অনলাইন ডেস্ক
স্বল্প মজুরির অভিবাসী কর্মী নিয়োগ দেওয়ার বদলে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে আরও রোবট ব্যবহার করার পরামর্শ দিয়েছেন যুক্তরাজ্যের শ্যাডো বা ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিলপ। তিনি বলেন, স্বল্প মজুরির শ্রমিক অভিবাসী নিয়োগের পরিবর্তে ‘ফল ও সবজি তুলে আনার মতো কাজের জন্য অনেক বেশি অটোমেশন বা রোবট ব্যবহার করে থাকে অন্যান্য দেশ। যুক্তরাজ্যের মোট অভিবাসনের সংখ্যা কমাতে প্রযুক্তিতে আরও বিনিয়োগ করার আহ্বান জানান ফিলিপ।
ক্রিস ফিলিপ বিষয়টি নিয়ে একটি উদাহরণ দেন। তিনি বলেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ফল ও সবজি তোলার জন্য রোবটিক ও অটোমেটেড যন্ত্রপাতি ব্যবহার শুরু করেছে। আমাদের তুলনায় উৎপাদন প্রক্রিয়ায় ৯ গুণ বেশি রোবট ব্যবহার করে দক্ষিণ কোরিয়া। আর যুক্তরাষ্ট্র অনেক বেশি মডুলার কাঠামো ব্যবহার করে, যা অনেক বেশি দ্রুত ও কার্যকর। ব্রিটিশ শিল্পের অনেক কিছুই আছে, যার প্রসার ঘটতে পারে, তবে এর জন্য অনেক স্বল্প মজুরির অভিবাসী কর্মী নিয়োগের প্রয়োজন নেই।
গত বুধবার এক অপ্রত্যাশিত সংবাদ বিজ্ঞাপ্তিতে কনজারভেটিভ পার্টির নেতা কেমি বাডেনচ বলেছেন, তাদের দল অভিবাসনসংক্রান্ত বিষয়ে কিছু ভুল করেছে। তিনি ‘প্রতিটি নীতি, চুক্তি এবং আমাদের আইনি কাঠামোর অংশ’ পর্যালোচনা করার প্রতিশ্রুতি দিয়েছেন, যার মধ্যে ইউরোপীয় মানবাধিকার কনভেনশন (ইসিএইচআর) এবং মানবাধিকার আইনও অন্তর্ভুক্ত থাকবে।
তিনি বলেন, তাঁর দল এখনো অনিয়মিত অভিবাসনের জন্য একটি ‘প্রতিরোধ’ব্যবস্থায় বিশ্বাস করে। তবে শ্রম দ্বারা বাতিল করা রুয়ান্ডা প্রকল্প পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেননি তিনি।
অপরদিকে দুই সপ্তাহ আগে এই প্রকল্প পুনরায় চালু করার আহ্বান জানিয়েছিলেন ফিলিপ। গত বৃহস্পতিবার তিনি আরও জানান, লেবার পার্টি ‘রুয়ান্ডা প্রকল্পটি শুরু হওয়ার আগেই বাতিল করে দিয়েছে।’
উল্লেখ্য, রুয়ান্ডা অভিবাসন প্রকল্প ছিল যুক্তরাজ্য সরকারের একটি বিতর্কিত অভিবাসননীতি। ২০২২ সালে অনুমতি ছাড়া যুক্তরাজ্যে আসা অভিবাসনপ্রত্যাশীদের জন্য এই পরিকল্পনা ঘোষণা করে রক্ষণশীল সরকার। এর উদ্দেশ্য ছিল ইংল্যান্ডে অবৈধভাবে প্রবেশ করা শরণার্থী ও অভিবাসীদের রুয়ান্ডায় পাঠিয়ে দেওয়া। সেখানে তারা শরণার্থী হিসেবে আশ্রয়ের আবেদন করতে পারবে।
কনজারভেটিভ দলের নেতারা অভিবাসননীতি নিয়ে বিভিন্ন মতামত দিয়েছেন। কেমি বাডেনচ অভিবাসনের ওপর একটি ‘কঠোর সংখ্যাগত সীমা’ আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এই সংখ্যা কীভাবে নির্ধারণ করা হবে, তা পরবর্তী সময়ে ব্যাখ্যা করবেন তিনি।
ক্রিস ফিলিপ বলেন, মোট অভিবাসনের সংখ্যা ৩ রাখ ৫০ হাজার, তা ‘অত্যধিক’ হবে, তবে তিনি সীমা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো সংখ্যা দেননি। তিনি আরও বলেন, ঠিক কতজন উচ্চ দক্ষ ও উচ্চ বেতনের লোক দরকার, কতজন লোক এখানে সঠিক ডিগ্রি কোর্স করতে আসছেন, সে বিষয়ে সঠিক মাইগ্রেশন সিস্টেম নির্ধারণ করতে হবে। এ ছাড়া অভিবাসীদের জন্য সুবিধা পাওয়ার যোগ্যতা যাচাই করা হবে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
স্বল্প মজুরির অভিবাসী কর্মী নিয়োগ দেওয়ার বদলে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে আরও রোবট ব্যবহার করার পরামর্শ দিয়েছেন যুক্তরাজ্যের শ্যাডো বা ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিলপ। তিনি বলেন, স্বল্প মজুরির শ্রমিক অভিবাসী নিয়োগের পরিবর্তে ‘ফল ও সবজি তুলে আনার মতো কাজের জন্য অনেক বেশি অটোমেশন বা রোবট ব্যবহার করে থাকে অন্যান্য দেশ। যুক্তরাজ্যের মোট অভিবাসনের সংখ্যা কমাতে প্রযুক্তিতে আরও বিনিয়োগ করার আহ্বান জানান ফিলিপ।
ক্রিস ফিলিপ বিষয়টি নিয়ে একটি উদাহরণ দেন। তিনি বলেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ফল ও সবজি তোলার জন্য রোবটিক ও অটোমেটেড যন্ত্রপাতি ব্যবহার শুরু করেছে। আমাদের তুলনায় উৎপাদন প্রক্রিয়ায় ৯ গুণ বেশি রোবট ব্যবহার করে দক্ষিণ কোরিয়া। আর যুক্তরাষ্ট্র অনেক বেশি মডুলার কাঠামো ব্যবহার করে, যা অনেক বেশি দ্রুত ও কার্যকর। ব্রিটিশ শিল্পের অনেক কিছুই আছে, যার প্রসার ঘটতে পারে, তবে এর জন্য অনেক স্বল্প মজুরির অভিবাসী কর্মী নিয়োগের প্রয়োজন নেই।
গত বুধবার এক অপ্রত্যাশিত সংবাদ বিজ্ঞাপ্তিতে কনজারভেটিভ পার্টির নেতা কেমি বাডেনচ বলেছেন, তাদের দল অভিবাসনসংক্রান্ত বিষয়ে কিছু ভুল করেছে। তিনি ‘প্রতিটি নীতি, চুক্তি এবং আমাদের আইনি কাঠামোর অংশ’ পর্যালোচনা করার প্রতিশ্রুতি দিয়েছেন, যার মধ্যে ইউরোপীয় মানবাধিকার কনভেনশন (ইসিএইচআর) এবং মানবাধিকার আইনও অন্তর্ভুক্ত থাকবে।
তিনি বলেন, তাঁর দল এখনো অনিয়মিত অভিবাসনের জন্য একটি ‘প্রতিরোধ’ব্যবস্থায় বিশ্বাস করে। তবে শ্রম দ্বারা বাতিল করা রুয়ান্ডা প্রকল্প পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেননি তিনি।
অপরদিকে দুই সপ্তাহ আগে এই প্রকল্প পুনরায় চালু করার আহ্বান জানিয়েছিলেন ফিলিপ। গত বৃহস্পতিবার তিনি আরও জানান, লেবার পার্টি ‘রুয়ান্ডা প্রকল্পটি শুরু হওয়ার আগেই বাতিল করে দিয়েছে।’
