অনলাইন ডেস্ক
আইনি বাধায় কোনো দেশে চ্যানেল বাধাগ্রস্ত হলে তা ক্রিয়েটদের জানিয়ে দেবে হোয়াটসঅ্যাপ। এজন্য সম্প্রতি চালু হওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যালার্ট বা সতর্কবার্তা যুক্ত করা হচ্ছে। এর সঙ্গে ‘রিপ্লাই’ নামের নতুন একটি ফিচার নিয়েও পরীক্ষা–নিরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ। গ্যাজেটস নাও এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
হোয়াটসঅ্যাপের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাএনফো এক প্রতিবেদনে বলছে, অ্যান্ড্রয়েড ২.২৩. ২০.৯ ভার্সনে চ্যানেল অ্যালার্ট ফিচারটি পাওয়া যাবে। কোন কোন দেশে চ্যানেলের কার্যক্রম বন্ধ করা হয়েছে, তার স্ট্যাটাস ফিচারটির মাধ্যমে জানা যাবে।
প্ল্যাটফর্মটি বলছে, এই পদক্ষেপ নেওয়ার কারণ হল– স্থানীয় আইনের জন্য কিছু অঞ্চলে কিছু চ্যানেল বা কন্টেন্ট দেখা যাবে না। অর্থাৎ ওই দেশগুলোর ফোন নম্বর দিয়ে তৈরি অ্যাকাউন্ট থেকে সেসব চ্যানেল ব্যবহার বা কনটেন্ট দেখা বা ফলো করা যাবে না।
চ্যানেল আপডেটের রিপ্লাই
হোয়াটসঅ্যাপের নতুন ভার্সনে রিপ্লাই ফিচার আনা হবে। প্ল্যাটফর্মটি বলছে, কোম্পানিটি একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে, যার মাধ্যমে ফলোয়াররা চ্যানেলের আপডেটগুলোর রিপ্লাই দিতে পারবে।
ফিচারটির রিপ্লাই ইন্ডিকেটরের সামনে একটি রিঅ্যাকশন বাটন থাকবে। চ্যানেল আপডেটে কতজন রিপ্লাই করেছে তার সংখ্যা এই বাটন প্রকাশ করবে।
চ্যানেলের ফিচারে যেমন নম্বর গোপন রাখা হয়, তেমনি ব্যক্তিগত সুরক্ষার জন্য রিপ্লাইয়ের ক্ষেত্রেও ব্যবহারকারীর নম্বর প্রকাশ করা হবে না।
রিপ্লাই ফিচারের গুরুত্ব কতটুকু
রিপ্লাই ফিচারটি হোয়াটসঅ্যাপ চ্যানেলের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন। ফলোয়ারদের সঙ্গে চ্যানেল ক্রিয়েটদের কোনো বিষয় নিয়ে আলোচনা ও প্রতিক্রিয়া প্রকাশে রিপ্লাই ফিচারটি সুবিধা দেবে।
চ্যানেল ক্রিয়েটরদের ফলোয়ারদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এই ফিচার সুবিধা দেবে। ফিচারগুলোর মাধ্যমে ফলোয়াররা মতামত দিয়ে চ্যানেলের বিভিন্ন বিষয়ের আলাপ–আলোচনায় সক্রিয় অংশগ্রহণ করতে পারবে।
আইনি বাধায় কোনো দেশে চ্যানেল বাধাগ্রস্ত হলে তা ক্রিয়েটদের জানিয়ে দেবে হোয়াটসঅ্যাপ। এজন্য সম্প্রতি চালু হওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যালার্ট বা সতর্কবার্তা যুক্ত করা হচ্ছে। এর সঙ্গে ‘রিপ্লাই’ নামের নতুন একটি ফিচার নিয়েও পরীক্ষা–নিরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ। গ্যাজেটস নাও এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
হোয়াটসঅ্যাপের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাএনফো এক প্রতিবেদনে বলছে, অ্যান্ড্রয়েড ২.২৩. ২০.৯ ভার্সনে চ্যানেল অ্যালার্ট ফিচারটি পাওয়া যাবে। কোন কোন দেশে চ্যানেলের কার্যক্রম বন্ধ করা হয়েছে, তার স্ট্যাটাস ফিচারটির মাধ্যমে জানা যাবে।
প্ল্যাটফর্মটি বলছে, এই পদক্ষেপ নেওয়ার কারণ হল– স্থানীয় আইনের জন্য কিছু অঞ্চলে কিছু চ্যানেল বা কন্টেন্ট দেখা যাবে না। অর্থাৎ ওই দেশগুলোর ফোন নম্বর দিয়ে তৈরি অ্যাকাউন্ট থেকে সেসব চ্যানেল ব্যবহার বা কনটেন্ট দেখা বা ফলো করা যাবে না।
চ্যানেল আপডেটের রিপ্লাই
হোয়াটসঅ্যাপের নতুন ভার্সনে রিপ্লাই ফিচার আনা হবে। প্ল্যাটফর্মটি বলছে, কোম্পানিটি একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে, যার মাধ্যমে ফলোয়াররা চ্যানেলের আপডেটগুলোর রিপ্লাই দিতে পারবে।
ফিচারটির রিপ্লাই ইন্ডিকেটরের সামনে একটি রিঅ্যাকশন বাটন থাকবে। চ্যানেল আপডেটে কতজন রিপ্লাই করেছে তার সংখ্যা এই বাটন প্রকাশ করবে।
চ্যানেলের ফিচারে যেমন নম্বর গোপন রাখা হয়, তেমনি ব্যক্তিগত সুরক্ষার জন্য রিপ্লাইয়ের ক্ষেত্রেও ব্যবহারকারীর নম্বর প্রকাশ করা হবে না।
রিপ্লাই ফিচারের গুরুত্ব কতটুকু
রিপ্লাই ফিচারটি হোয়াটসঅ্যাপ চ্যানেলের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন। ফলোয়ারদের সঙ্গে চ্যানেল ক্রিয়েটদের কোনো বিষয় নিয়ে আলোচনা ও প্রতিক্রিয়া প্রকাশে রিপ্লাই ফিচারটি সুবিধা দেবে।
চ্যানেল ক্রিয়েটরদের ফলোয়ারদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এই ফিচার সুবিধা দেবে। ফিচারগুলোর মাধ্যমে ফলোয়াররা মতামত দিয়ে চ্যানেলের বিভিন্ন বিষয়ের আলাপ–আলোচনায় সক্রিয় অংশগ্রহণ করতে পারবে।
পাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
৬ মিনিট আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১ ঘণ্টা আগেইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে।
৪ ঘণ্টা আগেওপেনএআই-এর প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রোপিক–এ আরও ৪ বিলিয়ন বা ৪০০ কোটি ডলার বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানি আমাজন। বড় প্রযুক্তি প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (জেনএআই) প্রযুক্তি ব্যবহার করার প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার কারণে ই-কমার্স জায়ান্টটি এই বিনিয়োগ করেছে। সং
৫ ঘণ্টা আগে