৭০ কোটি মার্কিন ডলারে ইসরায়েলি এআই কোম্পানি অধিগ্রহণ করল এনভিডিয়া

অনলাইন ডেস্ক
আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ১৫: ২১
Thumbnail image
এআই গ্রাফিকস প্রসেসর বা চিপের বাজারে আধিপত্য বিস্তার করছে এনভিডিয়া। ছবি: এনভিডিয়া

ইসরায়েলি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ‘রান: এআই’কে কিনে নিয়েছে যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা এনভিডিয়া। কয়েক মাস ধরে চলা নিয়ন্ত্রক সংস্থার তদন্ত শেষে ৭০ কোটি মার্কিন ডলারে এই অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। এআই স্টার্টআপটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত বছরের এপ্রিলে এই চুক্তির ঘোষণা করা হয়। এআই হার্ডওয়্যার ও সফটওয়্যারের বাজারে প্রতিযোগিতা হ্রাস পেতে পারে—এমন উদ্বেগের কারণে এই চুক্তি নিয়ে তদন্ত শুরু হয়। তবে চলতি মাসের শুরুতে ইউরোপীয় কমিশনের কাছ থেকে শর্তহীন অনুমোদন পেয়েছে এই চুক্তি।

ইউরোপীয় কমিশন নিশ্চিত করেছে যে, রান: এআই অধিগ্রহণ বাজারে প্রতিযোগিতা নিয়ে কোনো উদ্বেগ সৃষ্টি করবে না, বরং এর মাধ্যমে প্রতিযোগিতার পথ আরও প্রশস্ত হবে।

এই তদন্তে গ্রাফিকস প্রসেসিং ইউনিট বা জিপিইউর বাজারের ওপর এনভিডিয়ার নিয়ন্ত্রণ আরও জোরদার করতে পারে কি না—এমন বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থাটি।

এআই গ্রাফিকস প্রসেসর বা চিপের বাজারে আধিপত্য বিস্তার করছে এনভিডিয়া। এই বাজারের প্রায় ৮০ শতাংশ এই কোম্পানির অধীনে।

সম্প্রতি টেক জায়ান্টদের বিভিন্ন দেশের স্টার্ট-আপ কেনার বিষয়ে তদন্তের পরিসর বাড়িয়েছে আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের উভয় প্রান্তের নিয়ন্ত্রক সংস্থা।

এদিকে এক ব্লগ পোস্টে রান: এআই বলেছে, নিজেদের সফটওয়্যারকে ওপেন সোর্স হিসেবে তৈরির পরিকল্পনা করছে তারা।

কোম্পানিটি বলে, ‘রান: এআই বর্তমানে শুধু এনভিডিয়া জিপিইউ সমর্থন করলেও সফটওয়্যার ওপেন-সোর্স করার মাধ্যমে এটি এআই ইকোসিস্টেমের জন্য আরও বিস্তৃত হবে।’

এ ছাড়া, গত বছরের আগস্ট মাসে পলিটিকো এক প্রতিবেদনে বলেছিল, এই চুক্তি নিয়ে তদন্ত শুরু করছে মার্কিন বিচার বিভাগও।

প্রযুক্তি জায়ান্টদের স্টার্টআপ অধিগ্রহণের বিরুদ্ধে প্রতিযোগিতার উদ্বেগের কারণে সাম্প্রতিক সময়ে তদন্ত কার্যক্রম আরও কঠোর করেছে উভয় প্রান্তের নিয়ন্ত্রক সংস্থাগুলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত