সার্ফেস কম্পিউটারে মাইক্রোসফটের ৬ বছরের ফার্মওয়্যার আপডেট

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ১৮: ৩০

সার্ফেস কম্পিউটারে ছয় বছরের ড্রাইভার ও ফার্মওয়্যার আপডেট দেবে মাইক্রোসফট। তবে আগামী ১ জানুয়ারি থেকে রপ্তানি হওয়া সার্ফেস কম্পিউটারগুলো শুধুমাত্র এই সুবিধার আওতায় আসবে। এর আগে কম্পিউটারগুলো ৪ বছরের আপডেট পেত। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়। 

যেসব সার্ফেস কম্পিউটার এই ৬ বছরের আপডেট পাবে, তার তালিকা মাইক্রোসফটের অফিশিয়াল ওয়েবসাইটের সাপোর্ট পেজে প্রকাশ করা হয়েছে। সেগুলো হল–

সার্ফেস প্রো ৭ প্লাস
সার্ফেস ল্যাপটপ ৪ 
সার্ফেস প্রো ৮ 
সার্ফেস ল্যাপটপ স্টুডিও
সার্ফেস গো ৩ 
সার্ফেস প্রো এক্স ওয়াইফাই 
সার্ফেস ল্যাপটপ এসই 
সার্ফেস ল্যাপটপ গো ২ থেকে সার্ফেস ল্যাপটপ গো ৪ পর্যন্ত 
সার্ফেস ল্যাপটপ ৫ 
সার্ফেস প্রো ৯ 
সার্ফেস স্টুডিও ২ প্লাস
সার্ফেস ল্যাপটপ স্টুডিও ২ 

ক্রোমবুক ১০ বছর সফটওয়্যার পাবে বলে সম্প্রতি ঘোষণা দেয় গুগল। কম্পিউটার ছাড়া ফোনগুলোতেও সফটওয়্যার সমর্থন বাড়ানো হচ্ছে। গুগল পিক্সেল ৮ সিরিজ সাত বছর পর্যন্ত সফটওয়্যার সমর্থন পাবে।

গত সপ্তাহে উইন্ডোজ ১১-এর নতুন আপডেটের সঙ্গে চ্যাটবটযুক্ত করল মাইক্রোসফট। কো–পাইলটের নামের চ্যাটবটটি এই অপারেটিং সিস্টেমে নতুন সংযোজন। এছাড়া ক্লিপচ্যাম্পে (ভিডিও এডিটিং টুল) অটো কম্পোজ ফিচার, উইন্ডোজ ন্যারেটরের জন্য নতুন নতুন ভাষা, ইন্সট্যান্ট গেমস, স্ক্রিনশট থেকে টেক্সট কপি করার সুবিধা ও এআইভিত্তিক মাইক্রোসফট পেইন্ট পাবে উইন্ডোজের নতুন আপডেট। 

গত সেপ্টেম্বরে কোম্পানিটির উইন্ডোজ ও সার্ফেস চিফ মাইক্রোসফট ছেড়ে আমাজনে যোগ দিয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত