ভাষা অনুবাদ করে দেবে আংটি

প্রমিতি কিবরিয়া ইসলাম, ঢাকা 
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০৮: ২৯

প্রযুক্তির জগতে বিভিন্ন ধরনের স্মার্ট আংটি উন্মোচন করা হয়েছে। হাতের আঙুলে পরিধানযোগ্য এসব স্মার্ট আংটি ব্যবহারকারীর ঘুম ও শরীরের বিভিন্ন কার্যকলাপ ট্র্যাক করতে পারে। তবে নতুন ‘উইজপার’ রিং বা আংটি সেই সব স্মার্ট আংটির চেয়ে কিছুটা আলাদা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে এই রিং কথোপকথন বিভিন্ন ভাষায় অনুবাদ করে দিতে পারবে। ডিভাইসটিতে ফিসফিস করে নির্দেশনা দিয়েই মেসেজ আদান-প্রদান কিংবা স্মার্ট ঘরের ডিভাইস নিয়ন্ত্রণ ও ইমারর্জেন্সি এসওএস পাঠানো যাবে। 

ইংরেজি শব্দ হুইসপার থেকে এই আংটির নাম দেওয়া হয়েছে উইজপার। কথা শোনার ফিচারটি চালু করতে আংটিকে ব্যবহারকারীর মুখের কাছে নিয়ে আসতে হবে। তাই একে চালু করতে বিশেষ কোনো নির্দেশনামূলক শব্দ আগে থেকে ঠিক করে দিতে হবে না। 
দক্ষিণ কোরিয়ার সিউলভিত্তিক একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ভিটাচ উইজপার নামের এই আংটি তৈরি করেছে। ভিটাচ বিশ্বের অন্যতম এআইভিত্তিক বা ডিপ লার্নিংভিত্তিক প্রতিষ্ঠান। সম্প্রতি অনুষ্ঠিত সিইএস ২০২৪ সম্মেলনে এই আংটি উন্মোচন করা হয়। এর নির্মাতা প্রতিষ্ঠানের মতে, ডিভাইসটি ব্যাকগ্রাউন্ডের শব্দ ফিল্টার করতে পারে। কাছাকাছি দূরত্বে কথাবার্তার প্রতিক্রিয়া জানাতেও পারদর্শী এই ডিভাইস। 

ভিটাচের সহপ্রতিষ্ঠাতা ও সহযোগী প্রধান নির্বাহী এসজে কিম বলেন, ‘যেকোনো সময়, যেকোনো জায়গায় ও কোনো স্ক্রিনের দিকে না তাকিয়েই এআইয়ের সঙ্গে ব্যবহারকারীরা মিথস্ক্রিয়া করতে পারবেন।’

টাইটানিয়াম ও ইপোক্সি রেজিনসহ উচ্চ মানের উপাদান ব্যবহার করে উইজপার রিংটি তৈরি করা হয়েছে। তাই এটি মজবুত ও মসৃণ। 

যেভাবে উইজপার আংটি কাজ করে
আংটির সঙ্গে ওপেন এআইয়ের চ্যাটজিপিটি ও গুগলের জেমিনি চ্যাট বটের মতো একাধিক ডিজিটাল এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা যায়। ডিভাইসের একটি বাটনে চাপ দিয়ে আংটির এআই অ্যাসিস্ট্যান্ট পরিবর্তন করা যাবে। কয়েকটি উপায়ে ব্যবহারকারীরা আংটির সঙ্গে মিথস্ক্রিয়া করতে পারেন। এ জন্য ট্রিপল প্রেস বাটনে চাপ দিতে হবে বা আগে থেকেই একটি শুভেচ্ছা বার্তার মতো নির্দেশনা সেট করা যাবে; কিংবা আংটিটি মুখের কাছে আনলেই হবে। 

 ছবি: সংগৃহীতকথোপকথন দ্রুত টেক্সটে রূপান্তর করার জন্য ব্লুটুথ ব্যবহার করে ডিভাইসটিকে স্মার্টফোনের সঙ্গে যুক্ত করা হয়। স্মার্টফোনের অ্যাপগুলোর সঙ্গে ডিভাইসটিকে যুক্ত করার মাধ্যমে অ্যাপগুলোর বিভিন্ন এআই টুল ব্যবহার করা যাবে। 

