Ajker Patrika

টেলিগ্রামের সিইওর বিরুদ্ধে তদন্ত শুরু, ফ্রান্স ছাড়তে নিষেধাজ্ঞা 

টেলিগ্রামের সিইওর বিরুদ্ধে তদন্ত শুরু, ফ্রান্স ছাড়তে নিষেধাজ্ঞা 

বার্তা আদান-প্রদানের জনপ্রিয় মাধ্যম টেলিগ্রামের সিইও পাভেল দুরভের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ম্যাসেজ অ্যাপ সংক্রান্ত বেশ কিছু আইন লঙ্ঘনের অভিযোগে গতকাল বুধবার (২৮ আগস্ট) তাঁর বিরুদ্ধে এই অভিযোগ গঠন হয়। এরই মধ্যে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে এবং পাশাপাশি চার দিনের গ্রেপ্তার অবস্থা শেষে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। তবে শর্ত হলো, তিনি নিয়মিত সংশ্লিষ্ট পুলিশ স্টেশনে হাজিরা দেবেন এবং ফ্রান্স ছেড়ে যাবেন না। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

খবরে বলা হয়েছে, দুরভের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। তবে তিনি এখন পুলিশি হেফাজতে নেই। কর্তৃপক্ষ মনে করছে, তার বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ আছে, তাই তাঁকে বিচারবিভাগীয় তত্ত্বাবধানে রাখা হয়েছে। বিচারকেরা তাঁর বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ জারি করেছেন। 

দুরভ রাশিয়া ও ফ্রান্সের নাগরিক। কর্তৃপক্ষ তাঁকে জামিনের জন্য ৫০ লাখ ইউরো জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এবং সপ্তাহে দুইবার তাকে থানায় হাজিরা দিতে হবে। দুরভকে বুধবার পুলিশ হেফাজত থেকে মুক্তি দিয়ে আদালতে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। 

কর্তৃপক্ষের সন্দেহ, দুরভ তার বিরুদ্ধে আনা অপরাধমূলক কাজকর্ম নিয়ে কর্তৃপক্ষকে সম্পূর্ণ সহযোগিতা করছেন না। তার বিরুদ্ধে ম্যাসেজিং অ্যাপের মাধ্যমে অপরাধমূলক কাজ করার অভিযোগ আছে। 

দুরভের আইনজীবী ডেভিড অলিভিয়ার কামিনস্কি ফরাসি সংবাদমাধ্যমকে বলেছেন, একটি সামাজিক নেটওয়ার্কের দায়িত্বে থাকা মানুষের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ অবিশ্বাস্য। কারণ, এই ধরনের কাজের সঙ্গে তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত নন। সরকারি আইনজীবীরা জানিয়েছেন, এই পর্যায়ে দুরভ হলেন এই মামলায় একমাত্র জড়িত ব্যক্তি। 

৩৯ বছর বয়সী দুরভকে প্যারিস বিমানবন্দর থেকে গত শনিবার গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, টেলিগ্রাম মাদক পাচার, জালিয়াতি, বাচ্চাদের বিরুদ্ধে অপরাধের সঙ্গে জড়িত। গ্রেপ্তারের পর তাকে ৯৬ ঘণ্টার পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। ফরাসি আইন অনুসারে কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করার আগে সর্বোচ্চ ৯৬ ঘণ্টা পুলিশি হেফাজতে রাখা যায়। 

দুরভকে গ্রেপ্তার করার পর রাশিয়ার সরকারি কর্মকর্তারা বলেন, এটা রাজনৈতিক দিক থেকে উদ্দেশ্যপ্রণোদিত। এই ঘটনা মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে পশ্চিমা দেশগুলির দ্বিচারিতাও সামনে নিয়ে এসেছে বলে তারা অভিযোগ করেছিলেন। 

ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁ বলেছেন, ‘দুরভের গ্রেপ্তারি কোনো রাজনৈতিক কারণে হয়নি, এটা স্বাধীন তদন্তের অংশ।’  

ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশনের সাইবার সিকিউরিটির ডিরেক্টর ইভা গালপেরিন জানিয়েছেন, এই গ্রেপ্তারি মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত কিনা, তা বলার অবস্থা এখনো আসেনি। টেলিগ্রামের বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে। তবে কেউই নির্দিষ্ট করে কোনো অভিযোগ করেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

মেসিকে ১৫ কোটি টাকার ঘড়ি উপহার দিলেন আম্বানি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