প্রযুক্তি ডেস্ক
স্যামসাংয়ের কয়েকজন কর্মী তাঁদের কাজ সহজ করে নিতে চ্যাটজিপিটির সাহায্য নিয়েছিলেন। ফলে, স্যামসাংয়ের বেশ কয়েকজন কর্মীর কারণে কোম্পানির স্পর্শকাতর তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে।
প্রযুক্তিবিষয়ক অনলাইন পোর্টাল এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, চ্যাটজিপিটি দিয়ে নানাবিধ কাজ করানো সম্ভব। তবে এটিকে কোনো গুরুত্বপূর্ণ নথি সংক্ষেপ করতে দেওয়ারে আগে বা ত্রুটি যাচাইয়ের বেলায় মাথায় রাখা উচিত এতে ব্যবহৃত ডেটা এই ল্যাংগুয়েজ মডেলটিকে প্রশিক্ষণ দিতে বা অন্যান্য ব্যবহারকারীর প্রশ্নের জবাব হিসেবে দেখা যেতে পারে। ফলে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের গোপনীয়তা ভঙ্গের আশঙ্কা থেকে যায়।
‘দ্য ইকোনমিস্ট কোরিয়া’র প্রতিবেদন অনুযায়ী, স্যামসাংয়ের সেমিকন্ডাক্টর বিভাগ কোম্পানির প্রকৌশলীদের চ্যাটজিপিটি ব্যবহারের অনুমোদনের পর অন্তত তিন বার কোম্পানির কর্মীরা এতে বিভিন্ন কাজ করিয়ে নিতে গিয়ে গোপন তথ্য ফাঁস করেন। এক কর্মী বিভিন্ন ত্রুটির জন্য ডেটাবেইজ সোর্স কোড যাচাইয়ের জন্য চ্যাটজিপিটির সাহায্য নেন, আরেকজন বিভিন্ন কোড অপটিমাইজেশন ও তৃতীয় এক কর্মী মিটিংয়ের বিবরণী তৈরি করেন।
চ্যাটজিপিটির বিভিন্ন নিরাপত্তা ত্রুটি সম্পর্কে জানার পর কর্মীদের চ্যাটজিপিটি প্রম্পটের দৈর্ঘ্য এক কিলোবাইট বা ১ হাজার ২৪ অক্ষরের মধ্যে টেক্সট সীমিত করেছে স্যামসাং। ভবিষ্যতে এমন ভুল কমিয়ে আনারও চেষ্টা করার পাশাপাশি ওই তিন কর্মীর বিরুদ্ধে তদন্তের কথাও জানিয়েছে স্যামসাং। এমন ভুল প্রতিরোধে নিজস্ব চ্যাটবট বানানোর কথা ভাবছে কোম্পানিটি।
চ্যাটজিপিটিতে সম্প্রতি নতুন একটি ত্রুটি দেখা দেয়। এই ত্রুটির কারণে অন্য ব্যবহারকারীদের কথোপকথনের শিরোনাম দেখতে পেয়েছেন কিছু ব্যবহারকারী। সোশ্যাল মিডিয়া সাইট রেডিট এবং টুইটারে কিছু ব্যবহারকারী তাঁদের চ্যাটজিপিটিতে চ্যাটের ইতিহাসের কিছু স্ক্রিনশট শেয়ার করেন। যেখানে দেখা যায় চ্যাটের তথ্যগুলো তাঁদের নয়।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেছিলেন, ‘আমরা বিব্রত বোধ করছি, তবে এই ত্রুটি সংশোধন করা হয়েছে।’ অনেক ব্যবহারকারী চ্যাটজিপিটির গোপনীয়তা নিয়ে উদ্বিগ্ন থাকেন। গত নভেম্বরে এটি চালু হওয়ার পর থেকে লাখ লাখ মানুষ বার্তা খসড়া করতে, গান লিখতে, এমনকি কোড করতে এই প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন।
চ্যাটজিপিটিতে প্রতিটি চ্যাটের হিস্ট্রি সংরক্ষণ করা হয়, যা পরে আবার দেখা যায়। তবে গত ২০ মার্চ থেকে ব্যবহারকারীরা তাদের চ্যাট হিস্ট্রিতে যে চ্যাটগুলো দেখতে পাচ্ছিলেন, সেগুলো তাদের নয়। রেডিটে একজন ব্যবহারকারী তাঁর চ্যাটের ইতিহাসের একটি ছবি শেয়ার করেছেন, যার শিরোনাম—চীনের সমাজতন্ত্র উন্নয়ন। পুরো কথোপকথনটি মান্দারিন ভাষায় করা হয়েছে।
চ্যাটজিপিটি জানিয়েছে, ত্রুটি ঠিক করা হয়েছে। এ ছাড়া ব্যবহারকারীরা শুধু অন্যের চ্যাটের টাইটেল দেখতে পেয়েছিলেন। চ্যাট পড়তে পারেননি।
এদিকে, চ্যাটজিপিটি নিয়ে নিজের শঙ্কার কথা জানান স্যাম অল্টম্যান। বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে অল্টম্যান বলেন, ‘এআই চ্যাটবটটি অনেক ধরনের চাকরি বিলুপ্ত করবে। এটি যেসব কাজ করতে পারে, তার জন্য আর মানুষের প্রয়োজন হবে না। মানুষ প্রমাণ করেছে, তারা প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারে। তবে কিছু পরিবর্তন ১০ বছরেরও কম সময়ে ঘটবে।’
তিনি আরও বলেন, ‘মানুষের সৃষ্টিশীলতা সীমাহীন। মানুষ কোনো না কোনোভাবে নতুন কাজ খুঁজে নেয়।’
চ্যাটজিপিটির অপব্যবহার নিয়েও শঙ্কা প্রকাশ করে অল্টম্যান বলেন, ‘এআই ল্যাঙ্গুয়েজ মডেলগুলো বৃহৎ পরিসরে ভুয়া তথ্য ছড়ানোর কাজে ব্যবহার করা হতে পারে।’ সাইবার হামলা বাড়ার আশঙ্কার কথাও জানান অল্টম্যান। কারণ, ধীরে ধীরে কোডিংয়েও পারদর্শী হয়ে উঠছে চ্যাটজিপিটি। চ্যাটজিপিটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল হলেও তা মানুষই নিয়ন্ত্রণ করে। তাই কোন ধরনের মানুষ এটা নিয়ন্ত্রণ করছে সেটাও ভাবার বিষয়।
অল্টম্যান গত মাসে একাধিক টুইট বার্তার মাধ্যমে সতর্কবার্তা জানান। এক টুইটে তিনি লেখেন, পৃথিবী কৃত্রিম বুদ্ধিমত্তার ভয়ংকর প্রভাব থেকে বেশি দূরে নয়। আরেক টুইটে এআইকে নিয়ন্ত্রণের কথাও বলেন অল্টম্যান।
স্যামসাংয়ের কয়েকজন কর্মী তাঁদের কাজ সহজ করে নিতে চ্যাটজিপিটির সাহায্য নিয়েছিলেন। ফলে, স্যামসাংয়ের বেশ কয়েকজন কর্মীর কারণে কোম্পানির স্পর্শকাতর তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে।
প্রযুক্তিবিষয়ক অনলাইন পোর্টাল এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, চ্যাটজিপিটি দিয়ে নানাবিধ কাজ করানো সম্ভব। তবে এটিকে কোনো গুরুত্বপূর্ণ নথি সংক্ষেপ করতে দেওয়ারে আগে বা ত্রুটি যাচাইয়ের বেলায় মাথায় রাখা উচিত এতে ব্যবহৃত ডেটা এই ল্যাংগুয়েজ মডেলটিকে প্রশিক্ষণ দিতে বা অন্যান্য ব্যবহারকারীর প্রশ্নের জবাব হিসেবে দেখা যেতে পারে। ফলে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের গোপনীয়তা ভঙ্গের আশঙ্কা থেকে যায়।
‘দ্য ইকোনমিস্ট কোরিয়া’র প্রতিবেদন অনুযায়ী, স্যামসাংয়ের সেমিকন্ডাক্টর বিভাগ কোম্পানির প্রকৌশলীদের চ্যাটজিপিটি ব্যবহারের অনুমোদনের পর অন্তত তিন বার কোম্পানির কর্মীরা এতে বিভিন্ন কাজ করিয়ে নিতে গিয়ে গোপন তথ্য ফাঁস করেন। এক কর্মী বিভিন্ন ত্রুটির জন্য ডেটাবেইজ সোর্স কোড যাচাইয়ের জন্য চ্যাটজিপিটির সাহায্য নেন, আরেকজন বিভিন্ন কোড অপটিমাইজেশন ও তৃতীয় এক কর্মী মিটিংয়ের বিবরণী তৈরি করেন।
চ্যাটজিপিটির বিভিন্ন নিরাপত্তা ত্রুটি সম্পর্কে জানার পর কর্মীদের চ্যাটজিপিটি প্রম্পটের দৈর্ঘ্য এক কিলোবাইট বা ১ হাজার ২৪ অক্ষরের মধ্যে টেক্সট সীমিত করেছে স্যামসাং। ভবিষ্যতে এমন ভুল কমিয়ে আনারও চেষ্টা করার পাশাপাশি ওই তিন কর্মীর বিরুদ্ধে তদন্তের কথাও জানিয়েছে স্যামসাং। এমন ভুল প্রতিরোধে নিজস্ব চ্যাটবট বানানোর কথা ভাবছে কোম্পানিটি।
চ্যাটজিপিটিতে সম্প্রতি নতুন একটি ত্রুটি দেখা দেয়। এই ত্রুটির কারণে অন্য ব্যবহারকারীদের কথোপকথনের শিরোনাম দেখতে পেয়েছেন কিছু ব্যবহারকারী। সোশ্যাল মিডিয়া সাইট রেডিট এবং টুইটারে কিছু ব্যবহারকারী তাঁদের চ্যাটজিপিটিতে চ্যাটের ইতিহাসের কিছু স্ক্রিনশট শেয়ার করেন। যেখানে দেখা যায় চ্যাটের তথ্যগুলো তাঁদের নয়।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেছিলেন, ‘আমরা বিব্রত বোধ করছি, তবে এই ত্রুটি সংশোধন করা হয়েছে।’ অনেক ব্যবহারকারী চ্যাটজিপিটির গোপনীয়তা নিয়ে উদ্বিগ্ন থাকেন। গত নভেম্বরে এটি চালু হওয়ার পর থেকে লাখ লাখ মানুষ বার্তা খসড়া করতে, গান লিখতে, এমনকি কোড করতে এই প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন।
চ্যাটজিপিটিতে প্রতিটি চ্যাটের হিস্ট্রি সংরক্ষণ করা হয়, যা পরে আবার দেখা যায়। তবে গত ২০ মার্চ থেকে ব্যবহারকারীরা তাদের চ্যাট হিস্ট্রিতে যে চ্যাটগুলো দেখতে পাচ্ছিলেন, সেগুলো তাদের নয়। রেডিটে একজন ব্যবহারকারী তাঁর চ্যাটের ইতিহাসের একটি ছবি শেয়ার করেছেন, যার শিরোনাম—চীনের সমাজতন্ত্র উন্নয়ন। পুরো কথোপকথনটি মান্দারিন ভাষায় করা হয়েছে।
চ্যাটজিপিটি জানিয়েছে, ত্রুটি ঠিক করা হয়েছে। এ ছাড়া ব্যবহারকারীরা শুধু অন্যের চ্যাটের টাইটেল দেখতে পেয়েছিলেন। চ্যাট পড়তে পারেননি।
এদিকে, চ্যাটজিপিটি নিয়ে নিজের শঙ্কার কথা জানান স্যাম অল্টম্যান। বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে অল্টম্যান বলেন, ‘এআই চ্যাটবটটি অনেক ধরনের চাকরি বিলুপ্ত করবে। এটি যেসব কাজ করতে পারে, তার জন্য আর মানুষের প্রয়োজন হবে না। মানুষ প্রমাণ করেছে, তারা প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারে। তবে কিছু পরিবর্তন ১০ বছরেরও কম সময়ে ঘটবে।’
তিনি আরও বলেন, ‘মানুষের সৃষ্টিশীলতা সীমাহীন। মানুষ কোনো না কোনোভাবে নতুন কাজ খুঁজে নেয়।’
চ্যাটজিপিটির অপব্যবহার নিয়েও শঙ্কা প্রকাশ করে অল্টম্যান বলেন, ‘এআই ল্যাঙ্গুয়েজ মডেলগুলো বৃহৎ পরিসরে ভুয়া তথ্য ছড়ানোর কাজে ব্যবহার করা হতে পারে।’ সাইবার হামলা বাড়ার আশঙ্কার কথাও জানান অল্টম্যান। কারণ, ধীরে ধীরে কোডিংয়েও পারদর্শী হয়ে উঠছে চ্যাটজিপিটি। চ্যাটজিপিটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল হলেও তা মানুষই নিয়ন্ত্রণ করে। তাই কোন ধরনের মানুষ এটা নিয়ন্ত্রণ করছে সেটাও ভাবার বিষয়।
অল্টম্যান গত মাসে একাধিক টুইট বার্তার মাধ্যমে সতর্কবার্তা জানান। এক টুইটে তিনি লেখেন, পৃথিবী কৃত্রিম বুদ্ধিমত্তার ভয়ংকর প্রভাব থেকে বেশি দূরে নয়। আরেক টুইটে এআইকে নিয়ন্ত্রণের কথাও বলেন অল্টম্যান।
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
১৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
২ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
২ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
২ দিন আগে