গ্রামীণফোনের জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা বুটক্যাম্প

ফিচার ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

দেশের আনাচকানাচে মেধাবী তরুণদের মনে উঁকি দিচ্ছে উদ্ভাবনী সব ধারণা। স্থানীয় বিভিন্ন সমস্যার সমাধানে প্রচলিত ব্যবসায়িক ধারার বাইরে গিয়ে কিছু করতে চান তাঁদের অনেকে। কিন্তু প্রয়োজনীয় পরামর্শ, উপকরণ ও সুযোগের অভাবে ঝরে যায় সম্ভাবনাময় তরুণদের বড় অংশ। এই মেধাবী তরুণদের উৎসাহ দিতে, তাঁদের দক্ষতা অর্জনের পথ দেখিয়ে দিতে দেশব্যাপী ‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা’ বুটক্যাম্পের আয়োজন করছে গ্রামীণফোনের জিপি এক্সিলারেটর।

এই আয়োজনের লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের দক্ষতা অর্জন, নেটওয়ার্কিং ও ফান্ডিংয়ের ক্ষেত্রে সহযোগিতা এবং দিকনির্দেশনা দেওয়া। এরই অংশ হিসেবে সম্প্রতি ঢাকার সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে বুটক্যাম্পের ১৭তম আসর। এতে প্রায় ৩০০ উদ্যোক্তা অংশ নেন।

দেশব্যাপী ধাপে ধাপে ২০টি অঞ্চলে এই আয়োজন করা হচ্ছে। এরই মধ্যে এতে অংশ নিয়েছেন ৪ হাজার ৫০০ জন উদ্যোক্তা।

২০১৫ সালে এই কার্যক্রম চালুর পর থেকে দেশের স্টার্টআপ খাতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে জিপি এক্সিলারেটর। এটি ৫০টি স্টার্টআপের মাধ্যমে ৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। অনুষ্ঠানে বিজয়ী দলকে দেওয়া হয় এক লাখ টাকা পুরস্কার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত