অনলাইন ডেস্ক
ইসরায়েলি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ‘রান: এআই’কে কিনে নিয়েছে যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা এনভিডিয়া। কয়েক মাস ধরে চলা নিয়ন্ত্রক সংস্থার তদন্ত শেষে ৭০ কোটি মার্কিন ডলারে এই অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। এআই স্টার্টআপটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত বছরের এপ্রিলে এই চুক্তির ঘোষণা করা হয়। এআই হার্ডওয়্যার ও সফটওয়্যারের বাজারে প্রতিযোগিতা হ্রাস পেতে পারে—এমন উদ্বেগের কারণে এই চুক্তি নিয়ে তদন্ত শুরু হয়। তবে চলতি মাসের শুরুতে ইউরোপীয় কমিশনের কাছ থেকে শর্তহীন অনুমোদন পেয়েছে এই চুক্তি।
ইউরোপীয় কমিশন নিশ্চিত করেছে যে, রান: এআই অধিগ্রহণ বাজারে প্রতিযোগিতা নিয়ে কোনো উদ্বেগ সৃষ্টি করবে না, বরং এর মাধ্যমে প্রতিযোগিতার পথ আরও প্রশস্ত হবে।
এই তদন্তে গ্রাফিকস প্রসেসিং ইউনিট বা জিপিইউর বাজারের ওপর এনভিডিয়ার নিয়ন্ত্রণ আরও জোরদার করতে পারে কি না—এমন বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থাটি।
এআই গ্রাফিকস প্রসেসর বা চিপের বাজারে আধিপত্য বিস্তার করছে এনভিডিয়া। এই বাজারের প্রায় ৮০ শতাংশ এই কোম্পানির অধীনে।
সম্প্রতি টেক জায়ান্টদের বিভিন্ন দেশের স্টার্ট-আপ কেনার বিষয়ে তদন্তের পরিসর বাড়িয়েছে আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের উভয় প্রান্তের নিয়ন্ত্রক সংস্থা।
এদিকে এক ব্লগ পোস্টে রান: এআই বলেছে, নিজেদের সফটওয়্যারকে ওপেন সোর্স হিসেবে তৈরির পরিকল্পনা করছে তারা।
কোম্পানিটি বলে, ‘রান: এআই বর্তমানে শুধু এনভিডিয়া জিপিইউ সমর্থন করলেও সফটওয়্যার ওপেন-সোর্স করার মাধ্যমে এটি এআই ইকোসিস্টেমের জন্য আরও বিস্তৃত হবে।’
এ ছাড়া, গত বছরের আগস্ট মাসে পলিটিকো এক প্রতিবেদনে বলেছিল, এই চুক্তি নিয়ে তদন্ত শুরু করছে মার্কিন বিচার বিভাগও।
প্রযুক্তি জায়ান্টদের স্টার্টআপ অধিগ্রহণের বিরুদ্ধে প্রতিযোগিতার উদ্বেগের কারণে সাম্প্রতিক সময়ে তদন্ত কার্যক্রম আরও কঠোর করেছে উভয় প্রান্তের নিয়ন্ত্রক সংস্থাগুলো।
ইসরায়েলি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ‘রান: এআই’কে কিনে নিয়েছে যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা এনভিডিয়া। কয়েক মাস ধরে চলা নিয়ন্ত্রক সংস্থার তদন্ত শেষে ৭০ কোটি মার্কিন ডলারে এই অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। এআই স্টার্টআপটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত বছরের এপ্রিলে এই চুক্তির ঘোষণা করা হয়। এআই হার্ডওয়্যার ও সফটওয়্যারের বাজারে প্রতিযোগিতা হ্রাস পেতে পারে—এমন উদ্বেগের কারণে এই চুক্তি নিয়ে তদন্ত শুরু হয়। তবে চলতি মাসের শুরুতে ইউরোপীয় কমিশনের কাছ থেকে শর্তহীন অনুমোদন পেয়েছে এই চুক্তি।
ইউরোপীয় কমিশন নিশ্চিত করেছে যে, রান: এআই অধিগ্রহণ বাজারে প্রতিযোগিতা নিয়ে কোনো উদ্বেগ সৃষ্টি করবে না, বরং এর মাধ্যমে প্রতিযোগিতার পথ আরও প্রশস্ত হবে।
এই তদন্তে গ্রাফিকস প্রসেসিং ইউনিট বা জিপিইউর বাজারের ওপর এনভিডিয়ার নিয়ন্ত্রণ আরও জোরদার করতে পারে কি না—এমন বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থাটি।
এআই গ্রাফিকস প্রসেসর বা চিপের বাজারে আধিপত্য বিস্তার করছে এনভিডিয়া। এই বাজারের প্রায় ৮০ শতাংশ এই কোম্পানির অধীনে।
সম্প্রতি টেক জায়ান্টদের বিভিন্ন দেশের স্টার্ট-আপ কেনার বিষয়ে তদন্তের পরিসর বাড়িয়েছে আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের উভয় প্রান্তের নিয়ন্ত্রক সংস্থা।
এদিকে এক ব্লগ পোস্টে রান: এআই বলেছে, নিজেদের সফটওয়্যারকে ওপেন সোর্স হিসেবে তৈরির পরিকল্পনা করছে তারা।
কোম্পানিটি বলে, ‘রান: এআই বর্তমানে শুধু এনভিডিয়া জিপিইউ সমর্থন করলেও সফটওয়্যার ওপেন-সোর্স করার মাধ্যমে এটি এআই ইকোসিস্টেমের জন্য আরও বিস্তৃত হবে।’
এ ছাড়া, গত বছরের আগস্ট মাসে পলিটিকো এক প্রতিবেদনে বলেছিল, এই চুক্তি নিয়ে তদন্ত শুরু করছে মার্কিন বিচার বিভাগও।
প্রযুক্তি জায়ান্টদের স্টার্টআপ অধিগ্রহণের বিরুদ্ধে প্রতিযোগিতার উদ্বেগের কারণে সাম্প্রতিক সময়ে তদন্ত কার্যক্রম আরও কঠোর করেছে উভয় প্রান্তের নিয়ন্ত্রক সংস্থাগুলো।
চলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
২ ঘণ্টা আগেজো বাইডেনের প্রশাসন হস্তক্ষেপ না করলে যুক্তরাষ্ট্রের কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে টিকটক। কিন্তু কোনোভাবেই এটি বিক্রি করা হবে না বলে জানিয়ে দিয়ে চীনের মালিকানাধীন এই ভিডিও শেয়ারিং অ্যাপ। যুক্তরাষ্ট্রে ব্যবসা বিক্রি অথবা বন্ধের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে টিকটকের করা আপিল গতকাল শুক্রবার সুপ্
৩ ঘণ্টা আগেহ্যাকাররা ভুয়া ই–মেইলে নিজেদের মার্কিন সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়। ই–মেইলে একটি কিউআর কোড দেওয়া হয়। এটি স্ক্যান করলে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার প্রস্তাব দেয়। তবে, এটি আসলে একটি হ্যাকিং কৌশল।রাশিয়া, হ্যাকার, হোয়াটসঅ্যাপ, মাইক্রোসফট
১২ ঘণ্টা আগেএকজন ব্যক্তির রুচি প্রকাশ পেতে পারে ফেসবুক প্রোফাইলের মাধ্যমে। তাই অনেকেই প্রোফাইলটি সুন্দর করে গুছিয়ে রাখতে বেশ মনোযোগ দেয়। এ ক্ষেত্রে ফেসবুকও প্রতিনিয়ত বিভিন্ন ফিচার যুক্ত করে ব্যবহারকারীদের প্রোফাইলগুলো আরও আকর্ষণীয় করতে তুলতে সাহায্য করে। এর মধ্যে ফেসবুক প্রোফাইলে মিউজিক বা গান যোগ করা একটি ফিচা
২০ ঘণ্টা আগে