অনলাইন ডেস্ক
চলতি সপ্তাহ জুড়ে অনেকগুলো পণ্য উন্মোচনের পরিকল্পনা করেছে অ্যাপল। আইপ্যাড মিনি ৭ এর মুক্তির পর নজর এখন পরবর্তী প্রজন্মের ম্যাকের দিকে। ম্যাকের নতুন মডেল অক্টোবরে উন্মোচন হওয়ার গুজব অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। এবার অ্যাপল নিজেই জানিয়েছে যে, নতুন ম্যাকের নতুন পণ্যগুলো সোমবার থেকে উন্মোচন হতে যাচ্ছে।
এক্সের এক পোস্টে অ্যাপলের বিশ্বব্যাপী বিপণনের ভাইস প্রেসিডেন্ট গ্রেক জোসিওয়াক এই ঘোষণা দিয়েছে। তবে অ্যাপল ইনটেলিজেন্সের প্রাথমিক সংস্করণ চালুর তারিখ এখনো উন্মোচন করেনি অ্যাপল। বহুল প্রতীক্ষিত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচারগুলো ২৮ অক্টোবর চালু হবে বলে ধারণা করছে অনেক প্রযুক্তি বিশ্লেষক। আইওএস ১৮.১ এর আপডেটে এসব ফিচার পাওয়া যেতে পারে।
এদিকে নতুন ম্যাক পিসি–তে থাকবে অ্যাপলের সর্বশেষ ‘এম ৪’ চিপ ব্যবহার করা হতে পারে। এটি সর্বপ্রথম নতুন আইপ্যাড প্রো–তে ব্যবহার করা হয়েছিল।
ম্যাকের আসন্ন ডিভাইসগুলোর মধ্যে রয়েছে–এন্ট্রি-লেভেল ১৪ ইঞ্চির ম্যাকবুক প্রো ও আইম্যাকের আপডেট। উভয় ডিভাইসেই এম ৪ চিপের ‘বেজ মডেল’ ব্যবহার করা হবে।
এ ছাড়া ১৪ ইঞ্চি ও ১৬ ইঞ্চির ‘হাই এন্ড’ ম্যাকবুক প্রোও নিয়ে আসা হবে। এসব ডিভাইসে ‘এম ৪ প্রো’ ও ‘এম ৪ ম্যাক্স’চিপের সংস্করণ থাকবে।
আর সব ম্যাক মিনিতে এম ৪ ও এম ৪ প্রো সংস্করণ দেখা যাবে। এই আপডেটগুলো অ্যাপলের ডেস্কটপ এবং ল্যাপটপের পারফরম্যান্স আরও উন্নত করবে।
এম ৪ প্রসেসরের মাধ্যমে আসন্ন ম্যাকবুক প্রো এবং আইম্যাক পারফরম্যান্স আপগ্রেডে গুরুত্ব দেবে অ্যাপল। কিন্তু ডিজাইনে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসবে না। অন্যদিকে ম্যাক মিনির ডিজাইনে বড় পরিবর্তন আসতে পারে, যার ফলে এটি অ্যাপলের এখন পর্যন্ত সবচেয়ে ছোট ডেস্কটপ কম্পিউটার হতে চলেছে। নতুন ম্যাক মিনির আকার অনেকটা ‘অ্যাপল টিভি’ মতো হতে পারে।
এই সংস্কার তাদের জন্য তৈরি করা হয়েছে যারা একটি শক্তিশালী কিন্তু সাধারণ ডেস্কটপ ব্যবহার করতে চায়। এম ৪ প্রসেসর আপগ্রেডটি ম্যাকের সব সিরিজের পারফরম্যান্স উন্নত করবে। তবে ম্যাকবুক প্রো এবং আইম্যাক ডিজাইন একই থাকবে। তবে ম্যাক মিনির নতুন ডিজাইন এবং শক্তিশালী প্রসেসিং ব্যবহারকারীদের নতুন বিকল্প দেবে।
আসন্ন এন্ট্রি-লেভেল এম ৪ ম্যাকগুলোর ৮ জিবির বদলে ১৬ জিবির আপগ্রেডেড র্যাম থাকতে পারে। এটি অ্যাপল ইন্টেলিজেন্স ফিচারগুলোর জন্য আরও উন্নত পারফরম্যান্স নিশ্চিত করবে।
এর আগে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২০২৫ সালের শুরুতে সর্বশেষ এম ৪ চিপ যুক্ত একটি নতুন ম্যাকবুক এয়ার ডিভাইস উন্মোচন করার পরিকল্পনা করছে অ্যাপল। আপডেটেড মডেলের উৎপাদন শিগগিরই শুরু হওয়ার আশা করা হচ্ছে এবং আগামী জানুয়ারি থেকে মার্চের মধ্যে এর বিক্রি শুরু হবে বলে মনে হচ্ছে।
২০২৩ সালের মার্চে ম্যাকবুক এয়ারের সর্বশেষ সংস্করণ নিয়ে আসা হয়, যাতে ‘এম ৩’ চিপ ব্যবহার করা হয়েছিল। ২০২৩ সালের জুনে এম ২ চিপের একটি ১৫-ইঞ্চি সংস্করণ উপস্থাপন করেছিল অ্যাপল।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
চলতি সপ্তাহ জুড়ে অনেকগুলো পণ্য উন্মোচনের পরিকল্পনা করেছে অ্যাপল। আইপ্যাড মিনি ৭ এর মুক্তির পর নজর এখন পরবর্তী প্রজন্মের ম্যাকের দিকে। ম্যাকের নতুন মডেল অক্টোবরে উন্মোচন হওয়ার গুজব অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। এবার অ্যাপল নিজেই জানিয়েছে যে, নতুন ম্যাকের নতুন পণ্যগুলো সোমবার থেকে উন্মোচন হতে যাচ্ছে।
এক্সের এক পোস্টে অ্যাপলের বিশ্বব্যাপী বিপণনের ভাইস প্রেসিডেন্ট গ্রেক জোসিওয়াক এই ঘোষণা দিয়েছে। তবে অ্যাপল ইনটেলিজেন্সের প্রাথমিক সংস্করণ চালুর তারিখ এখনো উন্মোচন করেনি অ্যাপল। বহুল প্রতীক্ষিত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচারগুলো ২৮ অক্টোবর চালু হবে বলে ধারণা করছে অনেক প্রযুক্তি বিশ্লেষক। আইওএস ১৮.১ এর আপডেটে এসব ফিচার পাওয়া যেতে পারে।
এদিকে নতুন ম্যাক পিসি–তে থাকবে অ্যাপলের সর্বশেষ ‘এম ৪’ চিপ ব্যবহার করা হতে পারে। এটি সর্বপ্রথম নতুন আইপ্যাড প্রো–তে ব্যবহার করা হয়েছিল।
ম্যাকের আসন্ন ডিভাইসগুলোর মধ্যে রয়েছে–এন্ট্রি-লেভেল ১৪ ইঞ্চির ম্যাকবুক প্রো ও আইম্যাকের আপডেট। উভয় ডিভাইসেই এম ৪ চিপের ‘বেজ মডেল’ ব্যবহার করা হবে।
এ ছাড়া ১৪ ইঞ্চি ও ১৬ ইঞ্চির ‘হাই এন্ড’ ম্যাকবুক প্রোও নিয়ে আসা হবে। এসব ডিভাইসে ‘এম ৪ প্রো’ ও ‘এম ৪ ম্যাক্স’চিপের সংস্করণ থাকবে।
আর সব ম্যাক মিনিতে এম ৪ ও এম ৪ প্রো সংস্করণ দেখা যাবে। এই আপডেটগুলো অ্যাপলের ডেস্কটপ এবং ল্যাপটপের পারফরম্যান্স আরও উন্নত করবে।
এম ৪ প্রসেসরের মাধ্যমে আসন্ন ম্যাকবুক প্রো এবং আইম্যাক পারফরম্যান্স আপগ্রেডে গুরুত্ব দেবে অ্যাপল। কিন্তু ডিজাইনে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসবে না। অন্যদিকে ম্যাক মিনির ডিজাইনে বড় পরিবর্তন আসতে পারে, যার ফলে এটি অ্যাপলের এখন পর্যন্ত সবচেয়ে ছোট ডেস্কটপ কম্পিউটার হতে চলেছে। নতুন ম্যাক মিনির আকার অনেকটা ‘অ্যাপল টিভি’ মতো হতে পারে।
এই সংস্কার তাদের জন্য তৈরি করা হয়েছে যারা একটি শক্তিশালী কিন্তু সাধারণ ডেস্কটপ ব্যবহার করতে চায়। এম ৪ প্রসেসর আপগ্রেডটি ম্যাকের সব সিরিজের পারফরম্যান্স উন্নত করবে। তবে ম্যাকবুক প্রো এবং আইম্যাক ডিজাইন একই থাকবে। তবে ম্যাক মিনির নতুন ডিজাইন এবং শক্তিশালী প্রসেসিং ব্যবহারকারীদের নতুন বিকল্প দেবে।
আসন্ন এন্ট্রি-লেভেল এম ৪ ম্যাকগুলোর ৮ জিবির বদলে ১৬ জিবির আপগ্রেডেড র্যাম থাকতে পারে। এটি অ্যাপল ইন্টেলিজেন্স ফিচারগুলোর জন্য আরও উন্নত পারফরম্যান্স নিশ্চিত করবে।
এর আগে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২০২৫ সালের শুরুতে সর্বশেষ এম ৪ চিপ যুক্ত একটি নতুন ম্যাকবুক এয়ার ডিভাইস উন্মোচন করার পরিকল্পনা করছে অ্যাপল। আপডেটেড মডেলের উৎপাদন শিগগিরই শুরু হওয়ার আশা করা হচ্ছে এবং আগামী জানুয়ারি থেকে মার্চের মধ্যে এর বিক্রি শুরু হবে বলে মনে হচ্ছে।
২০২৩ সালের মার্চে ম্যাকবুক এয়ারের সর্বশেষ সংস্করণ নিয়ে আসা হয়, যাতে ‘এম ৩’ চিপ ব্যবহার করা হয়েছিল। ২০২৩ সালের জুনে এম ২ চিপের একটি ১৫-ইঞ্চি সংস্করণ উপস্থাপন করেছিল অ্যাপল।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
ওপেনএআই-এর প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রোপিক–এ আরও ৪ বিলিয়ন বা ৪০০ কোটি ডলার বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানি আমাজন। বড় প্রযুক্তি প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (জেনএআই) প্রযুক্তি ব্যবহার করার প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার কারণে ই-কমার্স জায়ান্টটি এই বিনিয়োগ করেছে। সং
২২ মিনিট আগেএক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
১৮ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
২০ ঘণ্টা আগে