প্রযুক্তি ডেস্ক
এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে সুইডেন ভিত্তিক জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই। চলমান অর্থনৈতিক সংকটে খরচ কমাতে এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন এ সিদ্ধান্তের ফলে প্রায় ৬০০ কর্মীকে হারাতে হবে চাকরি।
দ্য ভার্জের এক প্রতিবেদন অনুযায়ী, স্পটিফাইর সিইও ড্যানিয়েল আজ (২৩ জানুয়ারি) কর্মীদের উদ্দেশ্যে এক মেমোতে বিশ্বব্যাপী কোম্পানিটির ৬ শতাংশ কর্মী ছাঁটাই করার ঘোষণা দেন। ছাঁটাইয়ের তালিকায় আছেন প্ল্যাটফর্মটির কনটেন্ট এবং বিজ্ঞাপন বিভাগের প্রধান ডন অস্ট্রফও। বিশ্বব্যাপী কোম্পানিটিতে কাজ করছে মোট ৯৮০০ জন কর্মী।
গত অক্টোবরে, কোম্পানির খরচ কমাতে ইন-হাউস স্টুডিও গুলির মোট ১১টি পডকাস্ট বন্ধ করে দেয় স্পটিফাই। ইন-হাউস স্টুডিও ‘জিমলেট’ এবং ‘পারকাস্ট’ থেকে বাতিল করা পডকাস্ট গুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘হাউ টু সেভ এ প্ল্যানেট’, ‘ক্রাইম শো’ এবং ‘মেডিকেল মার্ডারস’। ২০২২-২০২৩ আর্থিক বছরের দ্বিতীয় প্রান্তিকে, ‘আজকের রাশিফল’ অনুষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া, খরচ কমাতে নতুন নিয়োগ প্রায় ২৫ শতাংশ কমিয়ে আনে স্পটিফাই।
এর আগে, নিজস্ব লাইটওয়েট লিসেনিং অ্যাপ ‘স্পটিফাই স্টেশন্স’ বন্ধ করে প্ল্যাটফর্মটি। গত বছর স্পটিফাই-এর প্রধান আর্থিক কর্মকর্তা পল ভোগেল বিনিয়োগকারীদের জানিয়েছিলেন, স্পটিফাই বিশ্ব অর্থনীতির ক্রমবর্ধমান অনিশ্চয়তা সম্পর্কে সচেতন। গত বছর, সুইডিশ এই মিউজিক-স্ট্রিমিং প্ল্যাটফর্মে ৪৩ কোটিরও বেশি সক্রিয় মাসিক ব্যবহারকারী ছিল।
সম্প্রতি, গুগল প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা দেয়, যা কোম্পানিটির মোট কর্মীসংখ্যার প্রায় ৬ শতাংশ।
এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে সুইডেন ভিত্তিক জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই। চলমান অর্থনৈতিক সংকটে খরচ কমাতে এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন এ সিদ্ধান্তের ফলে প্রায় ৬০০ কর্মীকে হারাতে হবে চাকরি।
দ্য ভার্জের এক প্রতিবেদন অনুযায়ী, স্পটিফাইর সিইও ড্যানিয়েল আজ (২৩ জানুয়ারি) কর্মীদের উদ্দেশ্যে এক মেমোতে বিশ্বব্যাপী কোম্পানিটির ৬ শতাংশ কর্মী ছাঁটাই করার ঘোষণা দেন। ছাঁটাইয়ের তালিকায় আছেন প্ল্যাটফর্মটির কনটেন্ট এবং বিজ্ঞাপন বিভাগের প্রধান ডন অস্ট্রফও। বিশ্বব্যাপী কোম্পানিটিতে কাজ করছে মোট ৯৮০০ জন কর্মী।
গত অক্টোবরে, কোম্পানির খরচ কমাতে ইন-হাউস স্টুডিও গুলির মোট ১১টি পডকাস্ট বন্ধ করে দেয় স্পটিফাই। ইন-হাউস স্টুডিও ‘জিমলেট’ এবং ‘পারকাস্ট’ থেকে বাতিল করা পডকাস্ট গুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘হাউ টু সেভ এ প্ল্যানেট’, ‘ক্রাইম শো’ এবং ‘মেডিকেল মার্ডারস’। ২০২২-২০২৩ আর্থিক বছরের দ্বিতীয় প্রান্তিকে, ‘আজকের রাশিফল’ অনুষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া, খরচ কমাতে নতুন নিয়োগ প্রায় ২৫ শতাংশ কমিয়ে আনে স্পটিফাই।
এর আগে, নিজস্ব লাইটওয়েট লিসেনিং অ্যাপ ‘স্পটিফাই স্টেশন্স’ বন্ধ করে প্ল্যাটফর্মটি। গত বছর স্পটিফাই-এর প্রধান আর্থিক কর্মকর্তা পল ভোগেল বিনিয়োগকারীদের জানিয়েছিলেন, স্পটিফাই বিশ্ব অর্থনীতির ক্রমবর্ধমান অনিশ্চয়তা সম্পর্কে সচেতন। গত বছর, সুইডিশ এই মিউজিক-স্ট্রিমিং প্ল্যাটফর্মে ৪৩ কোটিরও বেশি সক্রিয় মাসিক ব্যবহারকারী ছিল।
সম্প্রতি, গুগল প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা দেয়, যা কোম্পানিটির মোট কর্মীসংখ্যার প্রায় ৬ শতাংশ।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
৮ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
৯ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১০ ঘণ্টা আগে