সাদাত হোসেন
কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে গুগল কী আনবে, তা নিয়ে আগ্রহ ছিল প্রযুক্তি বিশ্বে। চ্যাটজিপিটিকে টেক্কা দিতে এবার নিজেদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করেছে গুগল ডিপমাইন্ড। বার্ডের চেয়েও স্মার্ট এ মডেল অনেক ধরনের কাজ সহজে করতে পারে। জেমিনি নামের এই এআই একই সঙ্গে ছবি, ভিডিও, অডিও ও লেখার মতো বিভিন্ন বিষয় বুঝতে পারে এবং সেই অনুযায়ী উত্তর দিতে পারে। বার্ডের মধ্যে জেমিনি প্রো প্রাথমিকভাবে টেক্সটভিত্তিক প্রম্পট সাপোর্ট করবে। পরে মাল্টিমোডাল সাপোর্টসহ এটি আনা হবে বলে জানিয়েছে গুগল। নতুন মডেলটি ১৭০টির বেশি দেশ ও অঞ্চলে ইংরেজি ভাষায় পাওয়া যাবে এবং ভবিষ্যতে আরও অনেক ভাষা এতে যুক্ত করা হবে।
চ্যাটজিপিটিসহ বেশির ভাগ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কেবল একধরনের কনটেন্ট বুঝতে বা তৈরি করতে পারে। ওপেনএআইয়ের এআই শুধু টেক্সট হিসেবে দেওয়া তথ্য বুঝতে পারে। এরপর সে অনুযায়ী উত্তর দিতে পারে, তৈরি করতে পারে লেখানির্ভর কনটেন্ট। আবার মিডজার্নি লিখে দেওয়া নির্দেশনা অনুযায়ী তৈরি করতে পারে ছবি। কিন্তু জেমিনি টেক্সটের পাশাপাশি নানান ধরনের কনটেন্ট বুঝতে পারে। এমনটিই দাবি করা হয়েছে গুগলের সম্প্রতি প্রকাশিত এক ব্লগ পোস্টে।
কীভাবে কাজ করবে
গুগল জেমিনি
আলট্রা, প্রো ও ন্যানো—এই তিন ধাপে কাজ করবে গুগলের এআই টুল। আলট্রা মুডে ব্যবহার করা হয়েছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। প্রোতে তুলনামূলক ছোট ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করা হয়েছে। ন্যানোতে আরও ছোট ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করেছে গুগল। এ ছাড়া এই টুলে টেনসর প্রসেসিং ইউনিট নামে একটি হার্ডওয়্যার সিস্টেম আছে। থাকছে গ্রাফিকস প্রসেসিং ইউনিটও।
জেমিনির ১.০-এর মোট তিনটি সংস্করণের মধ্যে জেমিনি আলট্রা সবচেয়ে বড় পরিসরে ও জটিল ধরনের কাজ করতে পারে। জেমিনি প্রো গুগলের ডিজিটাল সেবাগুলোর সঙ্গে যুক্ত। আর স্মার্টফোনে ব্যবহারের উপযোগী হিসেবে তৈরি করা হয়েছে জেমিনি ন্যানো। গুগল ডিপমাইন্ডের টেকনিক্যাল রিপোর্ট অনুসারে, জেমিনি আলট্রা চ্যাটজিপিটি-৪সহ অন্য এআই মডেলগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা ও উন্নয়নের ৩২টি মানদণ্ডের ৩০টিতেই হারিয়ে দিয়েছে। বলা হচ্ছে, জেমিনি ছবি বিশ্লেষণের ৯টি, ভিডিও বোঝার ৬টি, ৫টি অডিও ও অনুবাদবিষয়ক মানদণ্ড এবং ১০টি টেক্সট ও যৌক্তিকতা বোঝার মানদণ্ডে সফলভাবে উতরে গেছে। টেক্সট ও যৌক্তিকতা বোঝার দুটি পরীক্ষায় অবশ্য জিপিটি-৪-এর কাছে হেরেছে জেমিনি আলট্রা। তবে চ্যাটজিপিটিকে বিভিন্ন মানদণ্ডে হারিয়ে দিলেও একদম ছাপিয়ে গেছে—এমনটা এখনই বলা যাচ্ছে না।
ডিপমাইন্ডের বিজ্ঞানীরা জেমিনি এআই মডেল এমনভাবে তৈরি করেছেন বলে দাবি করছেন, যেন সেটি তাৎক্ষণিক প্রয়োজনেও ব্যবহার করা যায়। তবে এটি এখনো পুরোপুরি ত্রুটিমুক্ত নয়। এখনো এটি মাঝেমধ্যে শতভাগ আত্মবিশ্বাসের সঙ্গে ভুল তথ্য দেয়! এ ধরনের ত্রুটি সারিয়ে তোলা কঠিন। তবু বর্তমান সময়ের অন্যতম অগ্রগামী এআই মডেল হয়ে উঠেছে জেমিনি। গুগলের বিভিন্ন সেবার সঙ্গে যুক্ত থাকায় এটা ব্যবহারকারীদের নানাভাবে সাহায্য করতে পারবে।
সূত্র: লাইভ সায়েন্স, গুগল ব্লগ পোস্ট
কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে গুগল কী আনবে, তা নিয়ে আগ্রহ ছিল প্রযুক্তি বিশ্বে। চ্যাটজিপিটিকে টেক্কা দিতে এবার নিজেদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করেছে গুগল ডিপমাইন্ড। বার্ডের চেয়েও স্মার্ট এ মডেল অনেক ধরনের কাজ সহজে করতে পারে। জেমিনি নামের এই এআই একই সঙ্গে ছবি, ভিডিও, অডিও ও লেখার মতো বিভিন্ন বিষয় বুঝতে পারে এবং সেই অনুযায়ী উত্তর দিতে পারে। বার্ডের মধ্যে জেমিনি প্রো প্রাথমিকভাবে টেক্সটভিত্তিক প্রম্পট সাপোর্ট করবে। পরে মাল্টিমোডাল সাপোর্টসহ এটি আনা হবে বলে জানিয়েছে গুগল। নতুন মডেলটি ১৭০টির বেশি দেশ ও অঞ্চলে ইংরেজি ভাষায় পাওয়া যাবে এবং ভবিষ্যতে আরও অনেক ভাষা এতে যুক্ত করা হবে।
চ্যাটজিপিটিসহ বেশির ভাগ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কেবল একধরনের কনটেন্ট বুঝতে বা তৈরি করতে পারে। ওপেনএআইয়ের এআই শুধু টেক্সট হিসেবে দেওয়া তথ্য বুঝতে পারে। এরপর সে অনুযায়ী উত্তর দিতে পারে, তৈরি করতে পারে লেখানির্ভর কনটেন্ট। আবার মিডজার্নি লিখে দেওয়া নির্দেশনা অনুযায়ী তৈরি করতে পারে ছবি। কিন্তু জেমিনি টেক্সটের পাশাপাশি নানান ধরনের কনটেন্ট বুঝতে পারে। এমনটিই দাবি করা হয়েছে গুগলের সম্প্রতি প্রকাশিত এক ব্লগ পোস্টে।
কীভাবে কাজ করবে
গুগল জেমিনি
আলট্রা, প্রো ও ন্যানো—এই তিন ধাপে কাজ করবে গুগলের এআই টুল। আলট্রা মুডে ব্যবহার করা হয়েছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। প্রোতে তুলনামূলক ছোট ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করা হয়েছে। ন্যানোতে আরও ছোট ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করেছে গুগল। এ ছাড়া এই টুলে টেনসর প্রসেসিং ইউনিট নামে একটি হার্ডওয়্যার সিস্টেম আছে। থাকছে গ্রাফিকস প্রসেসিং ইউনিটও।
জেমিনির ১.০-এর মোট তিনটি সংস্করণের মধ্যে জেমিনি আলট্রা সবচেয়ে বড় পরিসরে ও জটিল ধরনের কাজ করতে পারে। জেমিনি প্রো গুগলের ডিজিটাল সেবাগুলোর সঙ্গে যুক্ত। আর স্মার্টফোনে ব্যবহারের উপযোগী হিসেবে তৈরি করা হয়েছে জেমিনি ন্যানো। গুগল ডিপমাইন্ডের টেকনিক্যাল রিপোর্ট অনুসারে, জেমিনি আলট্রা চ্যাটজিপিটি-৪সহ অন্য এআই মডেলগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা ও উন্নয়নের ৩২টি মানদণ্ডের ৩০টিতেই হারিয়ে দিয়েছে। বলা হচ্ছে, জেমিনি ছবি বিশ্লেষণের ৯টি, ভিডিও বোঝার ৬টি, ৫টি অডিও ও অনুবাদবিষয়ক মানদণ্ড এবং ১০টি টেক্সট ও যৌক্তিকতা বোঝার মানদণ্ডে সফলভাবে উতরে গেছে। টেক্সট ও যৌক্তিকতা বোঝার দুটি পরীক্ষায় অবশ্য জিপিটি-৪-এর কাছে হেরেছে জেমিনি আলট্রা। তবে চ্যাটজিপিটিকে বিভিন্ন মানদণ্ডে হারিয়ে দিলেও একদম ছাপিয়ে গেছে—এমনটা এখনই বলা যাচ্ছে না।
ডিপমাইন্ডের বিজ্ঞানীরা জেমিনি এআই মডেল এমনভাবে তৈরি করেছেন বলে দাবি করছেন, যেন সেটি তাৎক্ষণিক প্রয়োজনেও ব্যবহার করা যায়। তবে এটি এখনো পুরোপুরি ত্রুটিমুক্ত নয়। এখনো এটি মাঝেমধ্যে শতভাগ আত্মবিশ্বাসের সঙ্গে ভুল তথ্য দেয়! এ ধরনের ত্রুটি সারিয়ে তোলা কঠিন। তবু বর্তমান সময়ের অন্যতম অগ্রগামী এআই মডেল হয়ে উঠেছে জেমিনি। গুগলের বিভিন্ন সেবার সঙ্গে যুক্ত থাকায় এটা ব্যবহারকারীদের নানাভাবে সাহায্য করতে পারবে।
সূত্র: লাইভ সায়েন্স, গুগল ব্লগ পোস্ট
মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
১ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৯ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
২১ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১ দিন আগে