টি এইচ মাহির
প্রযুক্তিনির্ভর দুনিয়ায় প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে পড়াশোনাও হয়ে উঠছে প্রযুক্তিভিত্তিক। পড়াশোনা এখন অনলাইন ক্লাস ছাড়িয়ে বহুদূর এগিয়ে গেছে। পড়াশোনার জন্য এখন শিক্ষা উপকরণ, উৎস ও বই পাওয়া যাচ্ছে অনলাইনে। এমন পাঁচটি ওয়েবসাইটের কথা রইল আপনাদের জন্য।
ফিজিকস ক্লাসরুম
বিনা মূল্যে ফিজিকস বা পদার্থবিজ্ঞান শেখার জন্য ওয়েবসাইট। এটি তৈরি করা হয়েছে মূলত পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য। ওয়েবসাইটটিতে বিভিন্ন ধরনের বিভাগ আছে শেখা ও শেখানোর জন্য। ফিজিকস ক্লাসরুম ডট কম নামের ওয়েবসাইটের অন্যতম জনপ্রিয় বিভাগ হলো পদার্থবিজ্ঞানের টিউটরিয়াল। শেখার জন্য তথ্যপূর্ণ গ্রাফিকস এবং সহজে বোঝার ভাষা ব্যবহার করে মৌলিক পদার্থবিজ্ঞানের বিষয়গুলো তুলে ধরা হয়েছে এখানে। মাইন্ডস অন ফিজিকস ইন্টারনেট মডিউল নামে আরেকটি জনপ্রিয় বিভাগ আছে এ ওয়েবসাইটে। এখানে শিক্ষার্থীদের অনুশীলন করতে দেওয়া হয়, যাতে তাদের ভুলগুলো খুঁজে বের করে সংশোধন করা যায়। এখানে প্রশ্নের সঙ্গে একটি উত্তর এবং একটি অডিও ফাইল দেওয়া হয়, যা সমস্যা সমাধান করার বিস্তারিত দিকনির্দেশনা দেয়। তা ছাড়া এখানে শিক্ষকেরা কীভাবে শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান শেখাবেন, তারও দিকনির্দেশনা দেওয়া আছে। ফিজিকস ক্লাসরুম ট্রেভর ফায়াস নামে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের। তিনি এই ওয়েবসাইট তৈরিতে কাজ করেছিলেন। ওয়েবসাইট:
জেস্টর
জেস্টর ডট ওআরজি ওয়েব ঠিকানার এই ওয়েবসাইটে পাওয়া ১২ মিলিয়নের বেশি জার্নাল, বই এবং শিক্ষা ও গবেষণাকাজের বিভিন্ন উৎস। প্রায় ৭৫টি শাখার জার্নাল রয়েছে এখানে। প্রকৌশল, ইতিহাস, ব্যবসা, ভূগোল, পদার্থবিজ্ঞানসহ গুরুত্বপূর্ণ সব বিষয়ের জার্নাল পাওয়া যাবে এখানে। শিক্ষার্থীদের জন্য এই ওয়েবসাইট একধরনের অনলাইন লাইব্রেরি। যেকোনো গবেষণা এবং পড়াশোনার কাজে তথ্য নেওয়া যাবে এই ওয়েবসাইট থেকে। ওয়েবসাইট:
কেম ইকুয়েশন
কেম ইকুয়েশন ডট কম নামের এই ওয়েবসাইটের পুরো নাম কেমিক্যাল ইকুয়েশনস অনলাইন। চমৎকার ও মজাদার এই ওয়েবসাইট শুধু রাসায়নিক বিক্রিয়ার জন্য। রসায়নের শিক্ষার্থীদের এবং রসায়নে আগ্রহীদের জন্য উপকারী হতে পারে এই ওয়েবসাইট। এতে প্রবেশ করলে দেখা যাবে একটি সার্চ বার। সেখানে যেকোনো রাসায়নিক মৌল এবং যৌগ বিক্রিয়া করলে কোন ধরনের ফলাফল পাওয়া যায়, তা দেখা যাবে। ফলাফলে বিক্রিয়ার জারণ-বিজারণ, বিক্রিয়কের পরিচয়, উৎপাদক একাধিক তথ্যসূত্র আকারে দেখা যাবে। খুব সাদামাটা ধরনের ওয়েবসাইট হলেও এখানে জানা যাবে হাজার হাজার বিক্রিয়া সম্পর্কে। ওয়েবসাইট:
ম্যাথওয়ে
অঙ্ক কষতে গিয়ে আটকায়নি এমন মানুষ খুব কম। তাই এর সমাধান নিয়ে আছে ম্যাথওয়ে। ম্যাথওয়ে ডট কম নামের এই ওয়েবসাইটে ধাপে ধাপে গণিতের বিভিন্ন প্রশ্নের সমাধান পাওয়া যাবে। বীজগণিত, ত্রিকোণমিতি, ক্যালকুলাস, পরিসংখ্যানসহ পদার্থবিজ্ঞান এবং রসায়নের নানা গাণিতিক সমাধান করা যাবে এই ওয়েবসাইটে। ম্যাথওয়েতে প্রবেশ করলে দেখা যাবে একটি চ্যাট অপশন। ওপরের বাম পাশে থ্রি লাইন অপশনে ক্লিক করে কোন ধরনের গণিত সমাধান করতে চান, তা সিলেক্ট করা যাবে। তারপর চ্যাট অপশনে সমীকরণ, তথ্য-উপাত্ত দিলেই সমস্যার সমাধান করে দেবে ম্যাথওয়ে। সমাধানের সঙ্গে তার প্রতিটি ধাপ দেখা যাবে। ওয়েবসাইট:
পিটেবল
রসায়ন বিষয়ে আরেকটি ওয়েবসাইট পিটেবল ডট কম। এই ওয়েবসাইট মূলত রাসায়নিক মৌলগুলোর পর্যায় সারণির তথ্যভান্ডার। রসায়নবিজ্ঞানে পর্যায় সারণি যার যত আয়ত্তে থাকে, সে রসায়নে তত বেশি এগিয়ে। এটি ছাড়া রসায়ন প্রায় অচল। তাই রসায়নের এই মৌলিক বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে পিটেবল ওয়েবসাইট উপকারী হতে পারে। এখানে বিস্তর তথ্য-উপাত্তসহ পর্যায় সারণি দেওয়া আছে। প্রতিটি মৌলে ক্লিক করে দেখা যাবে বিস্তারিত তথ্য। মৌলটি গ্যাস নাকি ধাতু কিংবা তার কয়টি আইসোটোপ আছে এবং সেগুলো কী কী। জানা যাবে ইলেকট্রন বিন্যাস, গলনাঙ্ক, স্ফুটনাংকের মতো মৌলিক তথ্যসহ শক্তির মাত্রা, তেজস্ক্রিয়তা ইত্যাদি। মূলত একটি পর্যায় সারণিকে বিভিন্ন দিক থেকে দেখা যাবে এই ওয়েবসাইটে। ওয়েবসাইট:
প্রযুক্তিনির্ভর দুনিয়ায় প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে পড়াশোনাও হয়ে উঠছে প্রযুক্তিভিত্তিক। পড়াশোনা এখন অনলাইন ক্লাস ছাড়িয়ে বহুদূর এগিয়ে গেছে। পড়াশোনার জন্য এখন শিক্ষা উপকরণ, উৎস ও বই পাওয়া যাচ্ছে অনলাইনে। এমন পাঁচটি ওয়েবসাইটের কথা রইল আপনাদের জন্য।
ফিজিকস ক্লাসরুম
বিনা মূল্যে ফিজিকস বা পদার্থবিজ্ঞান শেখার জন্য ওয়েবসাইট। এটি তৈরি করা হয়েছে মূলত পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য। ওয়েবসাইটটিতে বিভিন্ন ধরনের বিভাগ আছে শেখা ও শেখানোর জন্য। ফিজিকস ক্লাসরুম ডট কম নামের ওয়েবসাইটের অন্যতম জনপ্রিয় বিভাগ হলো পদার্থবিজ্ঞানের টিউটরিয়াল। শেখার জন্য তথ্যপূর্ণ গ্রাফিকস এবং সহজে বোঝার ভাষা ব্যবহার করে মৌলিক পদার্থবিজ্ঞানের বিষয়গুলো তুলে ধরা হয়েছে এখানে। মাইন্ডস অন ফিজিকস ইন্টারনেট মডিউল নামে আরেকটি জনপ্রিয় বিভাগ আছে এ ওয়েবসাইটে। এখানে শিক্ষার্থীদের অনুশীলন করতে দেওয়া হয়, যাতে তাদের ভুলগুলো খুঁজে বের করে সংশোধন করা যায়। এখানে প্রশ্নের সঙ্গে একটি উত্তর এবং একটি অডিও ফাইল দেওয়া হয়, যা সমস্যা সমাধান করার বিস্তারিত দিকনির্দেশনা দেয়। তা ছাড়া এখানে শিক্ষকেরা কীভাবে শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান শেখাবেন, তারও দিকনির্দেশনা দেওয়া আছে। ফিজিকস ক্লাসরুম ট্রেভর ফায়াস নামে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের। তিনি এই ওয়েবসাইট তৈরিতে কাজ করেছিলেন। ওয়েবসাইট:
জেস্টর
জেস্টর ডট ওআরজি ওয়েব ঠিকানার এই ওয়েবসাইটে পাওয়া ১২ মিলিয়নের বেশি জার্নাল, বই এবং শিক্ষা ও গবেষণাকাজের বিভিন্ন উৎস। প্রায় ৭৫টি শাখার জার্নাল রয়েছে এখানে। প্রকৌশল, ইতিহাস, ব্যবসা, ভূগোল, পদার্থবিজ্ঞানসহ গুরুত্বপূর্ণ সব বিষয়ের জার্নাল পাওয়া যাবে এখানে। শিক্ষার্থীদের জন্য এই ওয়েবসাইট একধরনের অনলাইন লাইব্রেরি। যেকোনো গবেষণা এবং পড়াশোনার কাজে তথ্য নেওয়া যাবে এই ওয়েবসাইট থেকে। ওয়েবসাইট:
কেম ইকুয়েশন
কেম ইকুয়েশন ডট কম নামের এই ওয়েবসাইটের পুরো নাম কেমিক্যাল ইকুয়েশনস অনলাইন। চমৎকার ও মজাদার এই ওয়েবসাইট শুধু রাসায়নিক বিক্রিয়ার জন্য। রসায়নের শিক্ষার্থীদের এবং রসায়নে আগ্রহীদের জন্য উপকারী হতে পারে এই ওয়েবসাইট। এতে প্রবেশ করলে দেখা যাবে একটি সার্চ বার। সেখানে যেকোনো রাসায়নিক মৌল এবং যৌগ বিক্রিয়া করলে কোন ধরনের ফলাফল পাওয়া যায়, তা দেখা যাবে। ফলাফলে বিক্রিয়ার জারণ-বিজারণ, বিক্রিয়কের পরিচয়, উৎপাদক একাধিক তথ্যসূত্র আকারে দেখা যাবে। খুব সাদামাটা ধরনের ওয়েবসাইট হলেও এখানে জানা যাবে হাজার হাজার বিক্রিয়া সম্পর্কে। ওয়েবসাইট:
ম্যাথওয়ে
অঙ্ক কষতে গিয়ে আটকায়নি এমন মানুষ খুব কম। তাই এর সমাধান নিয়ে আছে ম্যাথওয়ে। ম্যাথওয়ে ডট কম নামের এই ওয়েবসাইটে ধাপে ধাপে গণিতের বিভিন্ন প্রশ্নের সমাধান পাওয়া যাবে। বীজগণিত, ত্রিকোণমিতি, ক্যালকুলাস, পরিসংখ্যানসহ পদার্থবিজ্ঞান এবং রসায়নের নানা গাণিতিক সমাধান করা যাবে এই ওয়েবসাইটে। ম্যাথওয়েতে প্রবেশ করলে দেখা যাবে একটি চ্যাট অপশন। ওপরের বাম পাশে থ্রি লাইন অপশনে ক্লিক করে কোন ধরনের গণিত সমাধান করতে চান, তা সিলেক্ট করা যাবে। তারপর চ্যাট অপশনে সমীকরণ, তথ্য-উপাত্ত দিলেই সমস্যার সমাধান করে দেবে ম্যাথওয়ে। সমাধানের সঙ্গে তার প্রতিটি ধাপ দেখা যাবে। ওয়েবসাইট:
পিটেবল
রসায়ন বিষয়ে আরেকটি ওয়েবসাইট পিটেবল ডট কম। এই ওয়েবসাইট মূলত রাসায়নিক মৌলগুলোর পর্যায় সারণির তথ্যভান্ডার। রসায়নবিজ্ঞানে পর্যায় সারণি যার যত আয়ত্তে থাকে, সে রসায়নে তত বেশি এগিয়ে। এটি ছাড়া রসায়ন প্রায় অচল। তাই রসায়নের এই মৌলিক বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে পিটেবল ওয়েবসাইট উপকারী হতে পারে। এখানে বিস্তর তথ্য-উপাত্তসহ পর্যায় সারণি দেওয়া আছে। প্রতিটি মৌলে ক্লিক করে দেখা যাবে বিস্তারিত তথ্য। মৌলটি গ্যাস নাকি ধাতু কিংবা তার কয়টি আইসোটোপ আছে এবং সেগুলো কী কী। জানা যাবে ইলেকট্রন বিন্যাস, গলনাঙ্ক, স্ফুটনাংকের মতো মৌলিক তথ্যসহ শক্তির মাত্রা, তেজস্ক্রিয়তা ইত্যাদি। মূলত একটি পর্যায় সারণিকে বিভিন্ন দিক থেকে দেখা যাবে এই ওয়েবসাইটে। ওয়েবসাইট:
চলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
৫ ঘণ্টা আগেজো বাইডেনের প্রশাসন হস্তক্ষেপ না করলে যুক্তরাষ্ট্রের কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে টিকটক। কিন্তু কোনোভাবেই এটি বিক্রি করা হবে না বলে জানিয়ে দিয়ে চীনের মালিকানাধীন এই ভিডিও শেয়ারিং অ্যাপ। যুক্তরাষ্ট্রে ব্যবসা বিক্রি অথবা বন্ধের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে টিকটকের করা আপিল গতকাল শুক্রবার সুপ্
৫ ঘণ্টা আগেহ্যাকাররা ভুয়া ই–মেইলে নিজেদের মার্কিন সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়। ই–মেইলে একটি কিউআর কোড দেওয়া হয়। এটি স্ক্যান করলে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার প্রস্তাব দেয়। তবে, এটি আসলে একটি হ্যাকিং কৌশল।রাশিয়া, হ্যাকার, হোয়াটসঅ্যাপ, মাইক্রোসফট
১৫ ঘণ্টা আগেএকজন ব্যক্তির রুচি প্রকাশ পেতে পারে ফেসবুক প্রোফাইলের মাধ্যমে। তাই অনেকেই প্রোফাইলটি সুন্দর করে গুছিয়ে রাখতে বেশ মনোযোগ দেয়। এ ক্ষেত্রে ফেসবুকও প্রতিনিয়ত বিভিন্ন ফিচার যুক্ত করে ব্যবহারকারীদের প্রোফাইলগুলো আরও আকর্ষণীয় করতে তুলতে সাহায্য করে। এর মধ্যে ফেসবুক প্রোফাইলে মিউজিক বা গান যোগ করা একটি ফিচা
১ দিন আগে