অনলাইন ডেস্ক
ব্রাজিলে প্রায় কৃষকের ভূমিকা নিয়েছে রোবট। এই যন্ত্র ক্ষেত ঘুরে ফসলের অগ্রগতি পর্যবেক্ষণ করছে। শুধু তাই নয়, নির্দিষ্ট ফসলের ক্ষেতে আগাছা নির্মূলের ওষুধও ছিটিয়ে দিচ্ছে। তাতে কৃষকের ব্যয়সাশ্রয় হচ্ছে খরচ বাঁচে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
‘সোলিক্স এজি রোবোটিকস’ নামে এই রোবট বাজারে এনেছে এগ্রিকালচার স্টার্টআপ কোম্পানি সোলিনফটেক। কোম্পানিটির সিইও ব্রিটালডো হার্নান্দেজ বলেছে, বিশ্বের বৃহত্তম খাদ্য উৎপাদনকারী দেশ ব্রাজিল ও যুক্তরাষ্ট্রে কৃষি সরঞ্জামের চাহিদা বাড়ছে। দুই দেশেই কৃষি রোবট দ্রুত সরবরাহের পরিকল্পনা করছে কোম্পানি।
কোম্পানিটি দাবি করছে, তারাই প্রথম এত বড় পরিসরে কৃষি রোবট তৈরি করেছে। অন্যান্য কৃষি প্রযুক্তি ড্রোন ও স্যাটেলাইটের মতো এই রোবটও খাদ্য উৎপাদনে অপচয় রোধ করে। সেই সঙ্গে বিভিন্ন বিশ্লেষণী তথ্য ব্যবহার করে উন্নত ফলন ও টেকসই উৎপাদনে সাহায্য করে।
হার্নান্দেজ বলেছে, যন্ত্রটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে। এর মধ্যে ‘হান্টার’ নামে এক ফিচার রয়েছে, যা আলোকরশ্মি ও বৈদ্যুতিক শকের মাধ্যমে পোকামাকড় দমন করে। রোবটটি প্রতিদিন ২৪ ঘণ্টা কৃষি খামার পরিদর্শন করতে পারে। এটি কৃষি খামারের বাস্তুতন্ত্রকে বুঝতে পারে ও সে অনুযায়ী পদক্ষেপ নিতে পারে।
হার্নান্দেজ আরও বলেন, ‘আমরা এমন এক রোবট বানাতে চেয়েছি যেটা কৃষি খামারেই থাকে।’
এবছর ব্রাজিল ও যুক্তরাষ্ট্রে ৪০টি ও আগামী বছর ২৫০টি রোবট সরবরাহের পরিকল্পনা নিয়েছে সোলিনফটেক। গত বছরের চেয়ে এবছর ২০টি রোবট বেশি সরবরাহ হবে।
কোম্পানিটি বলছে, তাদের দুটি কারখানায় প্রতি বছর প্রায় ১ হাজার ৬০০ রোবট উৎপাদন করা যায়। তাদের একটি কারখানা ব্রাজিলে ও আরেকটি যুক্তরাষ্ট্রে অবস্থিত।
সোলিনফটেক বলছে, ভুট্টা উৎপাদনের সঙ্গে জড়িত যুক্তরাষ্ট্রের কৃষকেরা রোবটটির স্প্রে ফিচারটি পরীক্ষা করে দেখেছেন। এই ফিচারটি ব্যবহারের ফলে হারবিসাইডের ব্যবহার ৯৫ শতাংশ কম হয়েছে।
এই রোবটটি সৌরশক্তিতে চলে। রোবটটি সয়া, ভুট্টা, আখ, পেঁয়াজ, আলু ও টমেটোসহ অনেক ফসল পর্যবেক্ষণ করতে পারে।
ব্রাজিলের ট্রাজানো পরিবার সোলিনফটেক কোম্পানিকে সমর্থন দিচ্ছে। এই পরিবারটি ‘ম্যাগাজিন লুইজা’র মালিক। তাদের বাৎসরিক আয় ৬ কোটি ডলার।
চিনি উৎপাদক কোম্পানি রাইজেন এই রোবট নিচ্ছে বলে কোম্পানি দাবি করছে।
ব্রাজিলে প্রায় কৃষকের ভূমিকা নিয়েছে রোবট। এই যন্ত্র ক্ষেত ঘুরে ফসলের অগ্রগতি পর্যবেক্ষণ করছে। শুধু তাই নয়, নির্দিষ্ট ফসলের ক্ষেতে আগাছা নির্মূলের ওষুধও ছিটিয়ে দিচ্ছে। তাতে কৃষকের ব্যয়সাশ্রয় হচ্ছে খরচ বাঁচে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
‘সোলিক্স এজি রোবোটিকস’ নামে এই রোবট বাজারে এনেছে এগ্রিকালচার স্টার্টআপ কোম্পানি সোলিনফটেক। কোম্পানিটির সিইও ব্রিটালডো হার্নান্দেজ বলেছে, বিশ্বের বৃহত্তম খাদ্য উৎপাদনকারী দেশ ব্রাজিল ও যুক্তরাষ্ট্রে কৃষি সরঞ্জামের চাহিদা বাড়ছে। দুই দেশেই কৃষি রোবট দ্রুত সরবরাহের পরিকল্পনা করছে কোম্পানি।
কোম্পানিটি দাবি করছে, তারাই প্রথম এত বড় পরিসরে কৃষি রোবট তৈরি করেছে। অন্যান্য কৃষি প্রযুক্তি ড্রোন ও স্যাটেলাইটের মতো এই রোবটও খাদ্য উৎপাদনে অপচয় রোধ করে। সেই সঙ্গে বিভিন্ন বিশ্লেষণী তথ্য ব্যবহার করে উন্নত ফলন ও টেকসই উৎপাদনে সাহায্য করে।
হার্নান্দেজ বলেছে, যন্ত্রটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে। এর মধ্যে ‘হান্টার’ নামে এক ফিচার রয়েছে, যা আলোকরশ্মি ও বৈদ্যুতিক শকের মাধ্যমে পোকামাকড় দমন করে। রোবটটি প্রতিদিন ২৪ ঘণ্টা কৃষি খামার পরিদর্শন করতে পারে। এটি কৃষি খামারের বাস্তুতন্ত্রকে বুঝতে পারে ও সে অনুযায়ী পদক্ষেপ নিতে পারে।
হার্নান্দেজ আরও বলেন, ‘আমরা এমন এক রোবট বানাতে চেয়েছি যেটা কৃষি খামারেই থাকে।’
এবছর ব্রাজিল ও যুক্তরাষ্ট্রে ৪০টি ও আগামী বছর ২৫০টি রোবট সরবরাহের পরিকল্পনা নিয়েছে সোলিনফটেক। গত বছরের চেয়ে এবছর ২০টি রোবট বেশি সরবরাহ হবে।
কোম্পানিটি বলছে, তাদের দুটি কারখানায় প্রতি বছর প্রায় ১ হাজার ৬০০ রোবট উৎপাদন করা যায়। তাদের একটি কারখানা ব্রাজিলে ও আরেকটি যুক্তরাষ্ট্রে অবস্থিত।
সোলিনফটেক বলছে, ভুট্টা উৎপাদনের সঙ্গে জড়িত যুক্তরাষ্ট্রের কৃষকেরা রোবটটির স্প্রে ফিচারটি পরীক্ষা করে দেখেছেন। এই ফিচারটি ব্যবহারের ফলে হারবিসাইডের ব্যবহার ৯৫ শতাংশ কম হয়েছে।
এই রোবটটি সৌরশক্তিতে চলে। রোবটটি সয়া, ভুট্টা, আখ, পেঁয়াজ, আলু ও টমেটোসহ অনেক ফসল পর্যবেক্ষণ করতে পারে।
ব্রাজিলের ট্রাজানো পরিবার সোলিনফটেক কোম্পানিকে সমর্থন দিচ্ছে। এই পরিবারটি ‘ম্যাগাজিন লুইজা’র মালিক। তাদের বাৎসরিক আয় ৬ কোটি ডলার।
চিনি উৎপাদক কোম্পানি রাইজেন এই রোবট নিচ্ছে বলে কোম্পানি দাবি করছে।
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১ দিন আগে