অনলাইন ডেস্ক
তাড়াহুড়োর সময় বা ভুলক্রমে একই নম্বর ফোনে একাধিকবার সেভ করা হয়। তাই প্রয়োজনের সময় কন্টাক্ট খুঁজে পাওয়া মুশকিল। তবে স্মার্টফোনের মার্জ টুলের মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আর কয়েক মিনিটের মধ্যেই নম্বরগুলো মার্জ হয়ে যায়।
মার্জ টুল কি
একই নম্বর বিভিন্ন নামে সেভ করা থাকলে যেকোনো একটি নামে নম্বরগুলো সেভ করে মার্জ টুল। এর ফলে আপনাকে আলাদা আলাদা করে নম্বর মুছে ফেলার প্রয়োজন নেই বা একটি একটি করে ডুপ্লিকেট নম্বর খুঁজতেও হবে না। তাই আপনার সময় ও শ্রম দুটিই বাঁচবে। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসেই কন্টাক্ট মার্জ টুল ব্যবহার করা যাবে।
অ্যান্ড্রয়েড ফোনে নম্বর মার্জ করবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড ফোনে কন্টাক্ট অ্যাপ চালু করুন।
২. ডান পাশের ওপরে প্রোফাইল আইকোন থেকে যে গুগল অ্যাকাউন্টের ডুপ্লিকেট নম্বরগুলো মার্জ করতে চান, সেটি নির্বাচন করুন।
৩. এরপর আপনাকে ‘মার্জ ও ফিক্স’ অপশন খুঁজে পেতে হবে। তবে অ্যান্ড্রয়েডের একেক ডিভাইসে একেক জায়গায় থাকে এই অপশন।
স্যামসাং ডিভাইসের ক্ষেত্রে—
• কন্টাক্ট অ্যাপের মধ্যে হ্যামবার্গার (তিনটি অনুভূমিক লাইন) আইকোনে ট্যাপ করুন।
• এরপর ‘ম্যানেজ কনট্যাক্টসে’ প্রবেশ করুন। এরপর ‘মার্জ কন্টাক্ট’ খুঁজে বের করুন।
মটোরোলা ডিভাইসের ক্ষেত্রে—
• কন্টাক্ট অ্যাপের মধ্যে হ্যামবার্গার (তিনটি অনুভূমিক লাইন) আইকোনে ট্যাপ করুন।
• ‘সাজেশনস’ অপশন থেকে ‘মার্জ ডুপ্লিকেট’ অপশনটি খুঁজে বের করুন।
হুয়াওয়ে ফোনের ক্ষেত্রে—
• কন্টাক্ট অ্যাপে যান এবং পেজটির নিচে কন্টাক্ট ট্যাবে যান।
• ওপরের ডান পাশের ওপরে থাকা তিন ডট আইকোনে ট্যাপ করুন এবং সেটিংস অপশন নির্বাচন করুন।
• ম্যানেজ কনট্যাক্টসের অপশনের নিচে ‘অর্গানাইজ কনট্যাক্টসে’ অপশনে ট্যাপ করুন।
• মার্জ ডুপ্লিকেট কনট্যাক্টস অপশন খুঁজে বরে করুন।
শাওমি ও ভোডাফোনের ক্ষেত্রে—
• কন্টাক্ট অ্যাপে প্রবেশ করুন।
• নিচের দিকে ডানে ‘অর্গানাইজ’ অপশনে ট্যাপ করুন। পরের পেজে ‘মার্জ ও ফিক্স’ অপশন নির্বাচন করুন।
৪. এভাবে অ্যান্ড্রয়েড ডিভাইসে ‘মার্জ’ টুলটি খুঁজে বের করে এতে ট্যাপ করুন। এরপর সবগুলো কন্টাক্ট একেবারে মার্জ করতে চাইলে ‘মার্জ অল’ অপশন নির্বাচন করুন। অথবা একটি একটি করে নির্বাচন করে নম্বরগুলো মার্জ করুন।
আইফোনে ডুপ্লিকেট নম্বর মার্জ করবেন যেভাবে
আইফোনে ডুপ্লিকেট নম্বর মার্জ করার জন্য আপনার ফোনে আইওএস ১৬ অপারেটিং সিস্টেমের সমর্থন থাকতে হবে।
১. কন্টাক্ট অ্যাপ চালু করুন।
২. এরপর ‘অল কন্টাক্টস’অপশনে প্রবেশ করুন।
৩. ডুপ্লিকেট নম্বর থাকলে ‘ভিউ ডুপ্লিকেট’ অপশন দেখা যাবে।
৪. যে নম্বরটি মার্জ করতে চান, তাতে ট্যাপ করুন বা সবগুলো নম্বর মার্জ করার জন্য ‘মার্জ অল’ অপশনে ট্যাপ করুন।
তাড়াহুড়োর সময় বা ভুলক্রমে একই নম্বর ফোনে একাধিকবার সেভ করা হয়। তাই প্রয়োজনের সময় কন্টাক্ট খুঁজে পাওয়া মুশকিল। তবে স্মার্টফোনের মার্জ টুলের মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আর কয়েক মিনিটের মধ্যেই নম্বরগুলো মার্জ হয়ে যায়।
মার্জ টুল কি
একই নম্বর বিভিন্ন নামে সেভ করা থাকলে যেকোনো একটি নামে নম্বরগুলো সেভ করে মার্জ টুল। এর ফলে আপনাকে আলাদা আলাদা করে নম্বর মুছে ফেলার প্রয়োজন নেই বা একটি একটি করে ডুপ্লিকেট নম্বর খুঁজতেও হবে না। তাই আপনার সময় ও শ্রম দুটিই বাঁচবে। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসেই কন্টাক্ট মার্জ টুল ব্যবহার করা যাবে।
অ্যান্ড্রয়েড ফোনে নম্বর মার্জ করবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড ফোনে কন্টাক্ট অ্যাপ চালু করুন।
২. ডান পাশের ওপরে প্রোফাইল আইকোন থেকে যে গুগল অ্যাকাউন্টের ডুপ্লিকেট নম্বরগুলো মার্জ করতে চান, সেটি নির্বাচন করুন।
৩. এরপর আপনাকে ‘মার্জ ও ফিক্স’ অপশন খুঁজে পেতে হবে। তবে অ্যান্ড্রয়েডের একেক ডিভাইসে একেক জায়গায় থাকে এই অপশন।
স্যামসাং ডিভাইসের ক্ষেত্রে—
• কন্টাক্ট অ্যাপের মধ্যে হ্যামবার্গার (তিনটি অনুভূমিক লাইন) আইকোনে ট্যাপ করুন।
• এরপর ‘ম্যানেজ কনট্যাক্টসে’ প্রবেশ করুন। এরপর ‘মার্জ কন্টাক্ট’ খুঁজে বের করুন।
মটোরোলা ডিভাইসের ক্ষেত্রে—
• কন্টাক্ট অ্যাপের মধ্যে হ্যামবার্গার (তিনটি অনুভূমিক লাইন) আইকোনে ট্যাপ করুন।
• ‘সাজেশনস’ অপশন থেকে ‘মার্জ ডুপ্লিকেট’ অপশনটি খুঁজে বের করুন।
হুয়াওয়ে ফোনের ক্ষেত্রে—
• কন্টাক্ট অ্যাপে যান এবং পেজটির নিচে কন্টাক্ট ট্যাবে যান।
• ওপরের ডান পাশের ওপরে থাকা তিন ডট আইকোনে ট্যাপ করুন এবং সেটিংস অপশন নির্বাচন করুন।
• ম্যানেজ কনট্যাক্টসের অপশনের নিচে ‘অর্গানাইজ কনট্যাক্টসে’ অপশনে ট্যাপ করুন।
• মার্জ ডুপ্লিকেট কনট্যাক্টস অপশন খুঁজে বরে করুন।
শাওমি ও ভোডাফোনের ক্ষেত্রে—
• কন্টাক্ট অ্যাপে প্রবেশ করুন।
• নিচের দিকে ডানে ‘অর্গানাইজ’ অপশনে ট্যাপ করুন। পরের পেজে ‘মার্জ ও ফিক্স’ অপশন নির্বাচন করুন।
৪. এভাবে অ্যান্ড্রয়েড ডিভাইসে ‘মার্জ’ টুলটি খুঁজে বের করে এতে ট্যাপ করুন। এরপর সবগুলো কন্টাক্ট একেবারে মার্জ করতে চাইলে ‘মার্জ অল’ অপশন নির্বাচন করুন। অথবা একটি একটি করে নির্বাচন করে নম্বরগুলো মার্জ করুন।
আইফোনে ডুপ্লিকেট নম্বর মার্জ করবেন যেভাবে
আইফোনে ডুপ্লিকেট নম্বর মার্জ করার জন্য আপনার ফোনে আইওএস ১৬ অপারেটিং সিস্টেমের সমর্থন থাকতে হবে।
১. কন্টাক্ট অ্যাপ চালু করুন।
২. এরপর ‘অল কন্টাক্টস’অপশনে প্রবেশ করুন।
৩. ডুপ্লিকেট নম্বর থাকলে ‘ভিউ ডুপ্লিকেট’ অপশন দেখা যাবে।
৪. যে নম্বরটি মার্জ করতে চান, তাতে ট্যাপ করুন বা সবগুলো নম্বর মার্জ করার জন্য ‘মার্জ অল’ অপশনে ট্যাপ করুন।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
১৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
১৬ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
১৮ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১৮ ঘণ্টা আগে