অনলাইন ডেস্ক
নতুন সব ফিচারসহ ম্যাকের অপারেটিং সিস্টেমের (ম্যাকওএস) নতুন ভার্সন ‘সোনোমা’ নিয়ে আসছে অ্যাপল। সোনোমোর স্টেবল আপডেট আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ম্যাকে পাওয়া যাবে। এটি নতুন ফিচারসহ ম্যাকে বেশ কিছু পরিবর্তন আনবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেটস নাও এর প্রতিবেদনে এসব তথ্য পাওয়া যায়।
যেসব মডেল ম্যাক সোনোমার সমর্থন পাবে
ম্যাকের যেসব মডেলের সঙ্গে আপডেটটি সামঞ্জস্যপূর্ণ তা তুলে ধরা হল–
ম্যাকবুক প্রো: ২০১৮ এবং এর পরবর্তী ভার্সন
ম্যাকবুক এয়ার: ২০১৮ এবং এর পরবর্তী ভার্সন
ম্যাক মিনি: ২০১৮ এবং এর পরবর্তী ভার্সন
আইম্যাক: ২০১৯ এবং এর পরবর্তী ভার্সন
আইম্যাক প্রো: ২০১৭
ম্যাক স্টুডিও: ২০২২ এবং এর পরবর্তী ভার্সন
ম্যাক প্রো: ২০১৯ এবং এর পরবর্তী ভার্সন
ম্যাক সোনোমার আপডেটে যেসব ফিচার যুক্ত হবে তার বিস্তারিত আলোচনা করা হল।
ডেস্কটপ উইজেট
ম্যাকওএস সোনোমা আপডেটের মাধ্যমে আইফোন, আইপ্যাড ও অ্যাপল ওয়াচের মত ম্যাকেও উইজেট থাকবে। আইফোনের মত ম্যাকের উইজেটগুলোও ইন্টারঅ্যাকটিভ হবে। ম্যাকে অ্যাপগুলো ইনস্টল না করলেও আইফোনের অ্যাপের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে উইজেটগুলোর অ্যাকসেস পাওয়া যাবে।
ডকে ওয়েব অ্যাপ যুক্ত করার সুবিধা
ম্যাক সোনোমার আপডেটে ম্যাক ব্যবহারকারীরা যেকোনো ওয়েবসাইটকে ওয়েব অ্যাপ হিসেবে ডকে যুক্ত করতে পারবে। এর ফলে ওয়েব অ্যাপ ব্যবহার আরও সহজ হয়ে যাবে।
ওয়েব অ্যাপ তৈরি করতে সাফারি থেকে ওয়েবসাইটটি খুলতে হবে। এরপর ফাইল মেনুতে গিয়ে ‘এড টু ডক’ সিলেক্ট করতে হবে। ওয়েব অ্যাপগুলো শুধুমাত্র সাধারণ টুলবারের মত কাজ করবে না, সেই সঙ্গে পুশ নোটিফিকেশনকেও সমর্থন করবে।
নতুন স্ক্রিন সেভার ও ওয়ালপেপার
ম্যাকওএস সোনোমার মাধ্যমে ম্যাকে অ্যাপল টিভির মত এরিয়াল স্ক্রিন সেভার সেট করা যাবে। স্ক্রিনসেভারগুলোতে বিশ্বের বিভিন্ন জায়গার ভিডিও ধীর গতিতে (স্লো–মোশন) দেখা যাবে। আবার আপডেটটি প্রতিটি স্ক্রিন সেভারকে একইরকম ডেস্কটপ ওয়ালপেপারে রূপান্তরের সুযোগ দেবে।
সাফারি প্রোফাইল
অ্যাপল গত জুনে সাফারির সর্বশেষ ভার্সনে ভিন্ন ভিন্ন প্রোফাইল তৈরির সুবিধা এনেছে। ফিচারটির মাধ্যমে ব্যক্তিগত কাজ ও অফিশিয়াল কাজ বা অন্য কাজের জন্য আলাদা আলাদা প্রোফাইল তৈরি করা যাবে।
অ্যাপল বলছে, প্রতিটি প্রোফাইলের ভিন্ন ভিন্ন ব্রাইজিং ইতিহাস (হিস্টরি), কুকিস, এক্সটেনশন, ট্যাব গ্রুপ ও ফেবারেটস থাকবে।
গেম মোড
ম্যাকওএস সোনোমাতে নতুন গেম মোড ফিচার থাকবে। ম্যাকে গেমিংয়ের সময় এই ফিচার সীমিতভাবে সিপিউ ও জিপিউয়ের কর্মদক্ষতাকে গুরুত্ব দেবে। নতুন আপডেটের গেম মোডে এয়ারপড ও কিছু নির্দিষ্ট কন্ট্রোলারের লেটেন্সি কমিয়ে দেবে।
নতুন সব ফিচারসহ ম্যাকের অপারেটিং সিস্টেমের (ম্যাকওএস) নতুন ভার্সন ‘সোনোমা’ নিয়ে আসছে অ্যাপল। সোনোমোর স্টেবল আপডেট আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ম্যাকে পাওয়া যাবে। এটি নতুন ফিচারসহ ম্যাকে বেশ কিছু পরিবর্তন আনবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেটস নাও এর প্রতিবেদনে এসব তথ্য পাওয়া যায়।
যেসব মডেল ম্যাক সোনোমার সমর্থন পাবে
ম্যাকের যেসব মডেলের সঙ্গে আপডেটটি সামঞ্জস্যপূর্ণ তা তুলে ধরা হল–
ম্যাকবুক প্রো: ২০১৮ এবং এর পরবর্তী ভার্সন
ম্যাকবুক এয়ার: ২০১৮ এবং এর পরবর্তী ভার্সন
ম্যাক মিনি: ২০১৮ এবং এর পরবর্তী ভার্সন
আইম্যাক: ২০১৯ এবং এর পরবর্তী ভার্সন
আইম্যাক প্রো: ২০১৭
ম্যাক স্টুডিও: ২০২২ এবং এর পরবর্তী ভার্সন
ম্যাক প্রো: ২০১৯ এবং এর পরবর্তী ভার্সন
ম্যাক সোনোমার আপডেটে যেসব ফিচার যুক্ত হবে তার বিস্তারিত আলোচনা করা হল।
ডেস্কটপ উইজেট
ম্যাকওএস সোনোমা আপডেটের মাধ্যমে আইফোন, আইপ্যাড ও অ্যাপল ওয়াচের মত ম্যাকেও উইজেট থাকবে। আইফোনের মত ম্যাকের উইজেটগুলোও ইন্টারঅ্যাকটিভ হবে। ম্যাকে অ্যাপগুলো ইনস্টল না করলেও আইফোনের অ্যাপের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে উইজেটগুলোর অ্যাকসেস পাওয়া যাবে।
ডকে ওয়েব অ্যাপ যুক্ত করার সুবিধা
ম্যাক সোনোমার আপডেটে ম্যাক ব্যবহারকারীরা যেকোনো ওয়েবসাইটকে ওয়েব অ্যাপ হিসেবে ডকে যুক্ত করতে পারবে। এর ফলে ওয়েব অ্যাপ ব্যবহার আরও সহজ হয়ে যাবে।
ওয়েব অ্যাপ তৈরি করতে সাফারি থেকে ওয়েবসাইটটি খুলতে হবে। এরপর ফাইল মেনুতে গিয়ে ‘এড টু ডক’ সিলেক্ট করতে হবে। ওয়েব অ্যাপগুলো শুধুমাত্র সাধারণ টুলবারের মত কাজ করবে না, সেই সঙ্গে পুশ নোটিফিকেশনকেও সমর্থন করবে।
নতুন স্ক্রিন সেভার ও ওয়ালপেপার
ম্যাকওএস সোনোমার মাধ্যমে ম্যাকে অ্যাপল টিভির মত এরিয়াল স্ক্রিন সেভার সেট করা যাবে। স্ক্রিনসেভারগুলোতে বিশ্বের বিভিন্ন জায়গার ভিডিও ধীর গতিতে (স্লো–মোশন) দেখা যাবে। আবার আপডেটটি প্রতিটি স্ক্রিন সেভারকে একইরকম ডেস্কটপ ওয়ালপেপারে রূপান্তরের সুযোগ দেবে।
সাফারি প্রোফাইল
অ্যাপল গত জুনে সাফারির সর্বশেষ ভার্সনে ভিন্ন ভিন্ন প্রোফাইল তৈরির সুবিধা এনেছে। ফিচারটির মাধ্যমে ব্যক্তিগত কাজ ও অফিশিয়াল কাজ বা অন্য কাজের জন্য আলাদা আলাদা প্রোফাইল তৈরি করা যাবে।
অ্যাপল বলছে, প্রতিটি প্রোফাইলের ভিন্ন ভিন্ন ব্রাইজিং ইতিহাস (হিস্টরি), কুকিস, এক্সটেনশন, ট্যাব গ্রুপ ও ফেবারেটস থাকবে।
গেম মোড
ম্যাকওএস সোনোমাতে নতুন গেম মোড ফিচার থাকবে। ম্যাকে গেমিংয়ের সময় এই ফিচার সীমিতভাবে সিপিউ ও জিপিউয়ের কর্মদক্ষতাকে গুরুত্ব দেবে। নতুন আপডেটের গেম মোডে এয়ারপড ও কিছু নির্দিষ্ট কন্ট্রোলারের লেটেন্সি কমিয়ে দেবে।
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১ দিন আগে