অনলাইন ডেস্ক
‘এআই সুপারপাওয়ার’ খ্যাতি পাওয়া চিপ প্রস্তুতকারক কোম্পানি এনভিডিয়া ও আইফোন নির্মাতা ফক্সকন যৌথভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারখানা গড়ার ঘোষণা দিয়েছে। নতুন ধরনের এই ডেটা সেন্টারে এআইভিত্তিক প্রযুক্তির বিকাশে এনভিডিয়ার চিপ ব্যবহার করা হবে। বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
এনভিডিয়ার চিপ ব্যবহার কর স্বয়ংক্রিয় গাড়ির প্রশিক্ষণ, রোবটিক্স প্ল্যাটফর্ম ও লার্জ ল্যাংগুয়েজ মডেলের বিকাশ ঘটনানো হবে। চীনে চিপ রপ্তানিতে যুক্তরাষ্ট্রের নতুন বিধিনিষেধের পরপরই দুই কোম্পানির এই যৌথ উদ্যোগের ঘোষণা এল।
এনভিডিয়া বলছে, চীনের বাজারে জন্য তৈরি উন্নত মানের এ৮০০ ও এইচ ৮০০ এআই চিপ দুটির রপ্তানিতে বিধিনিষেধ দিয়েছে যুক্তরাষ্ট্র। তাইওয়ানের রাজধানী তাইপেতে গত বুধবার ফক্সকনের বার্ষিক প্রযুক্তি প্রদর্শন অনুষ্ঠানে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং ও ফক্সকনের চেয়ারম্যান ইয়াং লিউ এসব তথ্য প্রকাশ করেন।
লিউ বলেন, তার কোম্পানি প্রযুক্তি পণ্য উৎপাদন থেকে সরে এসে আস্তে আস্তে সফটওয়ার সলিউশন্স প্ল্যাটফর্ম সমাধানের কোম্পানিতে পরিণত হবে।
এআই অ্যাপের জন্য উন্নত মানের চিপ তৈরি করে এনভিডিয়ার শেয়ারের দর তিনগুণ বেড়েছে। এর ফলে পুঁজিবাজারে এই কোম্পানির বাজার মূলধন বেড়ে এক লক্ষ কোটি ডলারে উঠেছে। অ্যাপল, মাইক্রোসফট, অ্যালফাবেট ও অ্যামাজনের সঙ্গে পঞ্চম কোম্পানি হিসেবে ‘ট্রিলিয়ন ডলার ক্লাবে’ ঢুকল এনভিডিয়া।
এদিকে অ্যাপলের অর্ধেক পণ্য উৎপাদন করে ফক্সকন। এখন ব্যবসায়িক পরিধি বাড়ানো এবং ডেস্কটপ কম্পিউটার ও স্মার্টফোনের ক্ষেত্রে সাফল্য অর্জনের চেষ্টা করছে এই কোম্পানি।
লিউ বলেন, আগামী দশকে ইলেকট্রিক গাড়ি (ইভি) কোম্পানির অর্জন বাড়াতে সাহায্য করবে।
স্বয়ংক্রিয় গাড়ি বিকাশে অংশীদারত্ব চুক্তি করেছে ফক্সকন ও এনভিডিয়া। এর আওতায়, এনভিডিয়ার চিপের ওপর ভিত্তি করে গাড়ির ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট উৎপাদন করবে ফক্সকন।
‘এআই সুপারপাওয়ার’ খ্যাতি পাওয়া চিপ প্রস্তুতকারক কোম্পানি এনভিডিয়া ও আইফোন নির্মাতা ফক্সকন যৌথভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারখানা গড়ার ঘোষণা দিয়েছে। নতুন ধরনের এই ডেটা সেন্টারে এআইভিত্তিক প্রযুক্তির বিকাশে এনভিডিয়ার চিপ ব্যবহার করা হবে। বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
এনভিডিয়ার চিপ ব্যবহার কর স্বয়ংক্রিয় গাড়ির প্রশিক্ষণ, রোবটিক্স প্ল্যাটফর্ম ও লার্জ ল্যাংগুয়েজ মডেলের বিকাশ ঘটনানো হবে। চীনে চিপ রপ্তানিতে যুক্তরাষ্ট্রের নতুন বিধিনিষেধের পরপরই দুই কোম্পানির এই যৌথ উদ্যোগের ঘোষণা এল।
এনভিডিয়া বলছে, চীনের বাজারে জন্য তৈরি উন্নত মানের এ৮০০ ও এইচ ৮০০ এআই চিপ দুটির রপ্তানিতে বিধিনিষেধ দিয়েছে যুক্তরাষ্ট্র। তাইওয়ানের রাজধানী তাইপেতে গত বুধবার ফক্সকনের বার্ষিক প্রযুক্তি প্রদর্শন অনুষ্ঠানে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং ও ফক্সকনের চেয়ারম্যান ইয়াং লিউ এসব তথ্য প্রকাশ করেন।
লিউ বলেন, তার কোম্পানি প্রযুক্তি পণ্য উৎপাদন থেকে সরে এসে আস্তে আস্তে সফটওয়ার সলিউশন্স প্ল্যাটফর্ম সমাধানের কোম্পানিতে পরিণত হবে।
এআই অ্যাপের জন্য উন্নত মানের চিপ তৈরি করে এনভিডিয়ার শেয়ারের দর তিনগুণ বেড়েছে। এর ফলে পুঁজিবাজারে এই কোম্পানির বাজার মূলধন বেড়ে এক লক্ষ কোটি ডলারে উঠেছে। অ্যাপল, মাইক্রোসফট, অ্যালফাবেট ও অ্যামাজনের সঙ্গে পঞ্চম কোম্পানি হিসেবে ‘ট্রিলিয়ন ডলার ক্লাবে’ ঢুকল এনভিডিয়া।
এদিকে অ্যাপলের অর্ধেক পণ্য উৎপাদন করে ফক্সকন। এখন ব্যবসায়িক পরিধি বাড়ানো এবং ডেস্কটপ কম্পিউটার ও স্মার্টফোনের ক্ষেত্রে সাফল্য অর্জনের চেষ্টা করছে এই কোম্পানি।
লিউ বলেন, আগামী দশকে ইলেকট্রিক গাড়ি (ইভি) কোম্পানির অর্জন বাড়াতে সাহায্য করবে।
স্বয়ংক্রিয় গাড়ি বিকাশে অংশীদারত্ব চুক্তি করেছে ফক্সকন ও এনভিডিয়া। এর আওতায়, এনভিডিয়ার চিপের ওপর ভিত্তি করে গাড়ির ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট উৎপাদন করবে ফক্সকন।
চীনের সবচেয়ে ধনী ব্যক্তি এখন টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইয়িমিং। দেশটির ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। এই তালিকায় ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বা ৪ হাজার ৯৩০ কোটি ডলার সম্পদ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন ঝ্যাং। ২০২৩ সালের তুলনায় তা
১৯ ঘণ্টা আগেগুগলের নতুন কোডগুলোর প্রায় এক–চতুর্থাংশের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। গত মঙ্গলবার কোম্পানিটির ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের সময় এসব তথ্য জানায় সিইও সুন্দর পিচাই।
২১ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমগুলোর জন্য ব্রডকম ও টিএসএমসি–এর সহযোগিতায় নিজস্ব চিপ তৈরি করছে ওপেনএআই। এর পাশাপাশি অবকাঠামোগত চাহিদা পূরণের জন্য এনভিডিয়া ও এএমডি–এর চিপগুলোও ব্যবহার করছে কোম্পানিটি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
১ দিন আগেমেটা, টিকটক ও কোয়াইয় নামের চীনের শর্ট ভিডিও প্ল্যাটফর্মের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে ব্রাজিলের ভোক্তা অধিকার গ্রুপ কালেকটিভ ডিফেন্স ইনস্টিটিউট। মামলার অভিযোগ বলা হয়, কোম্পানিগুলো অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। তাই মামলায় ৩ বিলিয়ন রেইস বা প্রায় ৫২৫ মি
১ দিন আগে