ২২ এইচ ২ আপডেটের অংশ হিসেবে উইন্ডোজ ১১-এর প্রিন্টের সুবিধা যুক্ত করছে, যার মধ্যে একটি পিন যোগ করার বিকল্প রয়েছে। এই বৈশিষ্ট্য ডুপ্লিকেট সংযোগের পাশাপাশি ভুল প্রিন্ট আউট এড়াতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
উইন্ডোজ ১১ ‘প্রাইভেসি অডিটিং’ নামে যে ফিচার পাচ্ছে, এতে ব্যবহারকারীদের তাদের মাইক্রোফোন, ক্যামেরা ও অবস্থান ডেটা অ্যাকসেস করার অ্যাপগুলো দেখতে সহায়তা করবে। এটি ভবিষ্যতে ব্যবহারকারীদের সিদ্ধান্ত নিতে সহায়তা করবে যে, তারা সিস্টেমে তাদের সংবেদনশীল ডেটা ট্র্যাক করছে এমন অ্যাপগুলো ব্যবহার চালিয়ে যাবে কিনা।
উইন্ডোজের জন্য তিন বছর পরপর নতুন সংস্করণ উন্মোচন করার পুরোনো রীতিতে ফিরে যাচ্ছে মাইক্রোসফট। ফলে উইন্ডোজের আগামী সংস্করণ আসবে ২০২৪ সালে।
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
২ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
২ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
২ দিন আগে