প্রধানমন্ত্রীর ডিপফেক ভিডিও দিয়ে জালিয়াতি, ৩০ লাখ টাকা হারালেন নারী

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ১৭: ২৪
প্রতীকী ছবি

২০০ পাউন্ড বিনিয়োগ করে হাজার হাজার পাউন্ড পাওয়ার সুযোগ! এমন প্রচারণা চালাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই বিজ্ঞাপন দেখে বিনিয়োগ করে ২০ হাজার পাউন্ড (৩০ লাখ ৩৩ হাজার টাকার বেশি) খোয়ালেন এক নারী।

আজ রোববার বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, প্রতারণার শিকার অ্যান জেনসেন উইল্টশায়ারের স্যালিসবারি শহরের বাসিন্দা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বানানো ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের একটি ডিপফেক ভিডিও দেখায় প্রতারণাকারীরা।

অ্যান বিবিসি মর্নিং লাইভকে বলেন, বিনিয়োগ জালিয়াতদের ওই ভিডিওতে প্রধানমন্ত্রী স্টারমারকে একটা আর্থিক স্কিমের ধারণা দিতে দেখা যায়। তিনি স্কিমের সুযোগ–সুবিধা তুলে ধরছিলেন। ভিডিওতে বলা হচ্ছিল, আপনি ২০০ পাউন্ড বিনিয়োগ করে ক্রিপ্টো ট্রেডিংয়ের (ক্রিপ্টোকারেন্সি বেচাকেনা) মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন।

অ্যান বলেন, প্রতারকেরা তাঁকে জানায়—তাঁর বিনিয়োগ করা অর্থ বেড়ে ২ হাজার ৫০০ পাউন্ড ছাড়িয়ে গেছে। এই অর্থ তুলে নিতে তাঁকে ক্রিপ্টোকারেন্সি কেনার সামর্থ্য প্রমাণের জন্য আরও অর্থ বিনিয়োগ করতে ঋণ নিতে বলা হয়। কিন্তু ঋণের কুলিং–অফ পিরিয়ড অর্থাৎ ঋণ বাতিলের সময়সীমা পার হওয়ার পর অ্যান আর তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

অ্যান বলেন, ‘বিষয়টি আমাকে এমনভাবে আঘাত করেছিল, মনে হচ্ছিল আমার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে।’

অ্যান বলেন, ‘আমার নিজেকে কখনো এত বোকা মনে হয়নি। কারণ আমি এত বোকা এটা বিশ্বাস করি না। কিন্তু আমি বিশ্বাস করি, আমি একটা অপরাধী চক্রের শিকার, যা দেরিতে বুঝতে পেরেছি। এটা আমাকে সারা জীবনের শিক্ষা দিয়ে গেল!’

অ্যান যে ব্যাংক থেকে অর্থ নিয়েছিলেন সেখান থেকে তাঁকে জানানো হয়, এই ঋণ তাঁকেই পরিশোধ করতে হবে। এর পরিমাণ ২৩ হাজার পাউন্ড। তিনি ২৭ বছরের কিস্তিতে এই ঋণ পরিশোধে রাজি হয়েছেন।

কীভাবে অপরাধীরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মানুষের আস্থা অর্জন করছে তার ব্যাখ্যা করে ওপেন ইউনিভার্সিটির সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ড. জ্যান কলি বলেন, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রচুর ভিডিও পাওয়া যায়। তাঁর একটি ভিডিও এআই–চালিত সফটওয়্যারে নিয়ে অভিব্যক্তি, মুখাবয়ব এমনকি কণ্ঠও নকল করা সম্ভব।

তিনি আরও বলেন, বিখ্যাত ব্যক্তিদের মানুষ বিশ্বাস করে, তাই প্রতারকেরা এআই ভিডিও তৈরি করছে। ড. জ্যান বলেন, এসব প্রতারণা থেকে রক্ষা পেতে ছবি বা ভিডিওতে থাকা মানুষটির কথা বলার ভঙ্গি বা নড়াচড়ার এবং ভিডিওর গতির অসংগতির দিকে খেয়াল রাখতে হবে।

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সর্বোচ্চ ব্যবহারের উপায় খোঁজা হচ্ছে। তবে পৃথিবীর মঙ্গলের জন্য ব্যবহারের পাশাপাশি প্রযুক্তির এই নতুন আবিষ্কারের নেতিবাচক ব্যবহারও ক্রমবর্ধমান হারে বাড়ছে। সাইবার অপরাধীরা এআই ব্যবহার করে অপরাধের মাত্রা বাড়িয়ে দিয়েছে। গত বছর ব্রিটেনে বিনিয়োগ জালিয়াতির মাধ্যমে ৬১ কোটি ২০ লাখ পাউন্ড প্রতারণার ঘটনা ঘটেছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত