Ajker Patrika

জিমেইলের জন্য ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ চালু করছে গুগল ওয়ার্কস্পেস

প্রযুক্তি ডেস্ক
জিমেইলের জন্য ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ চালু করছে গুগল ওয়ার্কস্পেস

জিমেইলের নিরাপত্তায় ‘ক্লায়েন্ট সাইড’ এনক্রিপশন–সুবিধা চালু করছে জিমেইল ওয়ার্কস্পেস। প্রযুক্তি জায়ান্ট গুগল গত ১৮ ডিসেম্বর জানায়, সুবিধাটি শুধুমাত্র ওয়েবের জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।

এ সুবিধা চালু হলে ব্যবহারকারীদের পাঠানো ই-মেইল বার্তা বিশেষ কোডের মাধ্যমে প্রাপকের কাছে পাঠানো হবে। নির্দিষ্ট ই-মেইল এড্রেসে ই-মেইলটি পৌঁছানোর পরই সংকেত বা কোডযুক্ত ই-মেইলগুলো পড়তে পারবেন প্রাপক। ফলে শুধুমাত্র ই-মেইল প্রেরক এবং প্রাপক ছাড়া অন্য কেউ বার্তায় থাকা তথ্য জানতে পারবেন না। এরই মধ্যে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করছে প্রতিষ্ঠানটি।

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, এখন জিমেইলে ‘ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি’ প্রযুক্তির মাধ্যমে এনক্রিপ্ট করে বার্তা চালাচালি করা হয়। এ প্রযুক্তিতে ব্যবহারকারীদের ই-মেইল এনক্রিপ্ট আকারে আদান-প্রদান করা হলেও সেগুলো গুগল স্ক্যান করে থাকে। স্প্যাম বা ভাইরাসযুক্ত ই-মেইল শনাক্তের পাশাপাশি প্রাপককে স্মার্ট রিপ্লাইয়ের সুযোগ দিতেই এমনটি করে থাকে প্রতিষ্ঠানটি।

তবে এনক্রিপশনের সুবিধা চালু হলে নিজেদের সার্ভারে থাকা ই-মেইলগুলোর তথ্য গুগলের পক্ষেও জানা সম্ভব হবে না। ফলে জিমেইলে তথ্য আদান প্রদানের নিরাপত্তা জোরদার পাবে। শিগগিরই এ সুবিধা চালু সবার জন্য চালু করার ঘোষণা দিয়েছে গুগল। নতুন এ সুবিধা প্রাথমিকভাবে গুগল ওয়ার্কস্পেস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। শুধুমাত্র গুগল ওয়ার্কস্পেস এন্টারপ্রাইজ প্লাস, এডুকেশন প্লাস বা এডুকেশন স্ট্যান্ডার্ড এর ব্যবহারকারীরাই জিমেইলে এনক্রিপশন সুবিধার জন্য আবেদন করতে পারবেন।

এখন গুগল ড্রাইভ, গুগল মিট, গুগল ক্যালেন্ডার, গুগল ডকস, শিটস ও স্লাইডসে ক্লায়েন্ট সাইড এনক্রিপশন–সুবিধার মাধ্যমে তথ্য লেনদেন করতে পারেন ব্যবহারকারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত