নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশে যাত্রা করেছে অন-ডিমান্ড ডেলিভারি প্ল্যাটফর্ম লালামুভ। এর মাধ্যমে বিশ্বের ১১ তম বাজারে প্রবেশ করল প্রতিষ্ঠানটি। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে লালামুভ জানিয়েছে, চালকদের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে চার ধরনের ডেলিভারি সুবিধা প্রদান করবে তারা। এর মধ্যে আছে বর্তমানে সেবা প্রদান করছে এমন মোটরসাইকেল, কার ও ১-টন ট্রাক। শিগগিরই এর সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা যুক্ত হবে।
২০১৩ সালে হংকংয়ে যাত্রা করে লালামুভ। বর্তমানে এশিয়া ও লাতিন আমেরিকার ৩০ টিরও বেশি শহরে কাজ করছে তারা। লালামুভের প্রযুক্তি-চালিত কাঠামো এবং তাৎক্ষণিক, নির্ভরযোগ্য, সহজ ও সাশ্রয়ী ডেলিভারি ব্যবস্থা বাংলাদেশের লজিস্টিকস ইকোসিস্টেমে অবদান রাখতে প্রস্তুত বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশে যাত্রা উপলক্ষে লালামুভ-এর প্রধান পরিচালন কর্মকর্তা পল লু বলেন, ‘অক্টোবরে আমাদের নবম প্রতিষ্ঠাবার্ষিকী আসছে। একে সামনে রেখে বাংলাদেশের বাজারে প্রবেশ করতে পেরে আমরা আনন্দিত। আমাদের প্রযুক্তি-চালিত, অন-ডিমান্ড ডেলিভারি সার্ভিস বিভিন্ন ব্যবসার কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধিতে অবদান রাখছে।’
পল লু বলেন, ‘বর্তমানে এশিয়া ও লাতিন আমেরিকার ৩০টি শহরে লালামুভের ১ কোটি ব্যবহারকারী রয়েছে। গত দুই বছরে প্ল্যাটফর্মের ব্যবহারকারীর সংখ্যা ১৬০ শতাংশ বেড়েছে।’
বাংলাদেশের বাজার সম্পর্কে পল লু বলেন, ‘বাংলাদেশে প্রবৃদ্ধির সুযোগ ও সম্ভাবনা বেশ আশাব্যঞ্জক। দেশীয় ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলো এ দেশের অর্থনীতির মেরুদণ্ড। দেশটির চমৎকার অর্থনৈতিক প্রবৃদ্ধি এসব ব্যবসার জন্য প্রচুর সুযোগ সৃষ্টি করছে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সহায়তা করা আমাদের লক্ষ্য। পাশাপাশি বিশ্বজুড়ে বিভিন্ন ব্যবসার ক্ষমতায়নের অভিজ্ঞতাও আমাদের আছে। এর মাধ্যমে আমরা এই অঞ্চলে আমাদের সাফল্যের পুনরাবৃত্তি ঘটাতে চাই।’
লালামুভ প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন পণ্য ডেলিভারির জন্য অর্ডার করতে পারবেন। মোটরসাইকেলের মাধ্যমে ডেলিভারির জন্য খরচ শুরু হবে ৪৭ টাকা থেকে। সিএনজিচালিত অটোরিকশার জন্য ন্যূনতম ব্যয় হবে ৫৫ টাকা। ঢাকা শহর, নারায়ণগঞ্জ ও টঙ্গী এলাকাজুড়ে ডেলিভারি সেবা দেওয়া হবে। বাংলাদেশের আগ্রহী গ্রাহকেরা লালামুভ অ্যাপটি ডাউনলোড করতে পারবেন গুগল প্লে স্টোর এবং হুয়াওয়ে অ্যাপ গ্যালারি থেকে।
বাংলাদেশে যাত্রা করেছে অন-ডিমান্ড ডেলিভারি প্ল্যাটফর্ম লালামুভ। এর মাধ্যমে বিশ্বের ১১ তম বাজারে প্রবেশ করল প্রতিষ্ঠানটি। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে লালামুভ জানিয়েছে, চালকদের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে চার ধরনের ডেলিভারি সুবিধা প্রদান করবে তারা। এর মধ্যে আছে বর্তমানে সেবা প্রদান করছে এমন মোটরসাইকেল, কার ও ১-টন ট্রাক। শিগগিরই এর সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা যুক্ত হবে।
২০১৩ সালে হংকংয়ে যাত্রা করে লালামুভ। বর্তমানে এশিয়া ও লাতিন আমেরিকার ৩০ টিরও বেশি শহরে কাজ করছে তারা। লালামুভের প্রযুক্তি-চালিত কাঠামো এবং তাৎক্ষণিক, নির্ভরযোগ্য, সহজ ও সাশ্রয়ী ডেলিভারি ব্যবস্থা বাংলাদেশের লজিস্টিকস ইকোসিস্টেমে অবদান রাখতে প্রস্তুত বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশে যাত্রা উপলক্ষে লালামুভ-এর প্রধান পরিচালন কর্মকর্তা পল লু বলেন, ‘অক্টোবরে আমাদের নবম প্রতিষ্ঠাবার্ষিকী আসছে। একে সামনে রেখে বাংলাদেশের বাজারে প্রবেশ করতে পেরে আমরা আনন্দিত। আমাদের প্রযুক্তি-চালিত, অন-ডিমান্ড ডেলিভারি সার্ভিস বিভিন্ন ব্যবসার কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধিতে অবদান রাখছে।’
পল লু বলেন, ‘বর্তমানে এশিয়া ও লাতিন আমেরিকার ৩০টি শহরে লালামুভের ১ কোটি ব্যবহারকারী রয়েছে। গত দুই বছরে প্ল্যাটফর্মের ব্যবহারকারীর সংখ্যা ১৬০ শতাংশ বেড়েছে।’
বাংলাদেশের বাজার সম্পর্কে পল লু বলেন, ‘বাংলাদেশে প্রবৃদ্ধির সুযোগ ও সম্ভাবনা বেশ আশাব্যঞ্জক। দেশীয় ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলো এ দেশের অর্থনীতির মেরুদণ্ড। দেশটির চমৎকার অর্থনৈতিক প্রবৃদ্ধি এসব ব্যবসার জন্য প্রচুর সুযোগ সৃষ্টি করছে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সহায়তা করা আমাদের লক্ষ্য। পাশাপাশি বিশ্বজুড়ে বিভিন্ন ব্যবসার ক্ষমতায়নের অভিজ্ঞতাও আমাদের আছে। এর মাধ্যমে আমরা এই অঞ্চলে আমাদের সাফল্যের পুনরাবৃত্তি ঘটাতে চাই।’
লালামুভ প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন পণ্য ডেলিভারির জন্য অর্ডার করতে পারবেন। মোটরসাইকেলের মাধ্যমে ডেলিভারির জন্য খরচ শুরু হবে ৪৭ টাকা থেকে। সিএনজিচালিত অটোরিকশার জন্য ন্যূনতম ব্যয় হবে ৫৫ টাকা। ঢাকা শহর, নারায়ণগঞ্জ ও টঙ্গী এলাকাজুড়ে ডেলিভারি সেবা দেওয়া হবে। বাংলাদেশের আগ্রহী গ্রাহকেরা লালামুভ অ্যাপটি ডাউনলোড করতে পারবেন গুগল প্লে স্টোর এবং হুয়াওয়ে অ্যাপ গ্যালারি থেকে।
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
১৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
২ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
২ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
২ দিন আগে