প্রযুক্তি ডেস্ক
গরম সঙ্গী করে আমাদের ছুটতে হয় কাজে। প্রচণ্ড গরমে কখনো কখনো মনে হয়, যদি শরীরে একটা এসি লাগিয়ে কাজে যাওয়া যেত! সুখের কথা হলো, কল্পনার এই ভাবনা এখন বাস্তব। এখন চাইলেই পোশাকের পেছনে ঘাড়ে একটি ডিভাইস লাগিয়ে নিলে ঠান্ডা বাতাস বইতে শুরু করবে। এই ডিভাইস আর কিছু নয়, ছোট্ট একটি এয়ারকন্ডিশনার।
এ পর্যন্ত ডিভাইসটির চারটি সংস্করণ লঞ্চ করা হয়েছে। এখন যেটি পাওয়া যাচ্ছে, সেটি পঞ্চম সংস্করণ। এর প্রথম মডেলটি লঞ্চ হয়েছিল ২০১৯ সালে। এই ছোট্ট এয়ারকন্ডিশনারের নাম সনি রিয়ন পকেট ৫, যা পরিধানযোগ্য ফ্যানের অন্যতম বিকল্প। দেখতে অনেকটা ইয়ারবাডের মতো হলেও এটির কার্যকারিতা অনেক বেশি বলে দাবি করেছে নির্মাতা সংস্থা সনি।
সম্পূর্ণ ক্লাইমেট কন্ট্রোল ফিচার রয়েছে এতে। তাপমাত্রা, আর্দ্রতা ও মোশন—এই তিনটি সেন্সর দেওয়া হয়েছে এতে। উল্লেখযোগ্য বিষয় হলো, এটি কুলিং ও হিটিং—দুটোই করতে পারে। অর্থাৎ গরমকালের পাশাপাশি শীতকালেও ব্যবহার করা যাবে—শরীর শীতল ও গরম রাখার জন্য। ব্লুটুথের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় এই সনি রিয়ন পকেট ৫। এর বেশ কয়েকটি কন্ট্রোল বাটন রয়েছে, যা দিয়ে তাপমাত্রা কমানো, বাড়ানো যাবে।
সনি রিয়ন পকেট এসির সুবিধা হলো, এটি যখনই ঘাড়ে আটকানো হবে, তখনই এর কুলিং বা হিটিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ ম্যানুয়ালি কিছু করতে হবে না। এই পকেট এসিতে পাঁচটি কুলিং লেভেল রয়েছে। ব্যবহারকারী তাঁর ইচ্ছেমতো কুলিং লেভেল সেট করে রাখতে পারবেন। রিয়ন পকেট ট্যাগও সাপোর্ট করে এই ডিভাইসের সঙ্গে, যা রিমোট সেন্সর হিসেবে কাজ করে। এই ডিভাইসের জন্য একটি রিয়ন নামের অ্যাপও তৈরি করেছে এর নির্মাতাপ্রতিষ্ঠান সনি। সেটি আইওএস এবং অ্যান্ড্রয়েড—দুই ফোনেই সাপোর্ট করে। রিয়ন পকেট ৫ সনির অফিশিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে। যদিও বর্তমানে এটি নির্দিষ্ট কয়েকটি দেশেই পাওয়া যাচ্ছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
গরম সঙ্গী করে আমাদের ছুটতে হয় কাজে। প্রচণ্ড গরমে কখনো কখনো মনে হয়, যদি শরীরে একটা এসি লাগিয়ে কাজে যাওয়া যেত! সুখের কথা হলো, কল্পনার এই ভাবনা এখন বাস্তব। এখন চাইলেই পোশাকের পেছনে ঘাড়ে একটি ডিভাইস লাগিয়ে নিলে ঠান্ডা বাতাস বইতে শুরু করবে। এই ডিভাইস আর কিছু নয়, ছোট্ট একটি এয়ারকন্ডিশনার।
এ পর্যন্ত ডিভাইসটির চারটি সংস্করণ লঞ্চ করা হয়েছে। এখন যেটি পাওয়া যাচ্ছে, সেটি পঞ্চম সংস্করণ। এর প্রথম মডেলটি লঞ্চ হয়েছিল ২০১৯ সালে। এই ছোট্ট এয়ারকন্ডিশনারের নাম সনি রিয়ন পকেট ৫, যা পরিধানযোগ্য ফ্যানের অন্যতম বিকল্প। দেখতে অনেকটা ইয়ারবাডের মতো হলেও এটির কার্যকারিতা অনেক বেশি বলে দাবি করেছে নির্মাতা সংস্থা সনি।
