প্রযুক্তি ডেস্ক
ভুয়া তথ্যের বিস্তার রোধে নিষ্ক্রিয় থাকায় ব্রাজিলে নিষিদ্ধ হতে পারে ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রাম । দেশটিতে আগামী অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে ভুয়া তথ্যের বিস্তার রোধের পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানালেও টেলিগ্রামের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি , এমনটাই দাবি ব্রাজিলের নির্বাচন আদালত। তাই ব্রাজিলে এই অ্যাপ নিষিদ্ধের বিষয়টি তারা বিবেচনায় আনছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে , টেলিগ্রাম দুবাই থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। দক্ষিণ আমেরিকায় তাদের কোনো অফিস না থাকলেও অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে জনপ্রিয়তার দিকে দ্বিতীয় অবস্থানে আছে টেলিগ্রাম। গত ডিসেম্বরের মাঝামাঝি থেকেই টেলিগ্রামের নির্বাহী পরিচালক এবং প্রতিষ্ঠাতা পাভেল দুরভের সঙ্গে ভুয়া তথ্যের বিষয়ে কথা বলার জন্য সাক্ষাৎ চেয়েছেন ব্রাজিলের শীর্ষ আদালতের প্রধান লুইস রবার্তো বারোসো।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বারোসো জানিয়েছেন , ব্রাজিলে ২০২২ সালের নির্বাচনে সবাইকে জাতীয় আইন ও বিচারিক সিদ্ধান্তগুলো মেনে চলতে হবে। তা ছাড়াও , দেশটিতে নির্বাচনী ব্যবস্থার বৈধতা সম্পর্কে ষড়যন্ত্র তত্ত্বের বিস্তার রোধে সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নির্বাহীর সঙ্গে আলোচনা করা হচ্ছে।
তবে এখন পর্যন্ত কোনো বিষয়েই মন্তব্য করতে রাজি হয়নি টেলিগ্রাম।
ব্রাজিলের স্মার্টফোন ব্যবহারকারীদের ৫৩ শতাংশই টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে থাকেন। দেশটির ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর প্রায় ১০লাখ সাবস্ক্রাইবার রয়েছে এই অ্যাপে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে বলসোনারোর কিছু পোস্ট সরিয়ে নেওয়ার পর তার মিত্ররাও টেলিগ্রামের দিকে ঝুঁকেছে।
ফেব্রুয়ারির শুরুতেই টেলিগ্রামের বিষয়ে সিদ্ধান্ত আসতে যাচ্ছে বলে জানিয়েছে ব্রাজিলের নির্বাচন আদালত।
গত সপ্তাহে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফয়েসার জানিয়েছিলেন , মহামারি-সম্পর্কিত বিধিনিষেধের বিরোধিতাকারী ব্যক্তিদের কাছে জনপ্রিয় হয়ে উঠলেও জার্মানিতেও নিষিদ্ধ হতে পারে টেলিগ্রাম।
প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:
ভুয়া তথ্যের বিস্তার রোধে নিষ্ক্রিয় থাকায় ব্রাজিলে নিষিদ্ধ হতে পারে ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রাম । দেশটিতে আগামী অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে ভুয়া তথ্যের বিস্তার রোধের পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানালেও টেলিগ্রামের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি , এমনটাই দাবি ব্রাজিলের নির্বাচন আদালত। তাই ব্রাজিলে এই অ্যাপ নিষিদ্ধের বিষয়টি তারা বিবেচনায় আনছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে , টেলিগ্রাম দুবাই থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। দক্ষিণ আমেরিকায় তাদের কোনো অফিস না থাকলেও অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে জনপ্রিয়তার দিকে দ্বিতীয় অবস্থানে আছে টেলিগ্রাম। গত ডিসেম্বরের মাঝামাঝি থেকেই টেলিগ্রামের নির্বাহী পরিচালক এবং প্রতিষ্ঠাতা পাভেল দুরভের সঙ্গে ভুয়া তথ্যের বিষয়ে কথা বলার জন্য সাক্ষাৎ চেয়েছেন ব্রাজিলের শীর্ষ আদালতের প্রধান লুইস রবার্তো বারোসো।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বারোসো জানিয়েছেন , ব্রাজিলে ২০২২ সালের নির্বাচনে সবাইকে জাতীয় আইন ও বিচারিক সিদ্ধান্তগুলো মেনে চলতে হবে। তা ছাড়াও , দেশটিতে নির্বাচনী ব্যবস্থার বৈধতা সম্পর্কে ষড়যন্ত্র তত্ত্বের বিস্তার রোধে সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নির্বাহীর সঙ্গে আলোচনা করা হচ্ছে।
তবে এখন পর্যন্ত কোনো বিষয়েই মন্তব্য করতে রাজি হয়নি টেলিগ্রাম।
ব্রাজিলের স্মার্টফোন ব্যবহারকারীদের ৫৩ শতাংশই টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে থাকেন। দেশটির ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর প্রায় ১০লাখ সাবস্ক্রাইবার রয়েছে এই অ্যাপে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে বলসোনারোর কিছু পোস্ট সরিয়ে নেওয়ার পর তার মিত্ররাও টেলিগ্রামের দিকে ঝুঁকেছে।
ফেব্রুয়ারির শুরুতেই টেলিগ্রামের বিষয়ে সিদ্ধান্ত আসতে যাচ্ছে বলে জানিয়েছে ব্রাজিলের নির্বাচন আদালত।
গত সপ্তাহে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফয়েসার জানিয়েছিলেন , মহামারি-সম্পর্কিত বিধিনিষেধের বিরোধিতাকারী ব্যক্তিদের কাছে জনপ্রিয় হয়ে উঠলেও জার্মানিতেও নিষিদ্ধ হতে পারে টেলিগ্রাম।
প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
২ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
২ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
২ দিন আগে