অনলাইন ডেস্ক
আজ থেকে বন্ধ হচ্ছে গুগলের পডকাস্ট অ্যাপ। ফলে ব্যবহারকারীর পছন্দের প্রোগ্রামগুলো আর এই অ্যাপের মাধ্যমে শুনতে পারবে না। তবে অ্যাপটির পরিবর্তে ইউটিউবে পডকাস্ট নামে একটি ফিচার যুক্ত করার জন্য অনুরোধ করেছেন ব্যবহারকারীরা।
কিছুদিন ধরেই অ্যাপটিতে প্রবেশের পর প্ল্যাটফর্মটিতে বন্ধের একটি নোটিফিকেশন দেখানো হচ্ছিল। নোটিফিকেশনে বলা হয়, ২ এপ্রিল ২০২৪ থেকে অ্যাপটি আর কাজ করবে না। তবে এই প্ল্যাটফর্মের জন্য কেনা সাবস্ক্রিপশন প্ল্যানটি অন্য অ্যাপে এক্সপোর্ট করার সুযোগ দেওয়া হবে। পডকাস্ট শোনার বিকল্প অ্যাপ হিসেবে ইউটিউব মিউজিক অ্যাপটি ব্যবহারের পরামর্শ দিচ্ছে টেক জায়ান্টটি। সাবস্ক্রিপশন প্ল্যান সহজে এক্সপোর্টের ইউটিউব মিউজিক অ্যাপে একটি নতুন টুলও যুক্ত করা হয়েছে।
গুগলের পডকাস্ট অ্যাপটি বন্ধ করার পরিকল্পনাটি গত বছরের সেপ্টেম্বরে প্রকাশ করে কোম্পানিটি। সেসময় এক ব্লগ পোস্টে গুগল বলে, পডকাস্ট শোনার ফিচার যুক্তরাষ্ট্রের ইউটিউব মিউজিকে যুক্ত করা হয়েছে।
এডিসন রিসার্চের ডেটা উদ্ধৃতি দিয়ে গুগল বলে, শুধু অ্যান্ড্রয়েড প্লে স্টোর থেকেই পডকাস্ট অ্যাপটি ৫০ কোটি বার ডাউনলোড করা হয়। তবে প্রতি সপ্তাহে ২৩ শতাংশ ব্যবহারকারী ইউটিউব মিউজিকে পডকাস্ট শুনতে পছন্দ করে। অপরদিকে প্রতি সপ্তাহে ৪ শতাংশ ব্যবহারকারী গুগল পডকাস্ট শুনতে পছন্দ করে।
অ্যাপটির কার্যক্রম বন্ধ করার ফলে ব্যবহারকারীরা প্ল্যাটফর্মের কোনো কনটেন্ট চালু করতে পারবে না। তবে ব্যবহারকারীর ডেটা ও সাবস্ক্রিপশন অন্য কোনো অ্যাপ বা ইউটিউব মিউজিকে এক্সপোর্টের জন্য কিছুদিন সময় দেবে গুগল। ইউটিউব মিউজিকে সাবস্ক্রিপশন এক্সপোর্টের জন্য একটি বিশেষ টুল যুক্ত করা হয়েছে। অন্য অ্যাপে এক্সপোর্টের জন্য সাবস্ক্রিপশনগুলোকে একটি ওপিএমএল ফাইলে পরিবর্তন করতে হবে। তবে অন্য অ্যাপে ব্যবহারকারীর পডকাস্টগুলো আরএসএস ফিডের মাধ্যমে এক্সপোর্ট করতে হবে। যখন একটি পডকাস্ট পর্ব প্রকাশিত হয়, তখন সেই তথ্যটি আরএসএস ফিডে যোগ করা হয় ও আরএসএস ফিড নির্দিষ্ট প্ল্যাটফর্মে সেই কনটেন্ট শেয়ার করতে দেয়।
যারা ইউটিউব মিউজিকে সাবস্ক্রিপশন এক্সপোর্ট করতে চান তাদের জন্য একটি সাপোর্ট পেজ তৈরি করেছে গুগল। কীভাবে এক্সপোর্ট করা যাবে সেই পদ্ধতি এই পেজে বর্ণনা করা হয়েছে। তবে যেসব পডকাস্ট ইউটিউবের নীতিমালার সঙ্গে সংগতিপূর্ণ নয় সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ইউটিউব মিউজিকে এক্সপোর্ট হবে না।
এই সমস্যার সম্মুখীন হলে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন—
১. ইউটিউব মিউজিকের লাইব্রেরি অপশনে যান।
২. পডকাস্ট অপশন নির্বাচন করুন।
৩. ‘এড টু পডকাস্ট’ অপশনে ট্যাপ করুন।
৪. ‘এড এ পডকাস্ট বাই আরএসএস ফিড’ অপশনটি নির্বাচন করুন।
আজ থেকে বন্ধ হচ্ছে গুগলের পডকাস্ট অ্যাপ। ফলে ব্যবহারকারীর পছন্দের প্রোগ্রামগুলো আর এই অ্যাপের মাধ্যমে শুনতে পারবে না। তবে অ্যাপটির পরিবর্তে ইউটিউবে পডকাস্ট নামে একটি ফিচার যুক্ত করার জন্য অনুরোধ করেছেন ব্যবহারকারীরা।
কিছুদিন ধরেই অ্যাপটিতে প্রবেশের পর প্ল্যাটফর্মটিতে বন্ধের একটি নোটিফিকেশন দেখানো হচ্ছিল। নোটিফিকেশনে বলা হয়, ২ এপ্রিল ২০২৪ থেকে অ্যাপটি আর কাজ করবে না। তবে এই প্ল্যাটফর্মের জন্য কেনা সাবস্ক্রিপশন প্ল্যানটি অন্য অ্যাপে এক্সপোর্ট করার সুযোগ দেওয়া হবে। পডকাস্ট শোনার বিকল্প অ্যাপ হিসেবে ইউটিউব মিউজিক অ্যাপটি ব্যবহারের পরামর্শ দিচ্ছে টেক জায়ান্টটি। সাবস্ক্রিপশন প্ল্যান সহজে এক্সপোর্টের ইউটিউব মিউজিক অ্যাপে একটি নতুন টুলও যুক্ত করা হয়েছে।
গুগলের পডকাস্ট অ্যাপটি বন্ধ করার পরিকল্পনাটি গত বছরের সেপ্টেম্বরে প্রকাশ করে কোম্পানিটি। সেসময় এক ব্লগ পোস্টে গুগল বলে, পডকাস্ট শোনার ফিচার যুক্তরাষ্ট্রের ইউটিউব মিউজিকে যুক্ত করা হয়েছে।
এডিসন রিসার্চের ডেটা উদ্ধৃতি দিয়ে গুগল বলে, শুধু অ্যান্ড্রয়েড প্লে স্টোর থেকেই পডকাস্ট অ্যাপটি ৫০ কোটি বার ডাউনলোড করা হয়। তবে প্রতি সপ্তাহে ২৩ শতাংশ ব্যবহারকারী ইউটিউব মিউজিকে পডকাস্ট শুনতে পছন্দ করে। অপরদিকে প্রতি সপ্তাহে ৪ শতাংশ ব্যবহারকারী গুগল পডকাস্ট শুনতে পছন্দ করে।
অ্যাপটির কার্যক্রম বন্ধ করার ফলে ব্যবহারকারীরা প্ল্যাটফর্মের কোনো কনটেন্ট চালু করতে পারবে না। তবে ব্যবহারকারীর ডেটা ও সাবস্ক্রিপশন অন্য কোনো অ্যাপ বা ইউটিউব মিউজিকে এক্সপোর্টের জন্য কিছুদিন সময় দেবে গুগল। ইউটিউব মিউজিকে সাবস্ক্রিপশন এক্সপোর্টের জন্য একটি বিশেষ টুল যুক্ত করা হয়েছে। অন্য অ্যাপে এক্সপোর্টের জন্য সাবস্ক্রিপশনগুলোকে একটি ওপিএমএল ফাইলে পরিবর্তন করতে হবে। তবে অন্য অ্যাপে ব্যবহারকারীর পডকাস্টগুলো আরএসএস ফিডের মাধ্যমে এক্সপোর্ট করতে হবে। যখন একটি পডকাস্ট পর্ব প্রকাশিত হয়, তখন সেই তথ্যটি আরএসএস ফিডে যোগ করা হয় ও আরএসএস ফিড নির্দিষ্ট প্ল্যাটফর্মে সেই কনটেন্ট শেয়ার করতে দেয়।
যারা ইউটিউব মিউজিকে সাবস্ক্রিপশন এক্সপোর্ট করতে চান তাদের জন্য একটি সাপোর্ট পেজ তৈরি করেছে গুগল। কীভাবে এক্সপোর্ট করা যাবে সেই পদ্ধতি এই পেজে বর্ণনা করা হয়েছে। তবে যেসব পডকাস্ট ইউটিউবের নীতিমালার সঙ্গে সংগতিপূর্ণ নয় সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ইউটিউব মিউজিকে এক্সপোর্ট হবে না।
এই সমস্যার সম্মুখীন হলে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন—
১. ইউটিউব মিউজিকের লাইব্রেরি অপশনে যান।
২. পডকাস্ট অপশন নির্বাচন করুন।
৩. ‘এড টু পডকাস্ট’ অপশনে ট্যাপ করুন।
৪. ‘এড এ পডকাস্ট বাই আরএসএস ফিড’ অপশনটি নির্বাচন করুন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১ দিন আগেইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে।
১ দিন আগে