হোয়াটসঅ্যাপে ভিডিও জিএআইএফ করার সুযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯: ৪৩
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০: ৪৯

বার্তা আদান প্রদানকে আরও আকর্ষণীয় করতে হোয়াটসঅ্যাপে জিআইএফ (গ্রাফিকস ইন্টারচেঞ্জ ফরম্যাট), ইমোজি ও স্টিকার অপশন রয়েছে। অ্যাপটির মধ্য বেশ কিছু জিআইএফ থাকলেও সেগুলো অনেকেরই পছন্দ হয় না। তবে ফোনে থাকা যেকোনো ভিডিওর পাঁচ সেকেন্ডের অংশ নির্বাচন করে নতুন জিআইএফ তৈরি করে বন্ধুদের পাঠানো যায়। 

খুব সহজেই যেকোনো ভিডিওকে জিআইএফ–এ পরিবর্তন করা যায়। এর মাধ্যমে বন্ধু ও পরিবারের সঙ্গে খুব সহজেই সুন্দর মুহূর্তগুলো জিআইএফ হিসেবে পাঠানো যাবে। ফিচারটি অ্যান্ড্রয়েড ও আইফোনে উভয় ডিভাইস থেকেই ব্যবহার করা যায়। 

জিআইএফ তৈরি করার জন্য হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। আর সেটি না থাকলে অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোর ও আইওএস ডিভাইসের অ্যাপ স্টোর থেকে আপডেট করে নিতে হবে। 

অ্যান্ড্রয়েড ফোনে জিআইএফ তৈরি করবেন যেভাবে

১. হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন
২. যাকে বা যে গ্রুপ চ্যাটে জিআইএফ পাঠাতে চান সেই চ্যাট চালু করুন। 
৩. এরপর নিচের দিকে থাকা পেপার ক্লিপ আইকোনে ট্যাপ করুন। ফলে কতগুলো অপশন দেখা যাবে। 
৪. অপশনগুলো থেকে ‘গ্যালারি’ অপশন নির্বাচন করুন। 
৫. এখন ফোনের গ্যালারি থেকে যেকোনো ভিডিও নির্বাচন করুন। এরপর হোয়াটসঅ্যাপ ভিডিওর পাঁচ সেকেন্ড নির্বাচন করার সুযোগ দেবে। ভিডিও থেকে পছন্দের পাঁচ সেকেন্ড অংশ নির্বাচন করুন। 
৬. এরপর ওপরের ডান দিকে থাকা ‘জিআইএফ’ আইকোনে ট্যাপ করুন। 
৭. জিআইএফ তৈরি হলে নিচের দিকে থাকা সেন্ড আইকোনে (কাগজের প্লেন) ট্যাপ করুন। 

আইফোনে জিআইএফ তৈরি করবেন যেভাবে 
আইফোনের হোয়াটসঅ্যাপে ভিডিও থেকে জিআইএফ তৈরি করার প্রক্রিয়াটি কিছুটা অ্যান্ড্রয়েডের মতো। আইফোনের লাইভ ভিডিওগুলো হোয়াটসঅ্যাপ জিআইএফ হিসেবে পাঠানো যায়। 

আইফোনের জিআইএফ তৈরির জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—

১. হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন
২. যাকে বা যে গ্রুপ চ্যাটে জিআইএফ পাঠাতে চান সেই চ্যাট চালু করুন। 
৩. এরপর ‘‍+’ আইকোনে ট্যাপ করুন। 
৪. এখন ‘ফটোজ’ বা ‘ভিডিও লাইব্রেরি’ অপশনে নির্বাচন করুন। 
৫. ভিডিও ফাইল বা লাইভ ছবিটি নির্বাচন করুন। এগুলোর ৫ সেকেন্ড অংশ নির্বাচন করুন। 
৬. এবার ‘জিআইএফ’ টগল অপশনে ট্যাপ করুন। 
৭. সেন্ড আইকোনে (কাগজের প্লেন) ট্যাপ করুন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত