Ajker Patrika

হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য নতুন ভয়েস চ্যাট

অনলাইন ডেস্ক
হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য নতুন ভয়েস চ্যাট

হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য নতুন ভয়েস চ্যাট এল। এই ফিচার চালুর ফলে গ্রুপের সদস্যদের কাছে হুট করে কল চলে যাবে না। ভয়েস চ্যাট ফিচারটি চালু করলে গ্রুপের অন্য সদস্যদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই নোটিফিকেশন পাওয়ার পর গ্রুপের সদস্যরা নিজেদের ইচ্ছানুযায়ী এই ভয়েস চ্যাটে অংশ নিতে পারবে।

এক্স (টুইটার) প্ল্যাটফর্মে নতুন ফিচার আনার ঘোষণা দেয় হোয়াটসঅ্যাপ। ভয়েস চ্যাটে অংশ নিলেও গ্রুপ চ্যাটে মেসেজিং করা যাবে। কোনো গ্রুপে এই ফিচার চালু হলে ভয়েস কলের পরিবর্তে ভয়েস চ্যাটের অপশন দেখা যাবে।

ভয়েস চ্যাটে ৩৩ থেকে ১২৮ জন অংশগ্রহণ করতে পারবে। ভয়েস চ্যাটের জন্য প্ল্যাটফর্মটিতে ‘চ্যাট–বাবল’ অপশন দেওয়া হয়েছে। এই চ্যাট বাবলের মাধ্যমেও গ্রুপের সদস্যরা যুক্ত হতে পারবে।

ভয়েস চ্যাটে অংশগ্রহণ না করলেও মেম্বাররা অংশগ্রহণকারীর প্রোফাইল চ্যাট হেড ও কল ট্যাবে দেখতে পারবে। ভয়েস কলের মতো এই ফিচার এন্ড টু এন্ড এনক্রিপটেড।

এখন হোয়াটসঅ্যাপে ৩২ জন একই কলে যুক্ত হতে পারে। এই সপ্তাহ থেকে আইওএস ও অ্যান্ড্রয়েডে ফিচারটি ছাড়া হবে।

এ ছাড়া পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লক করার চ্যাট থ্রেডস লুকানোর ফিচারও গত মাসে যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। চ্যাট ট্যাবের সার্চ বারে গোপন কোড টাইপ করলে চ্যাট লক ফিচারের মাধ্যমে লুকানো চ্যাট থ্রেডসগুলো গ্রাহকেরা দেখতে পারবে। সেটিংস থেকে এই ফিচার চালু করতে হবে। চ্যাট লক সেটিংসে টগল বাটন রয়েছে। টগল বাটনের মাধ্যমে ফিচারটি চালু বা বন্ধ করা যাবে। অন্য কেউ হুট করে দেখে ফেললেও এখন বোঝার উপায় থাকবে না যে কোনো চ্যাট লুকানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত