অনলাইন ডেস্ক
স্মার্টফোনে থাকা গুরুত্বপূর্ণ নম্বর ভুলক্রমে ডিলিট হয়ে যেতে পারে। ফলে কল করার সময় সেই নম্বরগুলো আর কনটাক্ট তালিকায় খুঁজে পাওয়া যায় না। এসব ক্ষেত্রে বিরক্ত হয়ে যান অনেকেই। তবে ডিলিট হয়ে যাওয়া ফোন নম্বর খুব অল্প সময়ের মধ্যেই খুঁজে পাওয়া যায়। বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনে।
অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে গুগল অ্যাকাউন্ট যুক্ত থাকলে সহজেই নম্বরগুলো ফিরে পাওয়া যায়। গুগল অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে নম্বরগুলো আপলোড হয়ে যায়। ফলে ডিভাইস পরিবর্তন করলেও যেমন নম্বরগুলো ফিরে পাওয়া যায়, তেমনি ডিলিট করা নম্বরও ৩০ দিনের মধ্যে ফেরত পাওয়া সম্ভব।
ডিলিট হয়ে যাওয়া নম্বরগুলো ফিরে পাওয়া যায় কয়েকটি উপায়ে। নিজের সুবিধা অনুযায়ী যেকোনো একটি পদ্ধতি ব্যবহার করে নম্বরগুলো ফিরে পাবেন।
পদ্ধতি ১: গুগল কনটাক্ট অ্যাপের মাধ্যমে
১. অ্যান্ড্রয়েড ফোনে গুগল কন্টাক্ট অ্যাপ চালু করুন। অ্যাপটি না থাকলে ইনস্টল করুন এবং নিজের গুগল অ্যাকাউন্ট দিয়ে এতে লগ ইন করুন।
২. ডান পাশের নিচের কোনায় থাকা অর্গানাইজড ট্যাবে ট্যাপ করুন।
৩. এর ট্র্যাশ আইকোনে ট্যাপ করুন।
৪. যে নম্বরগুলো ৩০ দিনের মধ্যে ডিলিট করেছেন সেগুলো দেখা যাবে। কবে এবং কোন ডিভাইস থেকে নম্বরগুলো ডিলিট করা হয়েছে তা নম্বরগুলোর পাশে দেখা যাবে।
৫. নম্বরগুলোর ওপর চেপে ধরে রাখুন। তাহলে ওপরে ডান পাশের কোনায় একটি তিন ডট মেনু দেখা যাবে। মেনু থেকে ‘রিকভার’ বাটনে ট্যাপ করুন।
এর মাধ্যমে ডিলিট করা নম্বরগুলো আবার কন্টাক্ট তালিকায় দেখা যাবে।
পদ্ধতি ২: আনডু ফিচার ব্যবহার করে
১. অ্যান্ড্রয়েড ফোনে গুগল কন্টাক্ট অ্যাপ চালু করুন।
২. ডান পাশের ওপরের কোনায় প্রোফাইল আইকোনে ট্যাপ করুন।
৩. কন্টাক্ট সেটিংসে ট্যাপ করুন।
৪. তালিকার নিচের দিকে থাকা ‘আনডু চেঞ্জেস’ বাটনে ট্যাপ করুন।
৫. যদি আপনি একাধিক গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন, তাহলে কোন অ্যাকাউন্টে নম্বরটি রিস্টোর করবেন তা নির্বাচন করুন।
৬. রিস্টোর বা নম্বর ফিরিয়ে আনার সময়সীমা নির্ধারণ করুন (১০ মিনিট, ১ ঘণ্টা, ১ সপ্তাহ, এভাবে ৩০ দিন পর্যন্ত নির্ধারণ করা যাবে)।
৭. এরপর কনফার্ম বাটনে ট্যাপ করুন।
পদ্ধতি ৩: ফোনের সেটিংস অ্যাপ ব্যবহার করে
এই পদ্ধতি ব্যবহার করার জন্য ইন্টারনেটের সংযোগ লাগবে।
১. ফোনের সেটিংস অ্যাপে প্রবেশ করুন।
২. নিচের দিকে স্ক্রল করুন এবং গুগল অ্যাপ নির্বাচন করুন।
৩. বাঁ পাশের ওপরে ‘অল সার্ভিসেস’ ট্যাবে ট্যাপ করুন।
৪. এরপর ‘ব্যাকআপ অ্যান্ড রিস্টোর’ বা ‘সেটআপ অ্যান্ড রিস্টোর’ বাটনে ট্যাপ করুন।
৫. কোন নম্বরগুলো ফিরে পেতে চান তা নির্বাচন করুন।
৬. কোনো জায়গায় নম্বরগুলো রাখতে চান তা নির্বাচন করুন।
পদ্ধতি ৪: গুগল কন্টাক্টের ওয়েব সংস্করণের মাধ্যমে
১. ব্রাউজার থেকে গুগল কন্টাক্ট ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. নিজের জিমেইল দিয়ে লগ ইন করুন।
৩. সাইডবার থেকে ‘বিন’ বাটনে ক্লিক করুন।
৪. অ্যাকাউন্টের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন ও চেক মার্ক অপশনে টিক দিন।
৫. ডান পাশের ওপরের দিকে থাকা ‘রিকভার’ বাটনে ট্যাপ করুন। এর মাধ্যমে মুছে ফেলা সব কন্টাক্ট নম্বর ফোনে ফিরে আসবে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
স্মার্টফোনে থাকা গুরুত্বপূর্ণ নম্বর ভুলক্রমে ডিলিট হয়ে যেতে পারে। ফলে কল করার সময় সেই নম্বরগুলো আর কনটাক্ট তালিকায় খুঁজে পাওয়া যায় না। এসব ক্ষেত্রে বিরক্ত হয়ে যান অনেকেই। তবে ডিলিট হয়ে যাওয়া ফোন নম্বর খুব অল্প সময়ের মধ্যেই খুঁজে পাওয়া যায়। বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনে।
অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে গুগল অ্যাকাউন্ট যুক্ত থাকলে সহজেই নম্বরগুলো ফিরে পাওয়া যায়। গুগল অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে নম্বরগুলো আপলোড হয়ে যায়। ফলে ডিভাইস পরিবর্তন করলেও যেমন নম্বরগুলো ফিরে পাওয়া যায়, তেমনি ডিলিট করা নম্বরও ৩০ দিনের মধ্যে ফেরত পাওয়া সম্ভব।
ডিলিট হয়ে যাওয়া নম্বরগুলো ফিরে পাওয়া যায় কয়েকটি উপায়ে। নিজের সুবিধা অনুযায়ী যেকোনো একটি পদ্ধতি ব্যবহার করে নম্বরগুলো ফিরে পাবেন।
পদ্ধতি ১: গুগল কনটাক্ট অ্যাপের মাধ্যমে
১. অ্যান্ড্রয়েড ফোনে গুগল কন্টাক্ট অ্যাপ চালু করুন। অ্যাপটি না থাকলে ইনস্টল করুন এবং নিজের গুগল অ্যাকাউন্ট দিয়ে এতে লগ ইন করুন।
২. ডান পাশের নিচের কোনায় থাকা অর্গানাইজড ট্যাবে ট্যাপ করুন।
৩. এর ট্র্যাশ আইকোনে ট্যাপ করুন।
৪. যে নম্বরগুলো ৩০ দিনের মধ্যে ডিলিট করেছেন সেগুলো দেখা যাবে। কবে এবং কোন ডিভাইস থেকে নম্বরগুলো ডিলিট করা হয়েছে তা নম্বরগুলোর পাশে দেখা যাবে।
৫. নম্বরগুলোর ওপর চেপে ধরে রাখুন। তাহলে ওপরে ডান পাশের কোনায় একটি তিন ডট মেনু দেখা যাবে। মেনু থেকে ‘রিকভার’ বাটনে ট্যাপ করুন।
এর মাধ্যমে ডিলিট করা নম্বরগুলো আবার কন্টাক্ট তালিকায় দেখা যাবে।
পদ্ধতি ২: আনডু ফিচার ব্যবহার করে
১. অ্যান্ড্রয়েড ফোনে গুগল কন্টাক্ট অ্যাপ চালু করুন।
২. ডান পাশের ওপরের কোনায় প্রোফাইল আইকোনে ট্যাপ করুন।
৩. কন্টাক্ট সেটিংসে ট্যাপ করুন।
৪. তালিকার নিচের দিকে থাকা ‘আনডু চেঞ্জেস’ বাটনে ট্যাপ করুন।
৫. যদি আপনি একাধিক গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন, তাহলে কোন অ্যাকাউন্টে নম্বরটি রিস্টোর করবেন তা নির্বাচন করুন।
৬. রিস্টোর বা নম্বর ফিরিয়ে আনার সময়সীমা নির্ধারণ করুন (১০ মিনিট, ১ ঘণ্টা, ১ সপ্তাহ, এভাবে ৩০ দিন পর্যন্ত নির্ধারণ করা যাবে)।
৭. এরপর কনফার্ম বাটনে ট্যাপ করুন।
পদ্ধতি ৩: ফোনের সেটিংস অ্যাপ ব্যবহার করে
এই পদ্ধতি ব্যবহার করার জন্য ইন্টারনেটের সংযোগ লাগবে।
১. ফোনের সেটিংস অ্যাপে প্রবেশ করুন।
২. নিচের দিকে স্ক্রল করুন এবং গুগল অ্যাপ নির্বাচন করুন।
৩. বাঁ পাশের ওপরে ‘অল সার্ভিসেস’ ট্যাবে ট্যাপ করুন।
৪. এরপর ‘ব্যাকআপ অ্যান্ড রিস্টোর’ বা ‘সেটআপ অ্যান্ড রিস্টোর’ বাটনে ট্যাপ করুন।
৫. কোন নম্বরগুলো ফিরে পেতে চান তা নির্বাচন করুন।
৬. কোনো জায়গায় নম্বরগুলো রাখতে চান তা নির্বাচন করুন।
পদ্ধতি ৪: গুগল কন্টাক্টের ওয়েব সংস্করণের মাধ্যমে
১. ব্রাউজার থেকে গুগল কন্টাক্ট ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. নিজের জিমেইল দিয়ে লগ ইন করুন।
৩. সাইডবার থেকে ‘বিন’ বাটনে ক্লিক করুন।
৪. অ্যাকাউন্টের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন ও চেক মার্ক অপশনে টিক দিন।
৫. ডান পাশের ওপরের দিকে থাকা ‘রিকভার’ বাটনে ট্যাপ করুন। এর মাধ্যমে মুছে ফেলা সব কন্টাক্ট নম্বর ফোনে ফিরে আসবে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
প্রতিনিয়ত নানা ধরনের বার্তা আদান-প্রদান করা হয় হোয়াটসঅ্যাপে। এর ফলে প্ল্যাটফর্মটি ব্যবহারের একঘেয়েমি আসতে পারে। তবে হোয়াটসঅ্যাপের চ্যাট থিম পরিবর্তন করে সেটিকে আরও আকর্ষণীয় ও বৈচিত্র্যময় করা যায়। থিম পরিবর্তন করে আপনি চ্যাটের ব্যাকগ্রাউন্ড, ফন্টের রং, এবং স্টাইল কাস্টমাইজ করতে পারেন, যা আপনার চ্যাটি
৩৯ মিনিট আগেবর্তমানে অনেক গুরুত্বপূর্ণ বার্তা আদান-প্রদানের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহৃত হয়। তবে ফোন হারিয়ে গেলে বা অন্য কারণে এসব মূল্যবান কথোপকথন বা গুরুত্বপূর্ণ ডেটা হারিয়ে যেতে পারে। তাই সঠিক সময়ে ব্যাকআপ করে রাখতে হয়। হোয়াটসঅ্যাপের ব্যাকআপ ফিচারের মাধ্যমে সহজেই আপনার সমস্ত চ্যাট, মিডিয়া ফাইল ও ভয়েস...
১ দিন আগেজাপানি প্রতিষ্ঠান শিমাদজু করপোরেশন বাজারে এনেছে বিশ্বের সবচেয়ে নির্ভুল ঘড়ি ‘এথার ক্লক ওসি জিরো টু জিরো’। স্ট্রনটিয়াম অপটিক্যাল ল্যাটিস প্রযুক্তির এই ঘড়ি এক হাজার বছরে মাত্র এক সেকেন্ড বিচ্যুত হয়। গবেষণার জন্য তৈরি ঘড়িটির দাম ৩৩ লাখ ডলার।
২ দিন আগেগুগল তাদের সার্চ ফিচারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। গত বুধবার কোম্পানিটি ঘোষণা করেছে, তারা নতুন একটি অভিনব এআই টুল নিয়ে এসেছে। যার নাম–‘এআই মোড’। এটি ব্যবহারকারীদের জটিল এবং বহুস্তরের প্রশ্নের জন্য উন্নত উত্তর দেবে, যেগুলোর জন্য সাধারণত একাধিক অনুসন্ধানের প্রয়োজন হয়।
২ দিন আগে