অনলাইন প্রতারণা থেকে সতর্ক থাকুন

ফিচার ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০৮: ০২

এক বিশেষ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পুরো দেশ। এ সময় ছিনতাই বা ডাকাতির আশঙ্কা যেমন বেড়েছে, তেমনি অনলাইন প্রতারণার আশঙ্কাও। সামাজিক যোগাযোগমাধ্যম, ই-মেইল এবং মোবাইল ফোন—এই তিন মাধ্যমেই প্রতারিত হতে পারেন। অনলাইন প্রতারণার কয়েকটি জনপ্রিয় ধরন সম্পর্কে জেনে নিন। 

ভুয়া বন্ধুর অনুরোধ
আমাদের দেশের সামাজিক যোগাযোগমাধ্যমের মধ্যে ফেসবুক আছে প্রথম সারিতে। এই জনপ্রিয় মাধ্যমটিতে প্রতারিত হওয়ার আশঙ্কা তাই সবচেয়ে বেশি। এখানে যে কেউ যে কাউকে বন্ধুত্বের অনুরোধ পাঠাতে পারে। অপরিচিতদের বিষয়ে খোঁজখবর করে তারপর বন্ধু করুন। 

অনলাইন কুইজ প্রতারণা
সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই না করে কোনো প্রতিযোগিতায় অংশ নেবেন না। আপনাকে আকর্ষণ করার জন্য তারা বিভিন্ন পুরস্কারের লোভ দেখাবে। হুট করে বিখ্যাত কোনো ব্র্যান্ডের প্রমোশনেও অংশ নেবেন না। নিতে হলে সেই ব্র্যান্ডের নামের বানান তাদের মূল ওয়েবসাইটের সঙ্গে মিলিয়ে নিন। কিংবা তাদের অফিশিয়াল পেজ থেকে তথ্য যাচাই করে নিন। সেখানেই দেখে নিন তাদের প্রমোশনাল ক্যাম্পেইন চলছে কি না। ভুয়া ব্র্যান্ড বিভিন্নভাবে আপনার তথ্য সংগ্রহ করবে এবং সেগুলো কাজে লাগাবে আপনার অজান্তেই। 

পরীক্ষা করুন আপনার ব্যক্তিত্ব কেমন কিংবা মৃত্যুর পর আপনি কী হবেন? অথবা আপনার আইকিউ যাচাই করে নিন। এগুলো আপনাকে মজা দেবে। কিন্তু সে মজা না নেওয়াই ভালো। কারণ, এগুলো একধরনের অনলাইন প্রতারণা। 

ফিশিং স্ক্যাম
ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, ডেবিট বা ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড বা অন্য কোনো তথ্য, বিকাশ, রকেট কিংবা নগদের মতো মোবাইল ব্যাংকিং অ্যাপের পাসওয়ার্ড ইত্যাদি হাতিয়ে নেওয়া হয়। এগুলো নেওয়ার জন্য আপনার কাছে জরুরি ই-মেইল কিংবা মেসেজ অথবা মোবাইল ফোনে কল আসতে পারে। কল ধরা যাবে না, কোনো মেসেজ বা ই-মেইলের উত্তর দেওয়া যাবে না। ব্যাংক বা কোনো মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের পাসওয়ার্ড চায় না। কেউ তা চাইলে বুঝতে হবে, এটি কোনো প্রতারকের কাজ।

অগ্রিম ফি জালিয়াতি
বেশি সুযোগ দেওয়ার কথা বলে কোনো প্রতিষ্ঠান আপনার কাছ থেকে অগ্রিম অর্থ চাইতে পারে। আবার আপনার কোনো ভালো কাজের জন্য আপনাকে সম্মাননা দেওয়ার কথা বলেও টাকা চাইতে পারে। সে ক্ষেত্রে তারা বরেণ্য ব্যক্তিদের নাম ব্যবহার করে আপনাকে বিভ্রান্ত করতে পারে। কিন্তু একবার টাকা দিলে সেটা আর ফেরত পাবেন না। আর যেসব প্রতিষ্ঠান সত্যি পুরস্কার দেয়, তারা সে জন্য কারও কাছ থেকে টাকা নেয় না।

নাইজেরিয়ার রাজপুত্র কেলেঙ্কারি
ই-মেইল বা হোয়াটসঅ্যাপে আপনি হয়তো এরই মধ্যে দেখেছেন, নাইজেরিয়ার কোনো রাজপুত্র আপনার কাজে খুশি হয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর ডলার পাঠাতে চায়। সে জন্য তাদের কাছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইল পাঠাতে হবে। ভুলেও সেসব জায়গায় ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইল পাঠাবেন না। এগুলো প্রতারণা। সতর্ক থাকুন। 

বিনিয়োগ কেলেঙ্কারি
কম ঝুঁকিসহ উচ্চ মুনাফার গ্যারান্টি দিয়ে আপনার কাছে ই-মেইল বা মেসেজ অথবা ফোনকল আসতে পারে। এমন হলে বুঝবেন, প্রতারকের খপ্পরে পড়েছেন। ভুলেও সেগুলোতে অর্থ লগ্নি করবেন না। 

লটারি কেলেঙ্কারি
লটারি জিতেছেন! সে জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর টাকা পাঠানোর মেসেজ, কল এবং ই-মেইল আসতে পারে। এগুলো দেখলেই বুঝবেন, আপনি প্রতারকের নজরে আছেন। তাই তাদের কাছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইল পাঠাবেন না। 

চাকরি কেলেঙ্কারি
আপনি একটি স্টার্টআপে বেশ ভালো বেতনে চাকরি পেয়েছেন। কিন্তু তার জন্য আপনাকে নির্দিষ্ট একটি ফি দিয়ে ফরম পূরণ করতে হবে। এ রকম মেইল, কল বা মেসেজ পেলে বুঝবেন, আপনি প্রতারণার মুখোমুখি হয়েছেন। এদের এড়িয়ে চলুন। নইলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিন।

অনলাইনের ভালো দিক যেমন আছে, তেমনি আছে অন্ধকার দিকও। সে বিষয়ে সতর্ক থাকুন। কোথাও নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে ভেবে দেখুন। না হলে প্রতারণার শিকার হতে পারেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত