অনলাইন ডেস্ক
বৈশ্বিকভাবে যাত্রা শুরু করেছে অ্যাপলের নিজস্ব অপারেটিং সিস্টেম আইওএস ১৬ এবং ওয়াচওএস ৯। অতীতের ঐতিহ্য ধরেই রেখেই সর্বশেষ রিলিজ হওয়া অ্যাপল ১৪ সিরিজে এই অপারেটিং সিস্টেমটি পাওয়ার পাশাপাশি বেশ কিছু পুরোনো সিরিজেও এটি পাওয়া যাবে। নতুন এই অপারেটিং সিস্টেমে রয়েছে বেশ কিছু অগ্রগতি, নতুন কিছু অপশন এবং কাস্টোমাইজেশনের নতুন অপশন।
ভারতীয় সংবাদমাধ্যম গ্যাজেট ৩৬০ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন লক স্ক্রিন, প্রাইভেসি সেটিংয়ে আরও বেশ কিছু লেয়ার যুক্ত করা হয়েছে নতুন অপারেটিং সিস্টেমে। এ ছাড়া, আইমেসেজ, শেয়ারপ্লে, নোটিফিকেশন, ম্যাপস, সাফারি, ওয়ালেট এবং অন্যান্য আরও বেশ কয়েকটি অপশনে পরিবর্তন এসেছে। অপরদিকে, ওয়াচওএস ৯–এ যুক্ত হয়েছে একটি নতুন বৈশিষ্ট্য সংবলিত ওয়ার্কআউট অ্যাপ। এ ছাড়া একটি নতুন মেডিকেশন অ্যাপ—যা ঘুম ও হৃৎপিণ্ডের স্বাস্থ্য সম্পর্কে আরও বেশি ইনসাইট দেবে।
যেসব সিরিজের আইফোনে পাওয়া যাবে আইওএস ১৬:
সদস্য রিলিজ হওয়া আইফোন ১৪ সিরিজের পাশাপাশি আইফোন ১২ সিরিজের আইফোন ১২, আইফোন ১২ মিনি, আইফোন ১২ প্রো, আইফোন ১২ প্রো ম্যাক্স, আইফোন ১১, আইফোন ১১ প্রো ম্যাক্স ব্যবহারকারীরা তাদের ফোনে এই আইওএস ১৬ আপডেটটি পাবেন।
এর বাইরেও যারা আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স, আইফোন এক্সআর, আইফোন এক্স, আইফোন ৮, আইফোন ৮ প্লাস, আইফোন এসই (২০২০), আইফোন এসই (২০২২) ব্যবহার করেন তাঁরাই অ্যাপলের অপারেটিং সিস্টেমের সর্বশেষ আপডেটটি নিজেদের ফোনে পাবেন।
যেভাবে পাবেন আইওএস ১৬ এর আপডেট:
আপনার আইফোনটিতে আইওএস ১৬ পাবেন কিনা তা জানতে প্রথমে আপনার ফোনের সেটিংস অপশনে যান। যেখান থেকে জেনারেল অপশনটি ক্লিক করুন এবং তারপর সেখান থেকে সফটওয়্যার আপডেট অপশনটি বাছাই করুন। আপনার ফোনটি আপডেট পেয়ে থাকলে সেখানে আপনি তা দেখতে পাবেন। তারপর ইনস্টল করতে চাইলে ডেটা সংযোগ চালু করে আপডেট করে নিন।
বৈশ্বিকভাবে যাত্রা শুরু করেছে অ্যাপলের নিজস্ব অপারেটিং সিস্টেম আইওএস ১৬ এবং ওয়াচওএস ৯। অতীতের ঐতিহ্য ধরেই রেখেই সর্বশেষ রিলিজ হওয়া অ্যাপল ১৪ সিরিজে এই অপারেটিং সিস্টেমটি পাওয়ার পাশাপাশি বেশ কিছু পুরোনো সিরিজেও এটি পাওয়া যাবে। নতুন এই অপারেটিং সিস্টেমে রয়েছে বেশ কিছু অগ্রগতি, নতুন কিছু অপশন এবং কাস্টোমাইজেশনের নতুন অপশন।
ভারতীয় সংবাদমাধ্যম গ্যাজেট ৩৬০ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন লক স্ক্রিন, প্রাইভেসি সেটিংয়ে আরও বেশ কিছু লেয়ার যুক্ত করা হয়েছে নতুন অপারেটিং সিস্টেমে। এ ছাড়া, আইমেসেজ, শেয়ারপ্লে, নোটিফিকেশন, ম্যাপস, সাফারি, ওয়ালেট এবং অন্যান্য আরও বেশ কয়েকটি অপশনে পরিবর্তন এসেছে। অপরদিকে, ওয়াচওএস ৯–এ যুক্ত হয়েছে একটি নতুন বৈশিষ্ট্য সংবলিত ওয়ার্কআউট অ্যাপ। এ ছাড়া একটি নতুন মেডিকেশন অ্যাপ—যা ঘুম ও হৃৎপিণ্ডের স্বাস্থ্য সম্পর্কে আরও বেশি ইনসাইট দেবে।
যেসব সিরিজের আইফোনে পাওয়া যাবে আইওএস ১৬:
সদস্য রিলিজ হওয়া আইফোন ১৪ সিরিজের পাশাপাশি আইফোন ১২ সিরিজের আইফোন ১২, আইফোন ১২ মিনি, আইফোন ১২ প্রো, আইফোন ১২ প্রো ম্যাক্স, আইফোন ১১, আইফোন ১১ প্রো ম্যাক্স ব্যবহারকারীরা তাদের ফোনে এই আইওএস ১৬ আপডেটটি পাবেন।
এর বাইরেও যারা আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স, আইফোন এক্সআর, আইফোন এক্স, আইফোন ৮, আইফোন ৮ প্লাস, আইফোন এসই (২০২০), আইফোন এসই (২০২২) ব্যবহার করেন তাঁরাই অ্যাপলের অপারেটিং সিস্টেমের সর্বশেষ আপডেটটি নিজেদের ফোনে পাবেন।
যেভাবে পাবেন আইওএস ১৬ এর আপডেট:
আপনার আইফোনটিতে আইওএস ১৬ পাবেন কিনা তা জানতে প্রথমে আপনার ফোনের সেটিংস অপশনে যান। যেখান থেকে জেনারেল অপশনটি ক্লিক করুন এবং তারপর সেখান থেকে সফটওয়্যার আপডেট অপশনটি বাছাই করুন। আপনার ফোনটি আপডেট পেয়ে থাকলে সেখানে আপনি তা দেখতে পাবেন। তারপর ইনস্টল করতে চাইলে ডেটা সংযোগ চালু করে আপডেট করে নিন।
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১ দিন আগে