অনলাইন ডেস্ক
ইনস্টাগ্রামে স্টোরি কোনো কিছু পোস্ট করলে তা ২৪ ঘণ্টা পর্যন্ত দেখা যায়। এরপর মেইন ফিড থেকে স্টোরিটি মুছে যায়। তবে স্টোরিটি একেবারে ইনস্টাগ্রাম থেকে হারিয়ে যায় না। এটি ইনস্টাগ্রামের আর্কাইভে সেভ হয়ে থাকে। আর্কাইভ থেকে স্টোরিটি দেখা যায় ও পুনরায় শেয়ারও করা যায়।
স্টোরি আর্কাইভ যেভাবে দেখবেন
১. ইনস্টাগ্রামের প্রোফাইল পেজে প্রবেশ করুন।
২. স্ক্রিনের ওপরের ডান দিকে তিনটি অনুভূমিক লাইনে ট্যাপ করুন।
৩. নিচের দিকে স্ক্রল করে আর্কাইভ অপশনটি নির্বাচন করুন।
৪. আর্কাইভ থেকে ইনস্টাগ্রাম পোস্ট, লাইভ ও স্টোরির আর্কাইভ দেখা যাবে।
৫. স্টোরি আর্কাইভ অপশনে ট্যাপ করুন।
স্টোরি পুনরায় শেয়ার করবেন যেভাবে
১. আর্কাইভ অপশন থেকে যে কোনো একটি স্টোরিতে ট্যাপ করুন।
২. আর্কাইভ স্টোরির নিচের দিকে কিছু অপশন দেখা যাবে। এসব অপশন থেকে শেয়ার বাটনটিতে ট্যাপ করুন।
৩. এরপর শেয়ার নতুন পেজ দেখা যাবে। এই পেজের নিচের দিকে ‘ইউওর স্টোরি’ অপশনটি নির্বাচন করুন। স্টোরিটি শুধু কাছের বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারবেন। এ জন্য ‘ক্লোজড ফ্রেন্ডস’ অপশনে ট্যাপ করুন। এ ছাড়া স্টোরি শেয়ার করার পর হাইলাইট অপশনে ট্যাপ করে স্টোরিটিকে হাইলাইটও করতে পারবেন।
ব্যবহারকারীর সব স্টোরিই স্বয়ংক্রিয়ভাবে আর্কাইভ করে ইনস্টাগ্রাম। তবে ফিচারটি সেটিংস থেকে বন্ধও করা যাবে। স্টোরি আর্কাইভ বন্ধ করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. স্টোরি আর্কাইভ পেজ থেকে ডান দিকে ওপরে থাকা তিনটি ডটে ট্যাপ করুন।
২. ট্যাপের ফলে একটি মেনু দেখা যাবে। মেনু থেকে সেটিংস অপশনটিতে ট্যাপ করুন।
৩. ‘সেভ টু আর্কাইভ’ অপশনের পাশে আর্কাইভ বাটনটি বন্ধ করে দিন।
ইনস্টাগ্রামে স্টোরি কোনো কিছু পোস্ট করলে তা ২৪ ঘণ্টা পর্যন্ত দেখা যায়। এরপর মেইন ফিড থেকে স্টোরিটি মুছে যায়। তবে স্টোরিটি একেবারে ইনস্টাগ্রাম থেকে হারিয়ে যায় না। এটি ইনস্টাগ্রামের আর্কাইভে সেভ হয়ে থাকে। আর্কাইভ থেকে স্টোরিটি দেখা যায় ও পুনরায় শেয়ারও করা যায়।
স্টোরি আর্কাইভ যেভাবে দেখবেন
১. ইনস্টাগ্রামের প্রোফাইল পেজে প্রবেশ করুন।
২. স্ক্রিনের ওপরের ডান দিকে তিনটি অনুভূমিক লাইনে ট্যাপ করুন।
৩. নিচের দিকে স্ক্রল করে আর্কাইভ অপশনটি নির্বাচন করুন।
৪. আর্কাইভ থেকে ইনস্টাগ্রাম পোস্ট, লাইভ ও স্টোরির আর্কাইভ দেখা যাবে।
৫. স্টোরি আর্কাইভ অপশনে ট্যাপ করুন।
স্টোরি পুনরায় শেয়ার করবেন যেভাবে
১. আর্কাইভ অপশন থেকে যে কোনো একটি স্টোরিতে ট্যাপ করুন।
২. আর্কাইভ স্টোরির নিচের দিকে কিছু অপশন দেখা যাবে। এসব অপশন থেকে শেয়ার বাটনটিতে ট্যাপ করুন।
৩. এরপর শেয়ার নতুন পেজ দেখা যাবে। এই পেজের নিচের দিকে ‘ইউওর স্টোরি’ অপশনটি নির্বাচন করুন। স্টোরিটি শুধু কাছের বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারবেন। এ জন্য ‘ক্লোজড ফ্রেন্ডস’ অপশনে ট্যাপ করুন। এ ছাড়া স্টোরি শেয়ার করার পর হাইলাইট অপশনে ট্যাপ করে স্টোরিটিকে হাইলাইটও করতে পারবেন।
ব্যবহারকারীর সব স্টোরিই স্বয়ংক্রিয়ভাবে আর্কাইভ করে ইনস্টাগ্রাম। তবে ফিচারটি সেটিংস থেকে বন্ধও করা যাবে। স্টোরি আর্কাইভ বন্ধ করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. স্টোরি আর্কাইভ পেজ থেকে ডান দিকে ওপরে থাকা তিনটি ডটে ট্যাপ করুন।
২. ট্যাপের ফলে একটি মেনু দেখা যাবে। মেনু থেকে সেটিংস অপশনটিতে ট্যাপ করুন।
৩. ‘সেভ টু আর্কাইভ’ অপশনের পাশে আর্কাইভ বাটনটি বন্ধ করে দিন।
বৈদ্যুতিক গাড়ি বা ইভি চার্জিংয়ের জন্য নতুন ধরনের সোলার পেইন্ট (সূর্যশক্তি শোষণকারী রং) তৈরি করছে জার্মানির গাড়ি প্রস্তুতকারক কোম্পানি মার্সিডিজ-বেঞ্চ। এই বিশেষ রঙটিতে ফোটোভোলটাইক সেল (সোলার প্যানেল) রয়েছে, যা সূর্যালোক শোষণ করে
৮ ঘণ্টা আগেইন্টেল ও এএমডি এর মতো মহাকাশে চিপ পাঠিয়েছে চীনের চিপ প্রস্তুতকারক কোম্পানিটি লুনসন। এটি মহাকাশে পাঠানো ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মগুলোর জন্য কাজ করবে। গত শুক্রবার কোম্পানিটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
৯ ঘণ্টা আগেভুলক্রমে বয়ফ্রেন্ডের ৫৬৯ মিলিয়ন বা ৫৬ কোটি ৯০ লাখ পাউন্ডের মূল্যের বিটকয়েন ‘কী’ ভাগাড়ে ফেলে দিয়েছিলেন এক নারী। এখন বয়ফ্রেন্ড বিটকয়েনগুলো ফিরে পাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। এমনকি বিষয়টি আদালত পর্যন্ত টেনে নেওয়া হচ্ছে।
১০ ঘণ্টা আগেপ্রযুক্তির জগতের অন্যতম পরিচিত নাম চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া এর প্রতিষ্ঠাতা এবং সিইও জেনসেন হুয়াং। তবে শুধু এনভিডিয়ার সাফল্যই তাঁর পুরো জীবনের গল্প নয়, বরং কলেজজীবনের একটি রোমান্টিক ও মজাদার অধ্যায়ও হুয়াংয়ের রয়েছে। যখন ১৭ বছর বয়সী কলেজ ছাত্র হুয়াং তাঁর ১৯ বছরের হবু স্ত্রী লরি হুয়াংয়ের মন জয়...
১১ ঘণ্টা আগে