সম্পূর্ণ ক্লাইমেট কন্ট্রোল ফিচার রয়েছে এতে। তাপমাত্রা, আর্দ্রতা ও মোশন—এই তিনটি সেন্সর দেওয়া হয়েছে এতে। উল্লেখযোগ্য বিষয় হলো, এটি কুলিং ও হিটিং—দুটোই করতে পারে। অর্থাৎ গরমকালের পাশাপাশি শীতকালেও ব্যবহার করা যাবে—শরীর শীতল ও গরম রাখার জন্য। ব্লুটুথের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় এই সনি রিয়ন পকেট ৫। এর বেশ কয়েকটি কন্ট্রোল বাটন রয়েছে, যা দিয়ে তাপমাত্রা কমানো, বাড়ানো যাবে।
সনি রিয়ন পকেট এসির সুবিধা হলো, এটি যখনই ঘাড়ে আটকানো হবে, তখনই এর কুলিং বা হিটিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ ম্যানুয়ালি কিছু করতে হবে না। এই পকেট এসিতে পাঁচটি কুলিং লেভেল রয়েছে। ব্যবহারকারী তাঁর ইচ্ছেমতো কুলিং লেভেল সেট করে রাখতে পারবেন। রিয়ন পকেট ট্যাগও সাপোর্ট করে এই ডিভাইসের সঙ্গে, যা রিমোট সেন্সর হিসেবে কাজ করে। এই ডিভাইসের জন্য একটি রিয়ন নামের অ্যাপও তৈরি করেছে এর নির্মাতাপ্রতিষ্ঠান সনি। সেটি আইওএস এবং অ্যান্ড্রয়েড—দুই ফোনেই সাপোর্ট করে। রিয়ন পকেট ৫ সনির অফিশিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে। যদিও বর্তমানে এটি নির্দিষ্ট কয়েকটি দেশেই পাওয়া যাচ্ছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আগামী কয়েক মাসের মধ্যেই চালু হতে যাচ্ছে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা। যুক্তরাষ্ট্রের নির্মাতাপ্রতিষ্ঠান আর্চার ঘোষণা করেছে, তারা শিগগির আবুধাবিতে তাদের ‘মিডনাইট’ উড়োজাহাজ উড্ডয়ন করবে এবং এ বছরই যাত্রী পরিবহন শুরু করবে।
৫ ঘণ্টা আগেকোম্পানির গোপন তথ্য বাইরে ফাঁস করায় সম্প্রতি প্রায় ২০ জন কর্মীকে বরখাস্ত করেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এ তথ্য নিশ্চিত করেছেন মেটার একজন মুখপাত্র ডেভ আর্নল্ড।
১ দিন আগেরমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের প্রিয়জনদের রমজানের শুভেচ্ছা জানান অনেকেই। এই বার্তা জানাতে ব্যবহার করতে পারেন হোয়াটসঅ্যাপ। আর এসব বার্তার সঙ্গে রমজানের জন্য বিশেষ স্টিকার বা জিআইফ পাঠিয়ে সেগুলো আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন।
২ দিন আগেনতুন পথচলার প্রস্তুতি নিচ্ছে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। কারণ চলতি বছরে দ্বিতীয় ত্রৈমাসিকে চ্যাটজিপিটির মতো আলাদা অ্যাপ হিসেবে এই প্রযুক্তি উন্মোচন করার পরিকল্পনা করছে কোম্পানিটি। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনবিসি।
২ দিন আগে