অনলাইন ডেস্ক
ব্যবহারকারীদের জন্য সুবিধা দিতে প্রতিনিয়ত নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। এই মেসেজিং প্ল্যাটফর্মে পছন্দমতো চ্যাটথ্রেড পিন করার বা সবার উপরে রাখার সুবিধা আগে থেকেই ছিল। এবার কোনো থ্রেডের ভেতর থেকে নির্দিষ্ট কোনো মেসেজও পিন করা যাবে। শিগগিরই হোয়াটসঅ্যাপে এই সুবিধা যোগ হচ্ছে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশ এক প্রতিবেদনে জানিয়েছে।
হোয়াটসঅ্যাপের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো বলছে, গুগল প্লে বেটা প্রোগ্রামে হোয়াটসঅ্যাপের ২.২৩. ২১.৪ ভার্সনে বিভিন্ন কথোপকথনের মেসেজ পিন করার সুবিধা দেখা গেছে। যেকোনো মেসেজ নজরে রাখতে চ্যাটের মধ্যেই পিন করে রাখা যাবে। এর ফলে পুরনো হলেও গুরুত্বপূর্ণ মেসেজ দেখা সহজ হবে।
এই নতুন ফিচারসহ হোয়াটসঅ্যাপে চ্যাট শেয়ার মেনুরও নতুন নকশা দেখা যাবে। চ্যাট শেয়ার মেনুকে আরও ব্যবহারবান্ধব করা হয়েছে। এই আপডেটে কনটেন্ট শেয়ারের কোনো অপশন বাদ যায়নি।
সেপ্টেম্বরের শেষের দিকে হোয়াটসঅ্যাপের ২.২৩. ২০.১০ বেটা ভার্সনে আরও নতুন ফিচার যুক্ত করা হয়। এর মধ্যে আছে হোম স্ক্রিনের রঙহীন টপবার ও হালকা ধূসর বটম বার। ডার্ক মোডের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই আপডেট আনা হয়েছে। আবার নতুনরূপে চ্যাট বাবল ও ফ্লোটিং অ্যাকশন বাটনও নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। এসব আপডেট এখনও বেটা ভার্সনেই এসেছে। ভবিষ্যতে এক এক করে ফিচারগুলো ছাড়া হবে বলে ধারণা করা হচ্ছে।
হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী গুগলের টেক্সট ফরম্যাটের সঙ্গে পাল্লা দিতে বেটা ভার্সন ২.২৩. ২১.৩ এ উদ্ধৃতি ব্লক ফিচার, টেক্সট ফরমেটিং ও চ্যাট কনটেন্ট লিস্ট সাজানোর সুবিধা এনেছে। আপডেটগুলো ছোট বলে মনে হলেও হোয়াটসঅ্যাপের টেক্সট মেসেজিংয়ের ক্ষেত্রে এগুলো বড় পরিবর্তন নিয়ে আসবে।
হোয়াটসঅ্যাপের এন্ড টু এন্ড ফিচারটিরও অনেক সুবিধা। এর মাধ্যমে নিরাপত্তা নিয়ে চিন্তিত না হয়ে ব্যবহারকারী নিশ্চিন্তে মেসেজিং করতে পারবে।
ব্যবহারকারীদের জন্য সুবিধা দিতে প্রতিনিয়ত নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। এই মেসেজিং প্ল্যাটফর্মে পছন্দমতো চ্যাটথ্রেড পিন করার বা সবার উপরে রাখার সুবিধা আগে থেকেই ছিল। এবার কোনো থ্রেডের ভেতর থেকে নির্দিষ্ট কোনো মেসেজও পিন করা যাবে। শিগগিরই হোয়াটসঅ্যাপে এই সুবিধা যোগ হচ্ছে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশ এক প্রতিবেদনে জানিয়েছে।
হোয়াটসঅ্যাপের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো বলছে, গুগল প্লে বেটা প্রোগ্রামে হোয়াটসঅ্যাপের ২.২৩. ২১.৪ ভার্সনে বিভিন্ন কথোপকথনের মেসেজ পিন করার সুবিধা দেখা গেছে। যেকোনো মেসেজ নজরে রাখতে চ্যাটের মধ্যেই পিন করে রাখা যাবে। এর ফলে পুরনো হলেও গুরুত্বপূর্ণ মেসেজ দেখা সহজ হবে।
এই নতুন ফিচারসহ হোয়াটসঅ্যাপে চ্যাট শেয়ার মেনুরও নতুন নকশা দেখা যাবে। চ্যাট শেয়ার মেনুকে আরও ব্যবহারবান্ধব করা হয়েছে। এই আপডেটে কনটেন্ট শেয়ারের কোনো অপশন বাদ যায়নি।
সেপ্টেম্বরের শেষের দিকে হোয়াটসঅ্যাপের ২.২৩. ২০.১০ বেটা ভার্সনে আরও নতুন ফিচার যুক্ত করা হয়। এর মধ্যে আছে হোম স্ক্রিনের রঙহীন টপবার ও হালকা ধূসর বটম বার। ডার্ক মোডের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই আপডেট আনা হয়েছে। আবার নতুনরূপে চ্যাট বাবল ও ফ্লোটিং অ্যাকশন বাটনও নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। এসব আপডেট এখনও বেটা ভার্সনেই এসেছে। ভবিষ্যতে এক এক করে ফিচারগুলো ছাড়া হবে বলে ধারণা করা হচ্ছে।
হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী গুগলের টেক্সট ফরম্যাটের সঙ্গে পাল্লা দিতে বেটা ভার্সন ২.২৩. ২১.৩ এ উদ্ধৃতি ব্লক ফিচার, টেক্সট ফরমেটিং ও চ্যাট কনটেন্ট লিস্ট সাজানোর সুবিধা এনেছে। আপডেটগুলো ছোট বলে মনে হলেও হোয়াটসঅ্যাপের টেক্সট মেসেজিংয়ের ক্ষেত্রে এগুলো বড় পরিবর্তন নিয়ে আসবে।
হোয়াটসঅ্যাপের এন্ড টু এন্ড ফিচারটিরও অনেক সুবিধা। এর মাধ্যমে নিরাপত্তা নিয়ে চিন্তিত না হয়ে ব্যবহারকারী নিশ্চিন্তে মেসেজিং করতে পারবে।
২০৩০ সালের মধ্যে ৬ থেকে ৮ মিলিয়ন দক্ষ আইটি পেশাদার তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। আজ শনিবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘বাংলাদেশ: দ্য ইমার্জিং আইসিটি পাওয়ার হাউস’ শীর্ষক এক সেমিনারে তথ্য ও যোগাযোগ...
৫ ঘণ্টা আগেচলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
১৩ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
১৪ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
১৮ ঘণ্টা আগে