আংটিটি দিয়ে যা যা করা যাবে
ভিটাচ দাবি করছে, রিং ও ব্যবহারকারীর ইয়ারফোনের মাধ্যমে এআই অ্যাসিস্ট্যান্টের সঙ্গে নির্বিঘ্নে কথা বলা যাবে। রিংয়ে থাকা প্রক্সিমিটি সেন্সর ও মাইক্রোফোনের মাধ্যমে ডিভাইসটি ব্যবহারকারীর কথোপকথন শুনতে ও চিহ্নিত করতে পারে। ফলে কোনো বাহ্যিক বোতাম টিপে ডিভাইসটি সচল করার প্রয়োজন নেই। মুখের কাছে নিয়ে এলে ডিভাইসটি সঙ্গে সঙ্গে আনলক হয়ে যাবে। কোনো নির্দেশনামূলক শব্দ ছাড়াই এটি তাৎক্ষণিক ভয়েস ইনপুট করবে। আর আংটিটি মুখের অবস্থান থেকে দূরে থাকলে স্বয়ংক্রিয়ভাবে ইনপুট নেওয়া বন্ধ করে দেবে। ডিভাইসটির প্রক্সিমিটি সেন্সর প্রায় নির্ভুলভাবে কাজ করে এবং ব্যবহারকারীর ভয়েসকে আশপাশের পরিবেশের শব্দ থেকে আলাদা করতে পারে। 

স্মার্ট হোমের বিভিন্ন ডিভাইস, যেমন স্মার্ট লাইট, ফ্রিজ, স্পিকার ইত্যাদি নিয়ন্ত্রণ করতে পারবে এই রিং। ডিভাইসটি ইনকামিং টেক্সটগুলো শোনার পাশাপাশি অন্যান্য সুবিধাও দেবে। তাই বারবার স্মার্টফোন দেখার প্রয়োজনীয়তা দূর করবে এই ডিভাইস। 

উইজপার রিং ব্যবহারকারীদের এআই টুল ও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ফোন ছাড়াই যুক্ত হওয়ার সুবিধা দেয়। এটি ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, কোরিয়ান, জার্মান ও জাপানিজ ভাষায় আপাতত ব্যবহার করা যাবে। 

ব্যবহারকারীরা ‘হোয়াটস আপ চ্যাট’ ফিচার ব্যবহার করে এআই অ্যাসিস্ট্যান্টের সঙ্গে প্রাসঙ্গিক কথোপকথন শুরু করতে পারেন। রিংটি ব্যক্তিগত তথ্য, যেমন ইভেন্ট, বার্তা, ই-মেইল, অবস্থান, আবহাওয়া ইত্যাদি অ্যাকসেস করতে পারে। ফলে এ ধরনের ফিচারের তথ্য ব্যবহারকারীকে সহজেই জানাতে পারে। ইন্টিগ্রেশন ও স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণের জন্য ব্যবহারকারীরা ভয়েস কমান্ডের মাধ্যমে বার্তা পাঠাতে এবং গ্রহণ করতে পারেন। বিপদের সময় ডিভাইসটি থেকে ইমার্জেন্সি এসওএস পাঠানো যাবে। মাত্র কয়েকটি ট্যাপের মাধ্যমে ফিচারটি সক্রিয় করা যাবে। 

চার্জিং ও অন্যান্য
ডিভাইসটি একবার সম্পূর্ণ চার্জ দিলে শুধু সংযোগসহ ৬৬ ঘণ্টা এবং নিরবচ্ছিন্ন ভয়েস ইনপুট গ্রহণের ক্ষেত্রে ১০ ঘণ্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবে। রিংয়ের সঙ্গে একটি কেসও পাওয়া যায়, যা ব্যাটারির আয়ু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। কেস ব্যবহার করলে ডিভাইসটি শুধু সংযোগসহ ২০ দিন এবং একটানা ভয়েস ইনপুটের জন্য ৩ দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। 

আঙুলের মাপ অনুযায়ী রিংটি ৬ থেকে ১৩ পর্যন্ত সাইজে পাওয়া যাবে। এর ওজন মাত্র ৪ গ্রাম। কালো ও ধূসর এই দুই রঙে পাওয়া যাবে। এটি চার্জিংয়ের জন্য ইউএসবি সি পোর্ট রয়েছে। আইপিএক্স ৪ রেটিং থাকায় রিংটি পানিনিরোধক। তাই সব আবহাওয়ায় এই রিং পরা যাবে। ডিভাইসটিতে একটি ছোট এলইডিনির্দেশকও রয়েছে, যার মাধ্যমে কানেকটিভিটি ও ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে তা জানা যাবে। ডিভাইসটির ১ বছরের ওয়ারেন্টি রয়েছে। 

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, ডিজিটাল ট্রেন্ডস

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত