অনলাইন ডেস্ক
ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটি উন্মোচনের পর বিভিন্ন সেবা ও পণ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার যুক্ত করার প্রতিযোগিতায় নেমেছে প্রযুক্তি কোম্পানিগুলো। এর ধারাবাহিকতায় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ছবি এডিটের ফিচার নিয়ে হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ছবির ব্যাকগ্রাউন্ড, স্টাইল ও আকার পরিবর্তন করতে পারবে। আর ফিচারটিতে এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
এক প্রতিবেদনে হোয়াটসঅ্যাপের বিভিন্ন তথ্য প্রদানকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো বলছে, হোয়াটসঅ্যাপের সর্বশেষ বেটা সংস্করণে (২.২৪. ৭.১৩) এই এআইভিত্তিক ছবি এডিটের কোড দেখা গিয়েছে। ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। বেটা প্রোগ্রামের অংশগ্রহণকারীরা এই ফিচার ব্যবহার করতে পারবে।
হোয়াটসঅ্যাপের ছবি পাঠানোর ইন্টারফেসের সঙ্গে ফিচারটি দেখা গিয়েছে। এইচডি আইকোনে পাশে ফিচারটি দেখা যাবে। এতে ছবির এডিটের জন্য ব্যাকড্রপ, রিস্টাইল ও এক্সপান্ডের মতো অপশন রয়েছে।
এই ফিচারটি ছাড়াও মেটার এআই সেবা ব্যবহার করার জন্য এআই সার্চ বার ফিচার যুক্ত করতে পারে কোম্পানিটি। হোয়াটসঅ্যাপ ধীরে ধীরে এআইভিত্তিক আরও ফিচার যুক্ত করার সম্ভাবনা রয়েছে। ফিচারটি অ্যান্ড্রয়েডের বেটা ভার্সনে দেখা গেলেও এই দুই ফিচার আইওএস ডিভাইসেও যুক্ত করা হবে।
এছাড়া ভয়েস মেসেজগুলো টেক্সটে রূপান্তরের সুবিধা নিয়ে আসবে হোয়াটসঅ্যাপ। ফলে ভয়েস নোটগুলো চালু করা ছাড়াই এতে কি বলা হয়েছে তা পড়ে নেওয়া যাবে। ফিচারটি প্রথমে আইওএস ডিভাইসের জন্য নিয়ে আসা হলেও ভবিষ্যতে ফিচারটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও নিয়ে আসা হবে। এই ফিচারও পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণের সীমিত সংখ্যক ব্যবহারকরীর জন্য ফিচারটি উন্মুক্ত করা হয়েছে।
মেসেজিংয়ের সময় লিংক প্রিভিউ বন্ধের ফিচারও আনছে এই প্ল্যাটফর্ম। এই ফিচারের মাধ্যমে লিংকের সঙ্গে ওয়েবসাইটের লোগো বা ভেতরের কনটেন্টের ডিসক্রিপশন দেখানো বন্ধ করা যাবে। ফলে ব্যবহারকারীদের আর অনাকাঙ্ক্ষিত কনটেন্টের সম্মুখীন হতে হবে না।
এছাড়া একসঙ্গে পাঁচটি চ্যাট ও তিনটি মেসেজ পিন করার ফিচারও নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। এর আগে প্ল্যাটফর্মটিতে কেবল একটি মেসেজ ও তিনটি মেসেজ পিন করার সুবিধা ছিল।
ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটি উন্মোচনের পর বিভিন্ন সেবা ও পণ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার যুক্ত করার প্রতিযোগিতায় নেমেছে প্রযুক্তি কোম্পানিগুলো। এর ধারাবাহিকতায় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ছবি এডিটের ফিচার নিয়ে হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ছবির ব্যাকগ্রাউন্ড, স্টাইল ও আকার পরিবর্তন করতে পারবে। আর ফিচারটিতে এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
এক প্রতিবেদনে হোয়াটসঅ্যাপের বিভিন্ন তথ্য প্রদানকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো বলছে, হোয়াটসঅ্যাপের সর্বশেষ বেটা সংস্করণে (২.২৪. ৭.১৩) এই এআইভিত্তিক ছবি এডিটের কোড দেখা গিয়েছে। ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। বেটা প্রোগ্রামের অংশগ্রহণকারীরা এই ফিচার ব্যবহার করতে পারবে।
হোয়াটসঅ্যাপের ছবি পাঠানোর ইন্টারফেসের সঙ্গে ফিচারটি দেখা গিয়েছে। এইচডি আইকোনে পাশে ফিচারটি দেখা যাবে। এতে ছবির এডিটের জন্য ব্যাকড্রপ, রিস্টাইল ও এক্সপান্ডের মতো অপশন রয়েছে।
এই ফিচারটি ছাড়াও মেটার এআই সেবা ব্যবহার করার জন্য এআই সার্চ বার ফিচার যুক্ত করতে পারে কোম্পানিটি। হোয়াটসঅ্যাপ ধীরে ধীরে এআইভিত্তিক আরও ফিচার যুক্ত করার সম্ভাবনা রয়েছে। ফিচারটি অ্যান্ড্রয়েডের বেটা ভার্সনে দেখা গেলেও এই দুই ফিচার আইওএস ডিভাইসেও যুক্ত করা হবে।
এছাড়া ভয়েস মেসেজগুলো টেক্সটে রূপান্তরের সুবিধা নিয়ে আসবে হোয়াটসঅ্যাপ। ফলে ভয়েস নোটগুলো চালু করা ছাড়াই এতে কি বলা হয়েছে তা পড়ে নেওয়া যাবে। ফিচারটি প্রথমে আইওএস ডিভাইসের জন্য নিয়ে আসা হলেও ভবিষ্যতে ফিচারটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও নিয়ে আসা হবে। এই ফিচারও পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণের সীমিত সংখ্যক ব্যবহারকরীর জন্য ফিচারটি উন্মুক্ত করা হয়েছে।
মেসেজিংয়ের সময় লিংক প্রিভিউ বন্ধের ফিচারও আনছে এই প্ল্যাটফর্ম। এই ফিচারের মাধ্যমে লিংকের সঙ্গে ওয়েবসাইটের লোগো বা ভেতরের কনটেন্টের ডিসক্রিপশন দেখানো বন্ধ করা যাবে। ফলে ব্যবহারকারীদের আর অনাকাঙ্ক্ষিত কনটেন্টের সম্মুখীন হতে হবে না।
এছাড়া একসঙ্গে পাঁচটি চ্যাট ও তিনটি মেসেজ পিন করার ফিচারও নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। এর আগে প্ল্যাটফর্মটিতে কেবল একটি মেসেজ ও তিনটি মেসেজ পিন করার সুবিধা ছিল।
ফেসবুক, ইনস্টাগ্রামসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া জায়ান্টেদের ওপর বৈশ্বিক আয়ের ৫ শতাংশ পর্যন্ত জরিমানা আরোপ করার পরিকল্পনা প্রত্যাহার করেছে অস্ট্রেলিয়া। চলতি বছরের প্রস্তাবিত একটি আইন অনুযায়ী, কোম্পানিগুলোর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জরিমানা আরোপ করার পরিকল্পনা করেছিল দেশটি।
২০ মিনিট আগেমার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
২ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
২ দিন আগে