উল্লেখ্য, রুয়ান্ডা অভিবাসন প্রকল্প ছিল যুক্তরাজ্য সরকারের একটি বিতর্কিত অভিবাসননীতি। ২০২২ সালে অনুমতি ছাড়া যুক্তরাজ্যে আসা অভিবাসনপ্রত্যাশীদের জন্য এই পরিকল্পনা ঘোষণা করে রক্ষণশীল সরকার। এর উদ্দেশ্য ছিল ইংল্যান্ডে অবৈধভাবে প্রবেশ করা শরণার্থী ও অভিবাসীদের রুয়ান্ডায় পাঠিয়ে দেওয়া। সেখানে তারা শরণার্থী হিসেবে আশ্রয়ের আবেদন করতে পারবে।
কনজারভেটিভ দলের নেতারা অভিবাসননীতি নিয়ে বিভিন্ন মতামত দিয়েছেন। কেমি বাডেনচ অভিবাসনের ওপর একটি ‘কঠোর সংখ্যাগত সীমা’ আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এই সংখ্যা কীভাবে নির্ধারণ করা হবে, তা পরবর্তী সময়ে ব্যাখ্যা করবেন তিনি।
ক্রিস ফিলিপ বলেন, মোট অভিবাসনের সংখ্যা ৩ রাখ ৫০ হাজার, তা ‘অত্যধিক’ হবে, তবে তিনি সীমা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো সংখ্যা দেননি। তিনি আরও বলেন, ঠিক কতজন উচ্চ দক্ষ ও উচ্চ বেতনের লোক দরকার, কতজন লোক এখানে সঠিক ডিগ্রি কোর্স করতে আসছেন, সে বিষয়ে সঠিক মাইগ্রেশন সিস্টেম নির্ধারণ করতে হবে। এ ছাড়া অভিবাসীদের জন্য সুবিধা পাওয়ার যোগ্যতা যাচাই করা হবে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
চলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
৫ ঘণ্টা আগেজো বাইডেনের প্রশাসন হস্তক্ষেপ না করলে যুক্তরাষ্ট্রের কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে টিকটক। কিন্তু কোনোভাবেই এটি বিক্রি করা হবে না বলে জানিয়ে দিয়ে চীনের মালিকানাধীন এই ভিডিও শেয়ারিং অ্যাপ। যুক্তরাষ্ট্রে ব্যবসা বিক্রি অথবা বন্ধের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে টিকটকের করা আপিল গতকাল শুক্রবার সুপ্
৬ ঘণ্টা আগেহ্যাকাররা ভুয়া ই–মেইলে নিজেদের মার্কিন সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়। ই–মেইলে একটি কিউআর কোড দেওয়া হয়। এটি স্ক্যান করলে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার প্রস্তাব দেয়। তবে, এটি আসলে একটি হ্যাকিং কৌশল।রাশিয়া, হ্যাকার, হোয়াটসঅ্যাপ, মাইক্রোসফট
১৫ ঘণ্টা আগেএকজন ব্যক্তির রুচি প্রকাশ পেতে পারে ফেসবুক প্রোফাইলের মাধ্যমে। তাই অনেকেই প্রোফাইলটি সুন্দর করে গুছিয়ে রাখতে বেশ মনোযোগ দেয়। এ ক্ষেত্রে ফেসবুকও প্রতিনিয়ত বিভিন্ন ফিচার যুক্ত করে ব্যবহারকারীদের প্রোফাইলগুলো আরও আকর্ষণীয় করতে তুলতে সাহায্য করে। এর মধ্যে ফেসবুক প্রোফাইলে মিউজিক বা গান যোগ করা একটি ফিচা
১ দিন আগে